আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ১০৩তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদন: “তাছাউফের মূল হচ্ছে আবদ। আর আদব স্বর্ণ-চান্দির চেয়ে বেশি মূল্যবান।”

আনজুমানে আল বাইয়্যিনাত আয়োজিত দিনাজপুর মুহম্মদিয়া নূরীয়া হাফিজীয়া মাদরাসা প্রাঙ্গনে অনুষ্ঠিত মাহফিলে ইমামুল আইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুযাদ্দিদুয্ যামান, আওলাদুর রসূল, হাবীবুল্লাহ ঢাকা রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম ‍তিনি প্রধান অথিথির বয়ানে একথা বলেন।

তিনি বলেন, যে যত বেশি আদববান সে তত তাড়াতাড়ি তাছাউফ হাছিল করতে পারবে। বেয়াদব কখনই কামিয়াবী অজন করতে পারে না, কারণ সে আল্লাহ পাক উনার রহমত থেকে বঞ্চিত।

তিনি হাদীছ শরীফ উনার বরাত দিয়ে বলেন, “পীর ছাহেব মুরীদের নিকট এমন যেমন নাকি উম্মতের নিকট নবী।” অর্থাৎ ‍উম্মতের জন্য নবীর প্রতি তাজিম-তাকরীম করা, আদব রক্ষা করা যেরূপ ফরয তদ্রুপ মুরীদের জন্যও স্বীয় পীর ছাহেবের প্রতি অনুরূপ তাজীস-তাকরীম, আদব রক্ষা করা ফরয।

তিনি বলেন, আদব ব্যতীত কখনোই ওলীআল্লাহ হওয়া সম্ভব নয়, কারণ যারাই বড় ওলীআল্লাহ হয়েছেন উনারা প্রত্যেকেই স্বীয় পীর ছাহেবের প্রতি বেমেছাল আদব রক্ষা করেছেন। আর মাসিক আল বাইয়্যিনাত শরীফ উনার মাধ্যমে আনজুমানে আল বাইয়্যিনাত উনার মজলিশে আদবেরই তালিম দেয়া হয়ে থাকে।

উল্লেখ্য, ৫ ফেব্রুয়ারি হতে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম দেশের উত্তরবঙ্গ ছফর করেন। ৫ ফেব্রুয়ারি মঙ্গলবার, বুলনপুর ঈদগাঁহ মাঠ, রাজশাহী, ৬ ফেব্রুয়ারি বুধবার, কারবালা উচ্চ বিদ্যালয় মাঠ, চাঁপাইনবাবগঞ্জ, ৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার, নওজোয়ান মাঠ, নওগাঁ, ৮ ফেব্রুয়ারি মুক্রবার, রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ, কুড়িগ্রাম, ৯ ফেব্রুয়ারি শনিবার, ডোমার, নীলফামারী, ১০ ফেব্রুয়ারি রোববার, পৌরসভা মাঠ, পঞ্চগড়, ১১ ফেব্রুয়ারি সোমবর, জেলা স্কুল মাঠ, ঠাকুরগাঁও, ১২ ফেব্রুয়ারি মঙ্গলবর, বাদ মাগরিব বিরল দিনাজপুর, রাত ৯টা থেকে মুহমমদিয়া নূরীয়া হাফিজিয়া মাদরাসা প্রাঙ্গন, দিনাজপুরে ওয়াজ, দোয়া, দরসে হাদীছ ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। এসব মাহফিলে বিপুল সংখ্যক জনতা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক হাতে বাইয়াত গ্রহণ করে এবং আনজুমানে আল বাইয়্যিনাতে যোগ দান করে।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ