আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

সংখ্যা: ১০০তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদন : রমাদ্বান হচ্ছে তাকওয়া হাছিলের মাস। এ মাসে কিরূপ হাক্বীক্বী তাকওয়া হাছিল করা যায় আনজুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশে মূলতঃ সে বিষয়েই আলোচনা হয়ে থাকে।

ইমামুল আইম্মা, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদুয যামান, গাউসুল আযম, সুলতানুন নাছির, আফযালুল আউলিয়া, সাইয়্যিদুল আউলিয়া, হাবীবুল্লাহ, আওলাদুর রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার হযরত পীর ছাহেব ক্বিবলা আলাইহিস সালাম তিনি আনজুমানে আল বাইয়্যিনাত-এর সাপ্তাহিক মজলিশে আলোচনায় একথা বলেন।

তিনি বলেন, যে গুরুত্ব সহকারে আল বাইয়্যিনাত পড়বে এবং অনুধাবন করে সে অনুযায়ী আমল করবে সে হাক্বীক্বী মুত্তাক্বী হতে পারবে।

তিনি বলেন, যে কোশেশ করে সে সফলতা লাভ করে। কাজেই, সারা বিশ্বে যাতে মাসিক আল বাইয়্যিনাত-এর ইলমকে তথা কুরআন শরীফ, হাদীছ শরীফ, ইজমা ও ক্বিয়াসের জ্ঞানকে ছড়িয়ে দেয়া যায় সে জন্য আনজুমানে আল বাইয়্যিনাত-এর মাধ্যমে কোশেশ করা প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য।

উল্লেখ্য, গত ৬ নভেম্বর হতে ১৩ নভেম্বর পর্যন্ত হযরত পীর ছাহেব ক্বিবলা আলাইহিস সালাম তিনি দেশের বিভিন্ন জেলা সফর করেন। ৬ নভেম্বর মঙ্গলবার, মৌলভীবাজার, ৭ নভেম্বর, বুধবার, সুনামগঞ্জে, ৮ নভেম্বর, বৃহস্পতিবার, সিলেট, ৯ নভেম্বর, শুক্রবার, শ্রীমঙ্গল, ১০ নভেম্বর, শনিবার হবিগঞ্জ, ১১ নভেম্বর, রোববার মোমেনশাহী, ১২ নভেম্বর, সোমবার, নেত্রকোনা, ১৩ নভেম্বর, মঙ্গলবার জামালপুরে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়।

ইফতার মাহফিল অনুষ্ঠিত

আনজুমান প্রতিবেদন : এদিকে ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত বাংলাদেশ-এর ব্যবস্থাপনায় রাজারবাগ পার্টি হাউস মিলনায়তনে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইমামুল আইম্মা, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদুয যামান, গাউসুল আযম, সুলতানুল নাছির, আফযালুল আউলিয়া, সাইয়্যিদুল আউলিয়া, হাবীবুল্লাহ, আওলাদুর রসূল ঢাকা রাজারবাগ শরীফ উনার হযরত পীর ছাহেব ক্বিবলা আলাইহিস সালাম।

এছাড়া ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন স্থানে আনজুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আঞ্জুমানে আল বাইয়্যিনাত  ও মাহ্ফিল সংবাদ