-মুহম্মদ আব্দুল্লাহিল মা’ছূম
من تمسك بسنتى عند فساد امتى فله اجر مأة شهيد
অর্থঃ- “আমার উম্মতের ফিৎনা-ফাসাদের সময় যে আমার একটি সুন্নতকে দৃঢ়তার সাথে আঁকড়ে ধরবে তার জন্যে একশত শহীদের (অনুরূপ) ছওয়াব রয়েছে।”
নিম্নে আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্নাবিয়্যীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর খাছ আমল “ইসমিদ” সুরমা ব্যবহার ও এর ফাযায়িল-ফযীলত সম্পর্কে আলোচনা করা হল। এ প্রসঙ্গে হাদীস শরীফে ইরশাদ হয়েছে,
عن ابن عباس قال قال رسول الله صلى الله وسلم ان خير اكحالكم الاثمد تجلو البصر وينبت الشعر.
অর্থঃ- “হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমাদের সুরমা সমূহের মধ্যে সর্বোত্তম হচ্ছে “ইসমিদ” সুরমা, ইহা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং চোখের পাপড়ি তৈরী করে।”
এ সম্পর্কে হযরত জাবির রদ্বিয়াল্লাহু আনহু বলেন, রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা ঘুমাতে যাওয়ার সময় অবশ্যই ‘ইসমিদ’ সুরমা ব্যবহার করবে, কেননা, নিশ্চয়ই তা চক্ষু মুবারক পরিস্কার ও দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং চোখের পাপড়ি তৈরী করে।”
“হযরত ইবনে আব্বাস রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুমানোর আগে প্রত্যেক চোখে “ইসমিদ” সুরমা তিনবার করে লাগাতেন।”
“হযরত ইবনে ওমর রদ্বিয়াল্লাহু আনহু বলেন, রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, তোমরা “ইসমিদ ” সুরমা নিয়মিত ব্যবহার করতে থাক, কারণ, নিশ্চয়ই তা চোখের দৃষ্টিশক্তি বৃদ্ধি করে এবং চোখের পাতার পাপড়ি তৈরী করে।”
“হযরত আয়িশা ছিদ্দীকা রদ্বিয়াল্লাহু আনহা হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর নিকট ‘ইসমিদ’ সুরমা ছিল। তিনি ঘুমানোর পূর্বে তা প্রত্যেক চক্ষু মুবারকে তিনবার করে লাগাতেন।”
“হযরত আনাস রদ্বিয়াল্লাহু আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রসূলে পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাঁর ডান চক্ষু মুবারকে তিনবার এবং বাম চক্ষু মুবারকে তিনবার ‘ইসমিদ’ সুরমা লাগাতেন।”
মর্হরম মাসের দশ তারিখ আশুরার দিন সুরমা দেয়ার ফযীলত সম্পর্কে হাদীস শরীফে ইরশাদ হয়েছে, আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্ নাবিয়্যীন, রহমতুল্লিল আলামীন, হাবীবুল্লাহ্, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন,
من اكتحل يوم عاشوراء بكحل فيه مسك لم يشك علينه الى قبيل من ذلك اليوم.
অর্থঃ- “যে ব্যক্তি আশুরার দিন মেশক মিশ্রিত (ইসমিদ) সুরমা চোখে দিবে, সেদিন হতে পরবর্তী এক বৎসর তার চোখে কোন প্রকার রোগ হবেনা।”
আল্লাহ্ পাক আমাদের সকলকে ‘ইসমিদ সুরমা ব্যবহারের খাছ সুন্নত পালনের তাওফিক দিন। (আমীন)
{দলীলঃ মিশকাত, শামাইল-ই-তিরমিযী, মাকাসিদে হাসানা, শুয়াবুল ঈমান, দায়লামী, মাছাবাতা বিসসুন্নাহ, আখলাকুন্নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম}