অধুনা যুগেতে রেজভী চেলারা সাবেক খিচ্তী মারে,
চামচিকা হয়ে ঈগল খোলসে মুসলিমাকাশে উড়ে।
রেযাখানীরা ঐ গঙ্গা স্নানে রয়েছে কাশির মুখে,
দেশ-বিদেশে অপদস্ত হয়ে পঁচিতেছে ধুকে ধুঁকে ।
রেযা শিষ্য আলাউদ্দীন, ফজলু, ইউছুফ, জলীল তাই,
শাহ্ তৈয়ব, তাহের গোষ্ঠী রেজভী বৃন্দা বাঈ।
আল বাইয়্যিনাতের বজ্রানলে রেজভীরা সব দগ্ধিভূত,
ছুন্নী নামের কুফরী বার্তা গুহাতে লুকিয়ে হয় জালুত।
তরজুমানের তরতরানী মিটিয়া গেল যে আপছে আপ,
বানোয়াটি ভরা স্বভাব খানি অগ্নিলাভায় করে বিলাপ।
ইলাহী বার্তা বাইয়্যিনাত কুপোকাত করে ভণ্ডদের,
তাদের মিথ্যা কথার গলাবাজীরে চিপিয়া মারিছে শের।
ফজলু গংরা রহিছে কই, লুকাইয়া কেন গহীন বনে,
কলমি দাপট গেল কোথায়, কেন আজ তারা বিয়াবানে?
কাদিয়ানী আর রেজভী খারিজী ওহাবী শিয়ারা কাহিল প্রাণ,
রাজারবাগীর চাবুকী প্রহারে তাহারা ছুটিছে গোরস্তান।
ইমামুল আইম্মা, গাউসূল আযম, মুজাদ্দিদ তিনি পঞ্চদশ শতাব্দির,
ঐ খোদার শত্রু করিয়াছেন দাফন তাঁহার তাজদীদী তদবীর।
তিনি উল্লাসকারী উলামায়ে “ছূ”দের জমদূত মহা বীর,
তিনি জালিম শাহীর জবনিকাপাত আল্লাহ্ শম শির।
তিনি মাদানী দ্বীপ্ত শিখা,
তিনি মজলুম দিলে মাখা,
তিনি নেতিয়ে পড়া ইসলাম তুলে আল্লাহ হন সখা ।
তিনি অত্যাচারিত মুসলিম তরে বাঁচার বর্ম ঢাল,
তিনি সুন্নাহ্ নীতির ক্ষিপ্র বাহু সাইয়্যিদী আহ্ওয়াল।
তিনি হলেন ইলাহীর বালাগাল
তিনি বাতিলকে করেন পয়মাল
তিনি রসূলে পাক-এর দরদ জিয়াতে হন যে আল হিলাল।
তিনি ঘুমন্ত নন জিন্দা পীর, বন্দী করেন বিদ্য়াতী,
তিনি স্বচ্ছ সাকিব ইশ্কি রব, রসূলে আলার জ্যোতি।
তিনি যে হক্বের বাতি
তিনি সত্যবাদীর গতি,
তিনি ছিনাইয়া আনেন জালিমের থেকে নির্যাতিতার সতী।
তিনি আল্লাহ তায়ালার আরিফ হয়ে আসেন ধরার বুকে,
তিনি মুজাদ্দিদের তখ্তে বসে, ভক্ত বানান ছেঁকে।
তিনি ওলীয়ে মাদারজাত,
তিনি যে আবে হায়াত।
তিনি ধরিয়া করেন নফ্সি ধোঁকারে আলবৎ উৎখাত,
তিনি সেই মুর্দা দিলের জিন্দাকারী, বান্দা মুহ্ছিনাত।
তিনি নূর ভাগ্যবান,
তিনি ইছলাহী ইহ্ছান।
তিনি ঐশি ইল্মে তাছলীম হন মাহবুবে সুবহান,
তিনি সাইয়্যিদী শীর, আওলাদী নূর, ইলাহীর মেহমান।
তিনি এক বিংশের আনবিক শিখা, তৌহীদি মকবুল,
তিনি হুসাইনী দুলদুল
তিনি বাতিল বাদীর হুল্।
তিনি ভাঙ্গিয়া দেন মুসলমানের দ্বন্দ্ব-ফাছাদ,
ভুল, তিনি জাগিয়ে তুলেন ঈমানদারের জব্দ দিশার মূল।
তিনি আতায়ে রসূল, খলীফা খোদার, কুরাঈশী মহিয়ান।
তিনি নক্শায়ে ফুরক্বান,
তিনি হাদীসের অভিধান।
তিনি ছাহাবাগণের আদর্শ রীতি প্রচারিতে বেগবান,
তিনি আউলিয়া রবি উদিত ধরায় করেছেন আলোয়ান।
তিনি নববী আযান সন্ধান দেন মুক্তির দিশা জ্বেলে,
তিনি আল্লাহর প্রেমে মশগুল হয়ে দাতা হন দিল খুলে।
তিনি যে আপনা দিলে,
জজ্বাহী জোশ ঢেলে,
তিনি আল্লাহ্র বড় মাহবুব হন মদীনাওয়ালার মুহব্বতে,
তিনি রহেন সর্বদা আল্লাহ্ ও তাঁর রসূল-এর মুবারক নিছবতে।
-বিশ্বকবি মুহম্মদ মুফাজ্জল হুসাইন, কারপাশা, মুন্সিগঞ্জ।
খোলা চিঠির খোলা জবাব- (3) আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, রেযাখানী গোষ্ঠী গেল সকলের পদতলে
খোলা চিঠির খোলা জবাব- (১) আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, রেযাখানী গোষ্ঠী গেল সকলের পদতলে
খোলা চিঠির খোলা জবাব- (৬) আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, রেযাখানী গোষ্ঠী গেল সকলের পদতলে
খোলা চিঠির খোলা জবাব- (৭) আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, উলামায়ে ‘ছূ’দের হাক্বীক্বত জাহির হয়ে গেল
আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, উলামায়ে ‘ছূ’দের হাক্বীক্বত গেল খুলে