আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

সংখ্যা: ১০৪তম সংখ্যা | বিভাগ:

আনজুমান প্রতিবেদন: আনজুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশ ঈমান নবায়ন ও আক্বীদা বিশুদ্ধ করার মজলিস

ইমামুল আইম্মা, মুহইস্ সুন্নাহ, কুতুবুল আলম, মুযাদ্দিদুয্ যামান, আওলার্দু রসূল, ঢাকা রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর সাপ্তাহিক মজলিশে প্রধান অতিথির বয়ানে একথা বলেন।

তিনি বলেন, আশুরা উপলক্ষ্যে বিভিন্ন ওয়াজ-মাহ্ফিল ও আলোচনায় বক্তারা নবী-রসূল আলাইহিমুস্ সালাম এবং হযরত ছাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম সম্পর্কে কুফরী মূলক বক্তব্য পেশ করে থাকে যা কুফরীর নামান্তর। কেননা, সমস্ত নবী-রসূল আলাইহিমুস্ সালামগণ হচ্ছেন মা’ছূম বা নিস্পাপ। তাঁরা সর্ব প্রকার ভুল-ত্রুটি, গুণাহ্-খতা থেকেতো অবশ্যই মুক্ত এমনকি অপছন্দনীয় কাজ-কর্ম থেকেও মুক্ত। আর হযরত ছাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ আল্লাহ্ পাক কর্তৃক মাহ্ফুজ বা সংরক্ষিত।

মূলতঃ মাসিক আল বাইয়্যিনাতে এসব বিষয়েই লিখা হয়ে থাকে; যা এ মজলিশের মাধ্যমে আলোচনা করা হয়।

কাজেই প্রত্যেকের উচিৎ বেশী বেশী আঞ্জুমানে আল বাইয়্যিনাতের মজলিশ করে পত্রিকা পাঠের মাধ্যমে নিজের এবং সকলের ঈমান ও আক্বীদার হিফাজত করা।

উল্লেখ্য, ৫ মার্চ থেকে ১১ মার্চ পর্যন্ত হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী দ্বীন প্রচারের উদ্দেশ্যে দেশের দক্ষিণাঞ্চল সফর করেন। ৫ মার্চ, মঙ্গলবার, বরিশাল বানারী পাড়া, বাশার মুহম্মদিয়া হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গন, ৬ মার্চ, বুধবার, পটুয়াখালীস্থ আলাউদ্দীন শিশু পার্ক, ৭ মার্চ, বৃহস্পতিবার, বরগুণা পাউবো কম্পাউন্ডে, ৮মার্চ, শুক্রবার বরগুণা, পাউবো জামে মসজিদ প্রাঙ্গন, ৯ মার্চ, শনিবার, বাগেরহাট পুরাতন কোর্ট চত্বর, ১০ মার্চ, রোববার, সাতক্ষীরা ইটাগাছা বিহারী বাগান, ১১ মার্চ, সোমবার, নড়াইল শিল্পকলা একাডেমী চত্বর, এবং ১৮ মার্চ, সোমবার, রাজারবাগ মুহম্মদিয়া জামিয়া শরীফ মাদ্রাসায় আশুরা উপলক্ষ্যে এবং ১৯ মার্চ, মঙ্গলবার, ঘোড়াশাল আয়েত আলী হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গনে ওয়াজ ও দোয়ার মাহ্ফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এসব মাহ্ফিলে হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী প্রধান অতিথি হিসেবে তাশরীফ রাখেন। এসব মাহ্ফিলে অসংখ্য লোক হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর মুবারক ওয়াজ শুনে অভিভূত হয়ে তাঁর মুবারক হাতে বয়াত গ্রহণ করে এবং আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এ যোগদান করে। য

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ