يَاۤ اَيُّهَا النَّاسُ قَدْ جَآءَتْكُمْ مَّوْعِظَةٌ مِّنْ رَّبِّكُمْ وَشِفَآءٌ لِّمَا فِىْ الصُّدُوْرِ وَهُدًى وَّرَحْمَةٌ لِّلْمُؤْمِنِيْنَ. قُلْ بِفَضْلِ اللهِ وَبِرَحْـمَتِهٖ فَبِذٰلِكَ فَـلْيَـفْرَحُوْا هُوَ خَيْـرٌ مِّـمَّا يَـجْمَعُوْنَ
(পবিত্র সূরা ইউনুস শরীফ: পবিত্র আয়াত শরীফ ৫৭, ৫৮)
তাফসীর: উক্ত আয়াত শরীফ উনার মধ্যে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে পাওয়ার কারণে সবচেয়ে বেশি খুশি প্রকাশ করা উম্মতের জন্য ফরযে আইন। কেননা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার উছীলাতে উম্মতের সৃষ্টি হয়েছে এবং উম্মতের পক্ষে যিনি খলিক্ব মালিক রব মহান আল্লাহ পাক উনাকে চেনা ও জানা সম্ভব হয়েছে সর্বোপরি সম্মানিত ঈমান ও হিদায়েত লাভ করার মাধ্যমও হচ্ছেন তিনিই। উনার অনুসৃত পথই হচ্ছেন ছিরাতুল মুস্তাক্বীম। সুবহানাল্লাহ! যে ছিরাতুল মুস্তাক্বীম উনার উপর চলার জন্য মহান আল্লাহ পাক তিনি পবিত্র সুরা ফাতিহা শরীফ উনার মধ্যে আদেশ মুবারক করেছেন। যেই পবিত্র সূরা শরীফ ফরয, ওয়াজিব, সুন্নত, নফল প্রত্যেক নামাযের প্রতি রাকায়াতে পড়তে হয়। সুবহানাল্লাহ! ইরশাদ মুবারক হয়েছে-
اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيْمَ. صِرَاطَ الَّذِيْنَ أَنْـعَمْتَ عَلَيْهِمْ
অর্থ: আয় মহান আল্লাহ পাক! আমাদেরকে ছিরাতুল মুস্তাক্বীম দান করুন। উনাদের পথ যাদেরকে আপনি নিয়ামত দিয়েছেন।
উক্ত পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিত্ব হচ্ছেন মহাসম্মানিত রসূল নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি এবং উনার মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা।
এ মর্মে পবিত্র সূরা ইয়াসীন শরীফ উনার মধ্যে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
يٰس. وَالْقُرْاٰنِ الْحَكِيْمِ. إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِيْنَ. عَلٰى صِرَاطٍ مُسْتَقِيْمٍ. تَـنْزِيْلَ الْعَزِيْزِ الرَّحِيْمِ
অর্থ: ইয়াসীন। প্রজ্ঞাময় কুরআন শরীফ উনার কসম। নিশ্চয়ই আপনি সম্মানিত রসূল উনাদের অর্ন্তভুক্ত। ছিরাতুল মুস্তাক্বীম উনার উপর অধিষ্ঠিত। পরাক্রমশীল পরম দয়ালু মহান আল্লাহ উনার পক্ষ থেকে অবতীর্ণ। (সম্মানিত ও পবিত্র সূরা ইয়াসীন শরীফ: সম্মানিত ও পবিত্র আয়াত শরীফ ১-৫)
অর্থাৎ মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্বোধন করে ইরশাদ মুবারক করেছেন যে, আয় মহাসম্মানিত ইয়াসীন ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! নিশ্চয়ই আপনি মহাম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আপনি ছিরাতুল মুস্তাক্বীম উনার উপর রয়েছেন অর্থাৎ আপনার প্রদর্শিত ও অনুসৃত পথই হচ্ছেন ছিরাতুল মুস্তাক্বীম। মহান আল্লাহ পাক উনার তরফ থেকে আপনার প্রতি নাযিলকৃত কিতাবই হচ্ছেন প্রজ্ঞাময় পবিত্র কুরআন শরীফ।
কাজেই সমস্ত মু’মিন-মুসলমান, জিন-ইনসান, পুরুষ-মহিলা, ছেলে-মেয়ে, ছোট-বড় সকলের প্রতি দায়িত্ব কর্তব্য হচ্ছে অর্থাৎ ফরয তথা ফরযে আইন হচ্ছে, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রদর্শিত ও অনুসৃত ছিরাতুল মুস্তাক্বীম উনার উপর চলা। কেননা, তিনিই একমাত্র অনুসরণীয় অনুকরণীয় এবং উনার মধ্যেই নিহিত রয়েছে উত্তম আদর্শ মুবারক।
সুতরাং উনার মহানতম সেই আদর্শ মুবারক বা অনুসৃত ছিরাতুল মুস্তাক্বীম উনার উপর যারা চলবে তারা মহান আল্লাহ পাক উনার নিয়ামতপ্রাপ্ত বান্দাদের সঙ্গী হবেন। এ প্রসঙ্গে মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
وَمَنْ يُّطِعِ اللهَ وَالرَّسُولَ فَأُولٰئِكَ مَعَ الَّذِيْنَ أَنْـعَمَ اللهُ عَلَيْهِمْ مِّنَ النَّبِيِّيْنَ وَالصِّدِّيقِيْنَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِيْنَ وَحَسُنَ أُولٰئِكَ رَفِيْـقًا
অর্থ: যারা মহান আল্লাহ পাক উনার ও উনার মহাসম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আনুগত্য বা অনুসরণ করবে তারা উনাদের সঙ্গী হবেন যাদেরকে মহান আল্লাহ পাক তিনি নিয়ামত মুবারক দান করেছেন। উনারা হচ্ছেন- নবী, ছিদ্দীক্ব, শহীদ ও ছলিহ। উনারাই হচ্ছেন উত্তম বন্ধু বা সঙ্গী। (পবিত্র সূরা নিসা শরীফ: পবিত্র আয়াত শরীফ ৬৯)
তাফসীরুল কুরআন: উলামায়ে ‘ছূ’ বা ইলমধারী মুনাফিকদের পরিচয় ও পরিণতি
তাফসীরুল কুরআন: উলামায়ে ‘ছূ’ বা ইলমধারী মুনাফিকদের পরিচয় ও পরিণতি
তাফসীরুল কুরআন : উলামায়ে ‘ছূ’ বা ইল্মধারী মুনাফিকদের পরিচয় ও পরিণতি
তাফসীরুল কুরআন: উলামায়ে ‘ছূ’ বা ইল্মধারী মুনাফিকদের পরিচয় ও পরিণতি