আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

সংখ্যা: ১০৭তম সংখ্যা | বিভাগ:

            আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ একজন মহিলা হিদায়েত হওয়া মানে একটি পরিবার ঠিক হয়ে যাওয়া। সন্তানের প্রথম শিক্ষক হচ্ছেন তার মা। তাই মা যদি আল্লাহ্ ওয়ালী হন, সন্তানরাও কম-বেশী আল্লাহ্ ওয়ালা বা আল্লাহ্ ওয়ালী হবে।             ইমামুল আইম্মা, মুহ্ইস্ সুন্নাহ, কুতুবুল আলম, মুযাদ্দিদুয্ যামান, গাউসুল আ’যম, আওলার্দু রসূল, হাবীবুল্লাহ ঢাকা রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী একথা বলেন।        তিনি বলেন, মহিলাদের মাঝে প্রচুর আগ্রহ রয়েছে, কিন্তু তারা জানার বা তালিম গ্রহণের সুযোগ পায় কম। কাজেই মহিলাদের দ্বারা মহিলাদের মাঝে ব্যাপকভাবে আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর কার্যক্রম ছড়িয়ে দিতে হবে। আঞ্জুমান করে আল বাইয়্যিনাত বেশী বেশী পাঠ করে অন্যান্য মহিলাদের মাঝে আলোচনা করতে হবে।    উল্লেখ্য, গত ৯জুন হতে ২০ জুন পর্যন্ত হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী মহিলাদের বিশেষ তালিম প্রদান ও ওয়াজ নছীহতের উদ্দেশ্যে আহলে বাইত সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় বিশেষ সফর করেন।    সফরের ১ম ও ২য় দিন ৯, ১০ জুন, রবি ও সোমবার পাবনায় হোটেল শিলটনে অবস্থান করেন। ৯ জুন রবিবার, পাবনার শ্রীপুরের খতীব আব্দুল জাহিদ হাই স্কুল মিলনায়তনে মাহ্ফিল অনুষ্ঠিত হয়। ১০ জুন হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী খাছ পর্দার সাথে খানকা শরীফ থেকে পাগড়ীর মাধ্যমে (সাউন্ড বক্সে) মহিলাদের বাইয়াত করান। পরে তাদের উদ্দেশ্যে ওয়াজ নছীহত করেন। ১১ জুন, মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট বজরাটেক সবজা হইস্কুল মাঠ সংলগ্ন বড় মসজিদে ওয়াজ মাহ্ফিল, ১২জুন, বুধবার মুহম্মদ ফযলুর রহমানের বাড়ীতে মহিলা তালিম, ১৩ জুন, বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ পৌর পার্কে ওয়াজ মাহ্ফিল, ১৪জুন, শুক্রবার, হোটেল স্বপ্নপূরীতে তালিম ও বাইয়াত, ১৫ জুন, শনিবার দিনাজপুর ইনষ্টিটিউট মাঠে ওয়াজ মাহ্ফিল, ১৬ জুন, রবিবার হোটেল ডায়মন্ড বি-তে তালিম ও বাইয়াত, ১৭ জুন, সোমবার পঞ্চগড় টাউন হল ময়দানে ওয়াজ মাহ্ফিল, ১৮ জুন, মঙ্গলবার হোটেল রাজনগরে তালিম ও বাইয়াত। ১৯ জুন, বুধবার হোটেল তিলোত্তমায় মহিলা ও পুরুষদের আলাদা আলাদা তালিম অনুষ্ঠিত হয়। ২০ জুন, বৃহস্পতিবার রংপুর টাউন হলে ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

            উল্লেখ্য, এ সফরে সাইয়্যিদাতুন্ নিসা, ইমামাতুন্ নিসা, আফজালুন্ নিসা ফি যামানিহা, উম্মূল খায়ের, কায়িম মুকামে উম্মাহাতুল মু’মিনীন, ইমামাতুছ ছিদ্দীকা, হাবীবাতুল্লাহ, হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া মহিলাদের মাঝে তালিম, তালকীন ও  নছীহত পেশ করেন। এ সফরে হাবীবাতুল্লাহ, হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর উপস্থিতি মহিলাদের মাঝে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং মহিলাদেরকে দারুণভাবে আনন্দিত ও উৎসাহিত করে। এ সফরে বিপুল সংখ্যক ছাত্রী ও মহিলা খাছ পর্দার মাধ্যমে বাইয়াত গ্রহণ করেন এবং সাইয়্যিদাতুন্ নিসা, হাবীবাতুল্লাহ, হযরত আম্মা হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহাল আলীয়া-এর মাধ্যমে তালিম গ্রহণ করে নিজেদের ধন্য করেন। উল্লেখ্য, এ সফরে পুরুষদের পাশাপাশি অনেক মহিলা আঞ্জুমানে আল বাইয়্যিনাতও গঠিত হয়।  য

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ