ছহিবুল আয়াত ওয়াল মু’জিযাত, যুল ক্বুওয়াত, ছহিবুল ফুরক্বান, দলীলুল খাইরাত, আফদ্বালুল কায়েনাত, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর কতিপয় মু’জিযা

সংখ্যা: ৯৪তম সংখ্যা | বিভাগ:

মুহম্মদ মিজানুর রহমান মোল্লা

وانذر عشيرتك الاقربين.

অর্থঃ- “আপনি স্বীয় পরিবার-পরিজন এবং নিকটতম আত্মীয়বর্গকে সতর্ক করুন।” (সূরা শুয়ারা/২১৪)

          চল্লিশজনকে তৃপ্তি সহকারে আহার করানোঃ ইবনে ইসহাক ও বায়হাক্বী হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণনা করেন, সাইয়্যিদুল আম্বিয়া, রহমতুল্লিল আলামীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উপর এই আয়াত শরীফ নাযিল হলে, নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আলী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুকে লক্ষ্য করে বললেন, “হে আলী র্কারামাল্লাহু ওয়াজহাহু রদ্বিয়াল্লাহু আনহু, ছাগলের আস্ত রান এবং এক ছা খাদ্য শষ্য দুধের একটি বড় পেয়ালাসহ নিয়ে খানা প্রস্তুত রাখুন। এবং বনী আব্দুল মোত্তালিবকে একত্রিত করুন।” হযরত আলী র্কারামাল্লাহু ওয়াজহাহু রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তাই করলেন। অতঃপর হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পেয়ালা থেকে একটি লম্বা গোস্তের টুকরা নিয়ে স্বীয় দাঁত মুবারকের সাহায্যে চিরে পেয়ালার চার পাশে রাখলেন এবং বিসমিল্লাহ বলে খাবার শুরু করলেন। প্রায় চল্লিশজন লোক তৃপ্তি সহকারে খাদ্য খেলেন এবং দুধ পান করলেন। অথচ পাত্রে এত অল্প খাদ্য ও পানীয় ছিল যে, তা এক ব্যক্তি হলেও শেষ করতে পারতো। (বায়হাক্বী শরীফ, খাসায়েসুল কুবরা)

পাথর থেকে দুধ বের করাঃ একদা সিদ্দীকে আকবর আফজালুন নাছ বা’দাল আম্বিয়া হযরত আবু বকর সিদ্দীক রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু একটি গর্তযুক্ত পাথর নিয়ে আসলেন। অতঃপর সেই পাথর থেকে সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্নাবিয়্যীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুধ বের করলেন এবং তাঁরা উভয়ে সে দুধ পান করলেন। (বায়হাক্বী শরীফ, খাসায়েসুল কুবরা)

 মাটি থেকে পানি বের হওয়ার মুজিজাঃ আবু তালিব বলেনঃ একবার কোন এক স্থানে এক ভয়ানক পিপাসার সময় আমি আমার ভাতিজা (নবী করীম ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে বললাম, আমার খুব পিপাসা পেয়েছে। কিন্তু আশেপাশে কোথাও পানি নেই। নিরূপায় হয়ে মনে মনে তৃষ্ণায় ক্লান্তি বোধ করছি। আমার কথা শুনে, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্নাবিয়্যীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উট থেকে নেমে আমাকে সম্বোধন করে বললেন, “আপনার পিপাসা লেগেছে?” আমি বললাম, “হ্যাঁ,” এরপর তিনি মাটির দিকে ঝুকলেন। হঠাৎ আমি পানি দেখলাম এবং সেখান থেকে তৃপ্তিসহ পানি পান করলাম। (খাসায়েসুল কুবরা)

সাইয়্যিদু উল্দে আদম, ছহিবু লা ইলাহা ইল্লাল্লাহ, খতীবুল আম্বিয়া ওয়াল উমাম, ছহিবুল মি’রাজ, খতামুন্ নাবিয়্যীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর বর্ণনা পূর্ববর্তী আসমানী কিতাবে

মাআ’জামা শানূহু, ছহেবে আসমাউল হুসনা, সাইয়্যিদুল মাখদূম, ছহিবুল খাতাম, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মুবারক বিলাদতপূর্ব রবিউল আউয়ালের ফযীলতপূর্ণ বার রাত্রি

আর রসূলুল মুজাহিরু আলাদ্ দ্বীনি কুল্লিহ্, আফদ্বালুর রসূল, ছহিবু দ্বীনিল হক্ব, রসূলুম মুছাদ্দিক, রসূলুল খাল্ক, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার ফযীলত বর্ণনা হিন্দু ধর্ম গ্রন্থে

ছহেবে রফা’না লাকা যিক্রক, ছহিবুল ওহী ওয়াল কুরআন, যিক্রুল্লাহ্, জাওয়ামিউল কালিম, হাবীবুল্লাহ্ হুজুর পাক ছল্লাল্লাহু অলাইহি ওয়া সাল্লাম-এর পক্ষ হয়ে জবাব দিচ্ছেন স্বয়ং আল্লাহ্ পাক রব্বুল আলামীন

নবীউত্ তওবা, ছিরাতুল্লাহ্, ছহিবুর রিদ্বা, খলীলুল্লাহ্, আউয়ালুল মুসলিমীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এক আওলাদের খিদমত করার কারণে অগ্নিপূজকের ঈমান লাভ