বিশ্ব সমাদৃত, হযরত আওলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি  আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার

সংখ্যা: ৯১তম সংখ্যা | বিভাগ:

মাহবুবে ইলাহী, সুলতানুল মাশায়িখ, হযরত নিযামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহি

মূলঃ হযরত শায়খ আব্দুল হক মুহাদ্দিসে দেহ্লভী রহমতুল্লাহি আলাইহি, ভাষান্তরঃ মুহম্মদ শামসুল আলম

(ধারাবাহিক)

          একদিন হযরত খাজা নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি দ্বিপ্রহরের সময় কাইলুলা (দুপুরের খাওয়ার পর হালকা নিদ্রা) করতে ছিলেন। এমন সময় একজন দরবেশ তার সাক্ষাত লাভের জন্য আসলে হযরত নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি-এর খাদেম তাকে ফিরিয়ে দিলেন। আর তিনি কাইলুলা থাকা অবস্থায়ই ঐ সময় আপন মুর্শিদ হযরত বাবা ফরিদুদ্দীন মাসউদ গন্জে শোকর রহমতুল্লাহি আলাইহিকে স্বপে¦ দেখলেন। তিনি বলতেছেন, যদি আপনার ঘরের মধ্যে কোন কিছুই মজুদ না থাকে, তাহলে অন্ততঃ আগমনকারীর সাথে সদাচরণ করুন। একজন অসহায়, দূর্বল, আঘাতপ্রাপ্ত ব্যক্তিকে তাকলীফ দেয়া কি ধরণের রীতি হতে পারে? হযরত মাহবুবে সুবহানী রহমতুল্লাহি আলাইহি এই স্বপ¦ দেখে স্বপে¦র ঘটনার তাহক্বীক করলেন এবং তাঁর যেই খাদেম আগন্তক দরবেশকে ফিরিয়ে দিয়েছিলো তার উপর রাগ করলেন এবং বললেন, “আমার মুর্শিদ হযরত ফরিদুদ্দীন মাসউদ গন্জে শোকর রহমতুল্লাহি আলাইহি দরবেশের সাথে তোমার অসৌজন্যমূলক ব্যবহারের কারণে আমার উপর ভীষণ নারাজ ও অসন্তুষ্ট হয়েছেন।” এরপর থেকে হযরত নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি এ রকম (বাধা ধরা) নিয়ম করে নিলেন যে, যখনই তিনি কাইলুলা থেকে জাগ্রত হতেন, তখনই খাদেমকে প্রশ্ন করতেন, কেউ এসেছিল কি?

          বর্নিত আছে, একদা কিছু লোক হযরত মাহবুবে ইলাহী, রহমতুল্লাহি আলাইহি-এর সাথে সাক্ষাত করার জন্য ইরাদা করলো এবং তারা যাত্রা পথে হযরত শায়খ রহমতুল্লাহি আলাইহি-এর জন্য কিছু হাদিয়া তোহ্ফার জিনিস ক্রয় করলো। তাদের মধ্যে একজন ত্বলিবে ইল্মও ছিলেন। তিনি বললেন, হাদিয়া তোহ্ফার সমস্ত জিনিসগুলো একত্র করা হোক, যাতে খাদেমের জন্য এগুলো সহজভাবে শায়খের ঘরে পৌঁছে দেয়া সম্ভবপর হয়। তখন ঐ ত্বলিবে ইল্মও সামান্য কিছু মাটি নিয়ে একটি কাগজের মধ্যে বেঁধে নিলেন এবং সকল হাদিয়ার সাথে রাখলেন। হযরত মাহবুবে ইলাহী রহমতুল্লাহি আলাইহি-এর দরবারে পৌঁছে সকল ব্যক্তিই তাদের স্ব স্ব হাদিয়া তার সামনে পেশ করলেন এবং ঐ ত্বলিবে ইল্মও তাঁর কাগজের মধ্যে বাঁধা মাটির টুকরার হাদীয়া শায়খের নিকট পেশ করলেন। খাদেম সকল হাদিয়া উঠাতে শুরু করলো। মাটির টুকরার হাদিয়া উঠাতে গেলে শায়খ বললেন এটাকে এখানেই রেখে দাও … ওর ভিতরে আমার চোখে সুরমা লাগাবার বস্তু রয়েছে। যখন ত্বলিবে ইল্ম শায়খের এই কথা শ্রবণ করলেন, তখন তিনি আপনা থেকেই তওবা-ইস্তেগ্ফারে মশগুল হলেন। অতঃপর শায়খ ঐ ত্বলিবে ইল্মকে বললেন, “যখন তোমার খানাপিনা বা অন্য কোন বস্তুর জরুরত হবে তখন আমার নিকট চলে আসবে।”

          বর্ণিত আছে, এক ব্যক্তি তার নিজের গাঁও থেকে হযরত নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি-এর সাক্ষাতের জন্য রওয়ানা দিলেন। যখন সে কসবায়েবুন্দীর নিকট পৌঁছলো, তখন সেখানে অবস্থানরত একজন দরবেশের সাথে সাক্ষাত করলো, যাঁকে লোকেরা শায়খ মু’মিন বলে সম্বোধন করতো। যখন সে ব্যক্তি শায়খ মু’মিন রহমতুল্লাহি আলাইহি-এর নিকট পৌঁছলো তখন তিনি বললেন,  কোথায় যাবার ইরাদা করেছিলে? সে বললো, হযরত নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি-এর দরবার শরীফে। তখন শায়খ মু’মিন রহমতুল্লাহি আলাইহি বললেন, হযরত মাহবুবে সুবহানী রহমতুল্লাহি আলাইহিকে আমার সালাম পৌঁছাবে এবং এটাও বলবে যে, প্রত্যেক জুমুয়ার রাত্রিতে আমি তাঁর সাথে খানায়ে কা’বার মধ্যে মোলাকাত করে থাকি। ঐ ব্যক্তি যখন হযরত মাহবুবে সুবহানী রহমতুল্লাহি আলাইহি-এর দরবারে পৌঁছলো, তখন কসবায়েবুন্দীর দরবেশ হযরত শায়খ মু’মিন রহমতুল্লাহি আলাইহি-এর সালাম তাঁর নিকট পেশ করলো, হযরত শায়খ রহমতুল্লাহি আলাইহি দরবেশ হযরত মু’মিন রহমতুল্লাহি আলাইহি-এর কথা শুনে কিছুটা অস্থির হয়ে গেলেন এবং বললেন, “শায়খ মু’মিন খুব উচ্চ তবকার দরবেশ কিন্তু নিজের (গোপনীয়) কথার উপর ইস্তেকামত থাকতে পারেনা।” (অসমাপ্ত)

বিশ্ব সমাদৃত,হযরত আওলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি আলাইহিমগণের অনুপম মোবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার মাহবুবে ইলাহী, সুলতানুল মাশায়িখ হযরত নিযামুদ্দীন আওলিয়া রহমতুল্লাহি আলাইহি

বিশ্ব সমাদৃত, হযরত আওলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি  আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার মাহবুবে ইলাহী, সুলতানুল মাশায়িখ, হযরত নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি

বিশ্ব সমাদৃত, হযরত আওলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি  আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার মাহবুবে ইলাহী, সুলতানুল মাশায়িখ, হযরত নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি

বিশ্ব সমাদৃত,হযরত আওলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি  আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার

বিশ্ব সমাদৃত, হযরত আওলিয়া-ই-কিরাম রহমতুল্লাহি  আলাইহিমগণের অনুপম মুবারক চরিত গ্রন্থ আখবারুল আখইয়ার মাহবুবে ইলাহী, সুলতানুল মাশায়িখ, হযরত নিযামুদ্দীন আউলিয়া রহমতুল্লাহি আলাইহি