আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশ রহমত, বরকত, ছাকিনা, মাগফিরাত হাছিলের মজলিশ। এ মজলিশ নিজের গুণাহখাতা ক্ষমা করানোর মজলিশ।
ইহুদীরা চক্রান্ত করে সারা বিশ্বে গণতন্ত্র তথা দ্বীনে জুমহুরীকে সব জায়গায় জারী করার কোশেশ করে যাচ্ছে। তিনি বলেন, গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র, মাওবাদ, লেনিনবাদ, মার্কসবাদ, ডারউইনবাদ যত মতবাদ আর তন্ত্রমন্ত্র রয়েছে সব কিছুর পিছনেই ইহুদী চক্রান্ত কাজ করে যাচ্ছে। তাদের উদ্দেশ্য হচ্ছে মুসলমানদেরকে নানান ফিরক্বাবন্দি করে বিছিন্ন করে দেয়া। যে তিয়াত্তর ফিরক্বা সৃষ্টি হয়েছে তার ফপছনেো ইহুদী চক্রান্ত রয়েছে।
ইমামুল আইম্মা, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুযাদ্দিদুয যামান, আওলাদুর রসূল, হাবীবুল্লাহ, ঢাকা রাজারবাগ শরীফ-এর হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশে আলোচনায় এসব কথা বলেন।
তিনি কুরআন শরীফের বরাত দিয়ে বলেন, তোমরা পরস্পর পরস্পরকে নেকী এবঙ পরহিযগারীর মধ্যে সাহায্য কর এবঙ একজন আরেকজনকে শত্রুতার মধ্যে, অবৈধ কাজে সাহায্য সহযোগিতা করোনা।
অর্থাৎ এক কথায় আল্লাহ পাক বলেছেন, তোমরা আল্লাহ পাক এবঙ তাঁর হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সন্তুষ্টি জনক কাজে পরস্পর পরস্পরকে সাহায্য সহযোগিতা কর এবং আল্লাহ পাক ও তাঁর হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর অসন্তুষ্টিজনক কাজে পরস্পর পরস্পরকে সাহায্য সহযোগিতা করোনা। মাসিক আল বাইয়্যিনাত মূলতঃ এ আয়াত শরীফের মিছদাক।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর হতে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্রুহুল আলী দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল সফর করেন। সফরের ১ম দিন ২১ সেপ্টেম্বর শনিবার, গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড মসজিদে, ২২ সেপ্টেম্বর, রোববার, খুলনা রসরা বাসষ্ট্যান্ড সংলগ্ন, মৎস্য ভবনের সম্মুখে, ২৩ সেপ্টেম্বর, সোমবার, যশোর কেন্দ্রীয় ঈদগাঁ ময়দান, ২৪ সেপ্টেম্বর, মঙ্গলবার মেহেরপুর, শহীদ মিনার চত্ত্বর, ২৫ সেপ্টেম্বর, বুধবার, চুয়াডাঙ্গা, টাউন হল, ২৬ সেপ্টেম্বর, বৃহস্পতিবার, হরিশঙ্করপুর সরকারী প্রাঃ বিদ্যালয় প্রাঙ্গণ, ২৭ সেপ্টেম্বর, শুক্রবার, ঝিনাইদহ ওয়াজীর আলী ঈদগাঁ মাঠে, ২৮ সেপ্টেম্বর, শনিবার, মাগুরা টাউন হলে ইমামুল আইম্মা, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম আওলাদুর রসূল, ঢাকা রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।
এসব মাহফিলে হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথির বয়ান পেশ করেন।
উল্লেখ, এসব মাহফিলে হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর ওয়াজ শুনে বিপুল সংখ্যক জনতা তাঁর নিকট বায়াত গ্রহণ করেন। এ সফরে স্থানীয় লোকের সমন্বয়ে অনেক শক্তিশালী ও কার্যকর আঞ্জুমানে
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ