আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ১০৯তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশ হচ্ছে ইসলামকে পরিপূর্ণভাবে শেখা, জানা ও বুঝার মজলিশ।  ইমামুল আইম্মা, মুহ্ইস্ সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদুয্ যামান, গাউসুল আযম, হাবীবুল্লাহ, আওলার্দু রসূল ঢাকা রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশে আলোচনায় একথা বলেন।       তিনি বলেন, দ্বীনে ইলাহীর কায়িম মোকাম হচ্ছে দ্বীনে জমহুরী। ইহুদী-নাছারারা চক্রান্ত করে এটা মুসলমানদের উপর চাপিয়ে দিয়েছে। ইহুদীরা চক্রান্ত করে সারা বিশ্বে গণতন্ত্রকে জারি করার কোশেশ করে যাচ্ছে।     উল্লেখ্য, গত ১০ আগস্ট হতে ২২ আগস্ট পর্যন্ত হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী মহিলাদের বিশেষ তালিম প্রদান ও ওয়াজ নছীহতের উদ্দেশ্যে আহলে বাইত সহ দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় বিশেষ সফর করেন।    ১১ আগস্ট, রোববার, থানা পরিষদ মাঠ, পানছড়ি, খাগড়াছড়িতে মাহ্ফিল। ১২ আগস্ট, সোমবার, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ণ বোর্ড রেষ্ট হাউসে অবস্থান, বাইয়াত ও তালিম। ১৩ আগস্ট, মঙ্গলবার ও ১৪ আগস্ট, বুধবার, মোটেল জর্জ, কলেজ গেট সংলগ্ন, রাঙ্গামাটিতে অবস্থান, তালিম ও বাইয়াত।      ১৫ আগস্ট, বৃহস্পতিবার, শহর মডেল টাউন সরকারী প্রাঃ বিদ্যালয়, বান্দরবানে মাহ্ফিল, ১৬ আগস্ট, শুক্রবার,   পূরবী হোটেল, বান্দরবানে অবস্থান। ১৭ আগস্ট, শনিবার, মাহ্ফিল- পাবলিক লাইব্রেরী মাঠ, কক্সবাজার। ১৮ আগস্ট, রোববার, অবস্থান-     এম এস গেষ্ট কেয়ার, কক্সবাজার। ১৯ আগস্ট, সোমবার, মাহ্ফিল-বাইতুশ শরফ মসজিদ প্রাঙ্গন, টেকনাফ, ২০ আগস্ট মঙ্গলবার, অবস্থান-হোটেল  হিলটপ, টেকনাফ। ২১ আগস্ট, বুধবার, মাহ্ফিল- ১২ নং রোড, পোর্ট কলোনী  মাঠ, চট্টগ্রাম, ২২ আগস্ট, বৃহস্পতিবার, অবস্থান-   হোটেল  রাজ, কাজী নজরুল ইসলাম রোড, সদরঘাট, চট্টগ্রাম।  উল্লেখ্য, এ সফরে সাইয়্যিদাতুন্ নিসা, ইমামাতুন্ নিসা, আফজালুন্ নিসা ফি যামানিহা, উম্মূল খায়ের, কায়িম মুকামে উম্মাহাতুল মু’মিনীন, ইমামাতুছ ছিদ্দীকা, হাবীবাতুল্লাহ, হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া মহিলাদের মাঝে তালিম, তালকীন ও  নছীহত পেশ করেন। এ সফরে হাবীবাতুল্লাহ, হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর উপস্থিতি মহিলাদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং মহিলাদেরকে দারুণভাবে আনন্দিত ও উৎসাহিত করে।  উল্লেখ্য, এ সফরে পুরুষদের পাশাপাশি অনেক মহিলা আঞ্জুমানে আল বাইয়্যিনাতও গঠিত হয়।

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ