দুনিয়ার যত রহমত, বরকত, ছাকীনা রয়েছে আল্লাহ্ পাক-এর আলোচনার মধ্যে, আল্লাহ্ পাক-এর হাবীব, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আলোচনার মধ্যেই রয়েছে। কাজেই কেউ যদি হাক্বীক্বী রহমত, বরকত, ছাকিনা হাছিল করতে চায়, আল্লাহ্ পাক-এর মুহব্বত, মারিফত হাছিল করতে চায়, আল্লাহ্ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মুহব্বত, নিসবত, তায়াল্লুক হাছিল করতে চায় তাহলে তার দায়িত্ব ও কর্তব্য হলো, এ সমস্ত (আঞ্জুমানে আল বাইয়্যিনাত ও ঈদ-ই-মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর) মজলিস যা রয়েছে যেখানে আল্লাহ্ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আলোচনা হয়ে থাকে সে সমস্ত মজলিসে হাযির হয়ে সে আলোচনা শোনা, অনুধাবন করা, ফিকির করা, সে অনুযায়ী আমলের কোশেশ করা।
ইমামুল আইম্মা, মুহ্ইস্ সুন্নাহ্, কুতুবুল আলম, মুজাদ্দিদুয্ যামান, আওলাদে রসূল, ঢাকা রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত ও পবিত্র ঈদ-ই-মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষ্যে তিন দিনব্যাপী আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বয়ানে এ কথা বলেন। তিন দিনব্যাপী প্রতিযোগিতা মাহ্ফিল অনুষ্ঠিত উল্লেখ্য, গত ৬, ৭, ৮ রবিউল আউয়াল ১৪২৩ হিজরী ছাত্র আঞ্জুমানে আল বাইয়্যিনাত কর্তৃক আয়োজিত তিন দিনব্যাপী প্রতিযোগিতা মাহ্ফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কালামে পাক তিলাওয়াত, হিফয, আযান, ওয়াজ, হামদে বারী তায়ালা, না’তে রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, কাছিদা-ই-মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লহুল আলী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন জিলা থেকে মুহম্মদিয়া হিফয ও অন্যান্য বিভাগের ছাত্রগণ এসব প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতার তৃতীয় দিন হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী তাশরীফ রাখেন এবং মূল্যবান নছীহত পেশ করেন। তিন দিনব্যাপী মীলাদ মাহ্ফিল অনুষ্ঠিত গত ৯, ১০, ১১ রবিউল আউয়াল ১৪২৩ হিজরী মুহম্মদিয়া জামিয়া শরীফ কর্তৃক আয়োজিত রাজারবাগ দরবার শরীফে তিন দিনব্যাপী পবিত্র ঈদ-ই-মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষ্যে ওয়াজ ও মীলাদ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। প্রথম ও দ্বিতীয় দিন বাদ আছর থেকে রাত ১১ টা পর্যন্ত এবং তৃতীয় দিন বাদ আছর থেকে সারা রাতব্যাপী ওয়াজ মাহ্ফিল অনুষ্ঠিত হয়। মাহ্ফিলে প্রধান অতিথির বয়ানে রাজারবাগ শরীফে হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী বলেন, হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর যেরূপ মর্যাদা-মর্তবা, ফাযায়িল-ফযীলত, শ্রেষ্ঠত্ব রয়েছে ঈদ-ই-মীলাদুন্ নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এরও অনুরূপ মর্যাদা-মর্তবা ও শ্রেষ্ঠত্ব রয়েছে।
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ