ঈমানদীপ্ত সম্মানিত মহিলা হযরত উম্মুল ফদ্বল বিনতুল হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা

সংখ্যা: ৩০২তম সংখ্যা | বিভাগ:

হযরত উম্মুল ফদ্বল বিনতুল হারিছ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার মূল নাম মুবারক লুবাবা কুবরা, পিতা আল-হারিছ বিন হাযান বিন বুজাইর, তিনি বনু হিলাল গোত্রের মহিলা ছাহাবী, ৬ জন বিখ্যাত ব্যক্তিত্বের মাতা, উম্মুল ফদ্বল উপনামেই তিনি সমধিক পরিচিতা।

তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার চাচা সাইয়্যিদুনা হযরত আব্বাস আলাইহিস সালাম উনার সম্মানিতা আহলিয়া। তিনি হিজরতের পূর্বে দ্বীন ইসলাম গ্রহণ করেন। ইসলাম গ্রহণকারী মহিলাদের মধ্যে তিনি প্রথম দিকের।

বর্ণিত আছে যে, লোকে বলতো, হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার মাতা মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিতা শাশুড়ী, কারণ হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার দুই বোন হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের মাঝে অন্যতম। উনার বৈপিত্রীয় বোন সাইয়্যিদাতুনা উম্মুল মু’মিনীন আল খ¦মিসাহ (হযরত যাইনাব বিনতে খুযাইমাহ) আলাইহাস সালাম উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনাদের অন্তর্ভুক্ত করেন। একইভাবে পরবর্তী সময়ে হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার সহোদর বোন সাইয়্যিদাতুনা হযরত উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ আশার (হযরত মাইমুনাহ) আলাইহাস সালাম উনার সাথেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত নিসবাতুল আযীম শরীফ সম্পন্ন হয়, হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি নিজে সাইয়্যিদুনা হযরত আব্বাস আলাইহিস সালাম উনার আহলিয়া, উনার অন্য এক বোন হযরত সালমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি হযরত হামযা আলাইহিস সালাম উনার আহলিয়া, অপর এক বোন হযরত আসমা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি হযরত জা’ফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার আহলিয়া, হযরত জা’ফর রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার শাহাদাতের পর উনার নিসবাতুল আযীম শরীফ সম্পন্ন হয় খলীফাতু রসূলিল্লাহ হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার সাথে অতঃপর উনার বিছালী শান মুবারক প্রকাশের পর উনার নিসবাতুল আযীম শরীফ সম্পন্ন হয় হযরত ইমামুল আউওয়াল কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম উনার সাথে। সুবহানাল্লাহ! (ইছাবা)

 হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার বৈমাত্রেয় বোন হযরত লুবাবা আছ-ছুগরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (উনার উপনাম আল-আসমা) ছিলেন সুবিখ্যাত মুসলিম সেনাপতি হযরত খালিদ বিন ওয়ালীদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার মাতা। সুবহানআল্লাহ

হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সঙ্গে বিদায় হজ্জে উপস্থিত ছিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি আরাফাতের দিন রোযা রেখেছেন কি-না এ সম্পর্কে ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের মধ্যে প্রশ্ন উঠলে হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট এক পেয়ালা দুধ মুবারক প্রেরণ করেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি তখন সেই দুধ মুবারক পান করেন। তখন ইহা সুনিশ্চিত হয় যে, তিনি রোযা রাখেননি। (ইছাবা)

একবার হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা স্বপ্নে দেখলেন যে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার জিসিম মুবারক উনার একটি অঙ্গ মুবারক উনার গৃহে তাশরীফ মুবারক রেখেছেন। তিনি এই স্বপ্নের কথা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে জানালে তিনি বললেন, হযরত আন নূরুর রবি’য়াহ যাহরা আলাইহাস সালাম উনার একজন পুুত্র সন্তান বিলাদত শরীফ গ্রহণ করবেন এবং আপনি উনাকে আপনার দুগ্ধ মুবারক পান করাবেন। অতঃপর হযরত ইমামুছ ছানী (ইমাম হাসান) আলাইহিস সালাম তিনি পবিত্র বিলাদতী শান মুবারক প্রকাশ করেন এবং হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি উনাকে দুগ্ধ পান করান, তখন উনার দুগ্ধপানকারী নিজ সন্তান ছিলেন হযরত কুছাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু। (ইছাবা)

একদিন হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনাকে কোলে নিয়ে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আগমন করেন। তখন তিনি উনাকে দুগ্ধ পান করাতেন। তিনি উনাকে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নূরুল আযহার অর্থাৎ কোল মুবারকে দেন, তখন হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম তিনি নূরুশ শিফা মুবারক (ছোট ইস্তিঞ্জা মুবারক) করে দিলেন। হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি হযরত ইমামুছ ছানী আলাইহিস সালাম উনার দুই কাঁধের মাঝখানে নিজ হাত দিয়ে মৃদু স্পর্শ করলেন। এতে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করলেন, আপনি আমার আওলাদ উনাকে কষ্ট দিলেন, মহান আল্লাহ পাক তিনি আপনার প্রতি রহম করুন। হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি ক্ষমা চাইলেন এবং বললেন, ইয়া রসূলাল্লাহ ইয়া হাবীবাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আপনি যদি আপনার ইযার মুবারক পরিবর্তন করে অন্য একটি কাপড় মুবারক পরিধান করতেন তাহলে উহা আমি ধৌত করে দিতাম। (তাবাকাত)

হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার খিলাফত আমলে বিছালী শান মুবারক প্রকাশ করেন। উনার সম্মানিত আহাল সাইয়্যিদুনা হযরত আব্বাস আলাইহিস সালাম তিনি তখন জীবিত ছিলেন। সাইয়্যিদুনা হযরত আব্বাস আলাইহিস সালাম উনার অধিকাংশ আওলাদ হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার রেহেম শরীফে বিলাদত শরীফ গ্রহণ করেন। তন্মধ্যে হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত উবায়দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনাদের জ্ঞান ও পান্ডিত্যের জন্য ইতিহাসে প্রসিদ্ধ হয়ে আছেন।

আবদুল্লাহ বিন ইয়াযীদ হিলালী বলেন-

ما ولدتْ نجيبة من فحل – كستةٍ من بطن أمّ الفضل

أكرم بها من كهلة و كهل

(হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার রেহেম শরীফ থেকে আগত ৬ জন বীর পুরুষের ন্যায় অন্য কোন পবিত্র মাতা জন্ম দেননি- কোন পূর্ণ বয়স্ক পুরুষ অথবা পূর্ণ বয়স্কা স্ত্রীলোক উনার থেকে অধিক সম্মানিতা নন)।

হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা উনার সন্তানগণ হচ্ছেন- হযরত ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত আবদুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত উবায়দুল্লাহ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত মা’বাদ রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত কুছাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু ও হযরত আবদুর রহমান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু- এই ৬ জন। হযরত উম্মে হাবীবা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা নামে উনার একজন কন্যা সন্তানও ছিলেন। (তাবাকাত)

হযরত উম্মুল ফদ্বল রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা তিনি সদা ইবাদত বন্দেগীতে মশগুল থাকতেন। তিনি প্রতি সপ্তাহে ইয়াওমুল ইছনাইন আযীম শরীফ (সোমবার) ও ইয়াওমুল খমীস (বৃহস্পতিবার) রোযা পালন করতেন। (তাবাকাত)

তিনি প্রায় ৩০টি হাদীছ শরীফ বর্ণনা করেছেন।

মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা’য়ালা আনহুম উনাদের অনুসরণে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে মুহব্বত করার, তা’যীম তাকরীম ও ইত্তেবাহ করার তাওফিক দান করুন। আমীন।

তাসনীম আহমদ খান

ঈমাদীপ্ত সম্মনিতা মহিলা: হযরত ক্বায়লা বিনতে মাখরামা আত তামীমিয়া  রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা

ঈমাদীপ্ত সম্মনিতা মহিলা হযরত উম্মে আবী হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা

ছবি মুক্ত আঙ্গুলের ছাপ যুক্ত পরিচয়পত্র  ও বিদেশ যাত্রীকে প্রদত্ত  সরকারী ছাড়পত্র চাই

পবিত্র দ্বীন ইসলাম অনুসরণ করেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সংকট থেকে মুক্তি পাওয়া যাবে

ঈমানদীপ্ত সম্মানিত মহিলা হযরত উম্মে কায়েস বিন্তে মিহছান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা