আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

সংখ্যা: ১১৪তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ বাইয়াত হওয়া, ক্বলবী যিকির করা, ছোহ্বত ইখতিয়ার করা, ক্বলব ইছলাহ্ করার মাধ্যমে খুলুছিয়ত হাছিল করা ফরযে আইন। বাইয়াত হয়ে ছোহ্বত ইখতিয়ার করে যিকির-ফিকিরের মাধ্যমে ক্বলব ইছলাহ্ ব্যতীত কস্মিনকালেও হাক্বীক্বী মু’মিন, হাক্বীক্বী মুসলমান হওয়া সম্ভব নয়।

ইমামুল আইম্মা, মুহ্ইস্ সুন্নাহ্, কুতুবুল আলম, মুজাদ্দিদুয্ যামান, গাউসুল আ’যম, আওলার্দু রসূল, হাবীবুল্লাহ্ ঢাকা রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশে আলোচনায় একথা বলেন।

তিনি বলেন, বাইয়াত হয়ে যিকির-ফিকির দ্বারা ইল্মে বাতিন তথা ইল্মে মারিফত হাছিল হবে। আর মাসিক আল বাইয়্যিনাত পড়লে ইল্মে জাহির তথা ইল্মে শরীয়ত হাছিল হবে।

তিনি বলেন, যারা আল্লাহ্ পাক ও তাঁর হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাক্বীক্বী শত্রু রয়েছে তারাই মাসিক আল বাইয়্যিনাত পড়তে নিষেধ করে থাকে। তাদের ঈমান ও আকীদায় ত্রুটি রয়েছে। তাদের আক্বল ও ছহীহ্ সমঝ নেই।

তিনি বলেন, শুধুমাত্র হিফয পড়লে, মাদ্রাসায় পড়লে আলিম হওয়া যায় না। আলিম হওয়ার জন্যে দ্বীনের ছহীহ্ সমঝ এবং আল্লাহ্ভীতি প্রয়োজন। যে পাপ কাজ করে তওবা করে না, যে পাপ কাজ থেকে ফিরে আসে না, সে কস্মিনকালেও আলিম হতে পারেনা।

তিনি বলেন, পুরুষ-মহিলা নির্বিশেষে সকলকে আঞ্জুমানে আল বাইয়্যিনাত গঠন করে মাসিক আল বাইয়্যিনাত গভীর ধ্যানের সাথে, চিন্তা করে, ফিকির করে পাঠ করতে হবে, তাহলেই ছহীহ্ সমঝ এবং হাক্বীক্বী তাক্বওয়া হাছিল হবে।

তিনি বলেন, কেউ যদি মাসিক আল বাইয়্যিনাত হাক্বীক্বীভাবে পড়ে এবং উপলব্ধি করে, সে অনুযায়ী আক্বীদা পোষণ করে, আমল করে তাহলে তার পক্ষে আল্লাহ্ পাক-এর মতে এবং আল্লাহ্ পাক-এর হাবীবের পথে দায়িম-কায়িম থাকা সহজ এবং সম্ভব হবে। এবং এর দ্বারা সে অবশ্যই হাক্বীক্বী বান্দা এবং তাঁর হাবীব, আখিরী রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাক্বীক্বী উম্মত হতে পারবে। ফলে সে আল্লাহ্ পাক এবং তাঁর হাবীব আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, হাবীবুল্লাহ্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর খালিছ সন্তুষ্টি-রেযামন্দি হাছিল করতে পারবে।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ