খোলা চিঠির খোলা জবাব- (১) আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, রেযাখানী গোষ্ঠী গেল সকলের পদতলে

সংখ্যা: ১১৪তম সংখ্যা | বিভাগ:

রাজারবাগী শায়খ, সাইয়্যিদী বংশ, বীর বাহু মহাশির

তাঁর নূরানী তোরণে, অমর মাধুরী, খুনে ভরা ধমনীর।

জানিবে আগমন তাঁর যমিনে কেবল, ধর্ম সংস্কারে,

তাই ওলামায়ে “ছু” বাতিলবাদীরে, বলী দেন ধরে ধরে।

এবার ঐ খোদাদ্রোহীরা বিদ্রোহ করে মরদুদী দরজায়,

আজ মুযাদ্দিদের রোভ কম্পনে পদমাটি সরে যায়।

টলিয়া পরিছে দ্বন্দ্ব শলিলে, ভূ-তলি কাটার পথে,

বিভ্রান্তির শানিত ধারায় উঠে বসে ভীম রথে।

মুর্শিদ আমার গাউছূল আযম, কবিয়্যুল আউয়াল,

ঐ নীল আকাশের বক্ষ জুড়িয়া পূর্ণ আল কামাল।

আঁধার চিড়িয়া সাবার  করেন সূর্য মুকুট  পরে,

তারকাস্বরূপ মুরীদ লইয়া বাতিল পাঠান গোরে।

হররোজ তিনি সুন্নার বেশে চষিয়া বেড়ান ভূমে,

হুব্বুল্লার তৌহিদ বাতি জ্বালান বিশ্ব ধামে।

ঐ খোদার শত্রু ঘায়েল করিয়া ভেজিছে জাহান্নামে,

ধর্ম ডাকাত ভণ্ড ধরিয়া মারিছে বদর জমে।

হে মরদুদবাদী ওলামায়ে “ছূ” পালাবার পথ নাই,

অন্ধকারের কালো মেঘ আজ পুড়িয়া হচ্ছে ছাই।

বনের বহর গিরি গহ্ববর আলোকিত হল সব,

মুযাদ্দিদের রশ্মি দিবায় পুলোকিত কলরব।

কসাইখানায় ফেঁসে গেল তইি ইবলিছী কলতান,

মুযাদ্দিদের খঞ্জরাঘাতে লহু দেহে বহমান।

তিনি আল্লাহর সেনা মাদানী রঙ, আউলিয়া আফজাল,

ওহাবী, খারিজী, রেজভীরা সব গদভ গরু পাল।

তাদেরে লালন করিছে কাফির, শ্যামা বন ঘন ভূমে,

ফের লাচার সাজিয়ে মাতাল বানায় ছলকির উদ্যমে।

রমরমা মোহে গ্রেফতার করে রাখিছে অপকামে,

তাই চারিদিকে আজ মুর্দার লাশ হয়ে যায় মুসলিমে।

গাধা ও গরুরা বুঝে না আপন ঝাজরা করিছে বুক,

সাঙ্গ করিছে নিজ তমুদ্দুন টানিয়া আনিছে দুখ্।

ফের ফিলিস্তিন ফিলিপাইন হয়ে রক্তের কাশী“র,

একই দৃশ্য চেচেন, আফগান, বসুনিয়া গ্রোজনীর।

আজ ভারত, ইউরোপ, আমেরিকায় বন্দী মুসলমান,

ঈমানদারের খুন দিয়ে তারা দুনিয়া করিছে ম্লান।

মোল্লা ওমর, লাদেন, খোমিনী,গাদ্দাফী, আরাফাত, সাদ্দাম

  তাহারা পুতুল ইহুদী নমর খ্রীষ্টানী আঞ্জাম।

বাংলার গো, হদস, মাহী, ফজলু, কমিনী, রেজভী গরু

তারা সুন্নাহ্ ছাড়িয়া কুফরি আইন বাংলায় করে শুরু।

টনিব্লেয়ার, শ্যারন, বুশের পুজায় ব্যস্ত ভয়ে,

ঐ ওলামায়ে “ছূ” দালালরা আজ ইসলাম দেয় নুয়ে।

অন্ধ, বধির নির্বোধ বনে কুফরি নকর হয়ে,

মুসলিম মাঝে দ্বন্দ্ব বাঁধিয়ে জ্বালায় তাগুদ লয়ে।

এই বাংলা দ্বীপেই রসূলী খুন গাউছি তখতে আসে,

মাদানী নীতির তৌহিদী ডাক অধুনা ধরায় ঘোষে।

 ঐ গাউছি ওলী রাজারবাগী, তিনি মুযাদ্দিদ বাহাদুর,

মিল্লাতি হাদী ইলাহী দূত মাদানী বাগের নূর।

কেবল রসুলেপাকের সুন্নী সাজন তাঁর দেহে চমকায়,

ঈদগাহ্ জান হে দরবার সেথা নূরে ভরা আঙ্গিনায়।

কোথা আছ আজ মুসলিম তোরা চেয়ে দেখ আঁখি মেলে,

চেয়ে দেখ তোর রাহবার কই দিলদ্বার সব খুলে।

অনলপুরীর ছলনা ছাড়িয়া চলে আয় দলে দলে

সেই সে হাদী রাজারবাগেই কুরআন হাদীসে বলে।

ন্যাকামি ছাড়িয়া ঘুরিয়া দাঁড়াও,হে মুসলিম সাহসী,

ঐক্যের ডোরে শক্তি গ্রহিয়া বাতিলরে দাও ফাঁসি।

 ঐ মুযাদ্দিদের হিলালি ঝান্ডা রাজারবাগে উড্ডিন,

হে ক্বওমে ইসলাম, দেখিতে তাঁহারে ভুলিওনা কোন দিন।

কুরআন, হাদীস, ইজমা, কিয়াস জবানে রাজারবাগী

আল্লাহর রাহে হরদম তিনি ইশকে রহেন জাগি।

 তাশরীফে তাঁর শয়তান কাঁপে বিতাড়িত মত পিয়ে

হোঁচট খাইয়া পরিছে আবার দৌড় দেয় প্রাণ নিয়ে।

ধোঁকা যে তাহার ফাঁস হয়ে গেল মুযাদ্দিদ পরশে,
ওহে মুসলিম চলে আয় তোরা ওলী সাথে রহ মিশে।

 উহাতে রসূল, খোদার খুশি, পবিরে কুরআন কহে,

ইহ পরকাল ধণ্য তোমার, অনাবিল ধারা বহে।

-বিশ্বকবি, মুহম্মদ শেখ মুফাজ্জলুর রহমান, কারপাশা, মুন্সীগঞ্জ।

খোলা চিঠির খোলা জবাব- (3) আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, রেযাখানী গোষ্ঠী গেল সকলের পদতলে

খোলা চিঠির খোলা জবাব- (১) আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, রেযাখানী গোষ্ঠী গেল সকলের পদতলে

খোলা চিঠির খোলা জবাব- (৬) আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, রেযাখানী গোষ্ঠী গেল সকলের পদতলে

খোলা চিঠির খোলা জবাব- (৭) আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, উলামায়ে ‘ছূ’দের হাক্বীক্বত জাহির হয়ে গেল

আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, উলামায়ে ‘ছূ’দের হাক্বীক্বত গেল খুলে