আল বাইয়্যিনাত প্রতিবেদন : আনজুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশ মহান আল্লাহ পাক উনার মুহব্বত-মারিফত এবং উনার প্রিয় হাবীব, আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত-মারিফত, তাওয়াজ্জুহ ও জিয়ারত হাছিলের মজলিশ।
ইমামুল আইম্মা, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুযাদ্দিদুয যামান, আওলাদুর রসূল, হাবীবুল্লাহ হযরত পীর ছাহেব ক্বিবলা আলাইহিস সালাম উনার মজলিশে আলোচনায় এ কথা বলেন।
তিনি বলেন, আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি মহান আল্লাহ পাক উনার সৃষ্টি নূরের তৈরি। যারা বলে, “তিনি মাটির তৈরি কিংবা মহান আল্লাহ পাক উনার জাতী নূরের তৈরি” এ উভয় দলের কথাই কুফরী মূলক।
তিনি বলেন, যারা বলে শরীয়তে মাত্র দু’টি ঈদ রয়েছে তাদের সে কথা ভুল। কেননা, হাদীছ শরীফ উনার মধ্যে রোযার ঈদ এবং কুরবানীর ঈদের পাশাপাশি জুমুয়া এবং আরাফার দিনকেও ঈদের দিন বলা হয়েছে।
তিনি বলেন, হযরত আদম আলাইহিস সালাম উনার সৃষ্টি, পৃথিবীতে আগমন, বিদায়, দোয়া কবুলের বিশেষ সময় থাকায় এবং ক্বিয়ামত সংঘটিত হবে বিধায় জুমুয়ার দিনকে সকল দিনের সর্দার ও সম্মানীত বলা হয়েছে। তাহলে যাঁকে সৃষ্টি করা না হলে হযরত আদম আলাইহিস সালাম তিনিসহ কোন কিছুই সৃষ্টি করা হত না এবং যিনি সকল সৃষ্টির কেন্দ্রবিন্দু বা মূল উনার মুবারক আগমনের দিনকে কেন সকল ঈদের চেয়েও বেশি সম্মানিত এবং ঈদ-ই-মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলা যাবেনা? বরং অবশ্যই বলা যাবে। এবং অবশ্যই এটা সর্বশ্রেষ্ঠ ঈদ।
তিনি বলেন, এ মজলিশে উনার শান-মান, মর্যাদা, ফযীলত, বুযুর্গী-সম্মান সম্পর্কে ছানা-ছিফত করা হয়ে থাকে। কাজেই এ মজলিশ বেমেছাল রহমত, বরকত ও ছাকিনার মজলিশে।
চামেলীবাগ শাখা আনজুমান উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক ঃ গত ৭ অক্টোবর রোববার ৩২/১ চামেলীবাগে আনজুমানে আল বাইয়্যিনাত-এর চামেলীবাগ শাখা উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রাজারবাগ শরীফ উনার হযরত পীর ছাহেব ক্বিবলা আলাইহিস সালাম তিনি উপস্থিত হয়ে আলোচনা, দোয়া ও মুনাজাত করেন। এ মজলিশে বিপুল সংখ্যক লোক উপস্থিত হয়। প্রতি রোববার বাদ মাগরিব থেকে নিয়মিত এ মজলিশ অনুষ্ঠিত হওয়ার কথা বলা হয়।
উল্লেখ্য গত ১৫ অক্টোবর, সোমবার পবিত্র মি’রাজুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষ্যে রাজারবাগ দরবার শরীফ উনার মধ্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ
আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ