ভারতীয় উপমহাদেশে আমীরুল মু’মিনীন, শহীদে আ’যম হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার পূর্বপুরুষগণের খিদমত-৪

সংখ্যা: ১০৩তম সংখ্যা |

এই সাইয়্যিদ মুহম্মদ নূর রহমতুল্লাহি আলাইহি হচ্ছেন, হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার দাদা। তিনি খোদাভীরুতার জন্য অত্যন্ত মশহুর ছিলেন। তিনি শাহযাদা আ’যম শাহের দরবারে কিছু কাল চাকুরী করেন। ১৭৩৫ সালে উনার ইন্তিকাল হয়। তিনি দুই বিবাহ করেন। প্রথম স্ত্রীর ঘরে তার এক সন্তান এবং দ্বিতীয় স্ত্রীর ঘরে তিন জন পুত্র সন্তান জন্মগ্রহণ করেন। উনাদের মধ্যে হযরত সাইয়্যিদ মুহম্মদ ইরফান রহমতুল্লাহি আলাইহি হচ্ছেন আমিরুল মু’মিনীন হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার বুযুর্গ পিতা। তিনি ইলম, আমল, ইখলাছ ও তাক্বওয়া পরহিযগারীর দিক দিয়ে শ্রেষ্ঠ হয়ে আছেন। তিনি লক্ষনীতে চাকুরী করতেন। ১৮০০ সালের কোন এক সময় অসুস্থ হয়ে পড়লে স্বীয় শহর রায় রেরেলীতে প্রত্যাবর্তন কালে পথিমধ্যে উনার ইন্তিকাল হয়। পরে উনাকে রায় বেরেলীতে নিয়ে আসা হয় এবং সেখানেই দাফন করা হয়। এ সময় হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার বয়স মুবারক ছিল তের বছর। উনার মাতা ইন্তিকাল করেন ১৮১৪ খ্রিস্টাব্দে। হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি উনার তিন ভাই। বড় ভাই হযরত সাইয়্যিদ ইব্রাহীম রাজপুতনার নওয়াব আমীর খানের অধীনে সৈন্য বিভাগে প্রথম চাকুরী করেন। দ্বিতীয় ভাই সাইয়্যিদ মুহম্মদ ইসহাক রহমতুল্লাহি আলাইহি ছিলেন ইল্মের সাগর।  তিনি হযরত শাহ্ আব্দুল আজীজ মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহ্ আব্দুল কাদির রহমতুল্লাহি আলাইহি-এর নিকট হাদীস শরীফ, তাফসীর অধ্যায়ন করেন।  কবিতা রচনায়ও তিনি সিদ্বহস্ত ছিলেন। আর তৃতীয় ভাই হচ্ছেন আমিরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, ইসলামের বীর সিপাহ্সালার হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি। যিনি উনবিংশ শতাব্দীতে একটি উপেক্ষিত হতাশাগ্রস্থ মুসলিম উম্মাহকে কাফিরদের বিরুদ্ধে তরবারী উচিয়ে ধরতে ও যিকির শোগলের মাধ্যমে ইসলাহ্র পথ উন্মূক্ত করে এমন এক শক্তিশালী ও দৃঢ় মনোবলের অধিকারী জাতি হিসেবে তৈরী করে গিয়েছেন যার মেছাল ও উদাহরণ আখিরী রসূল হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সঙ্গী হযরত ছাহাবা-ই-কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ। তাই আজো ভারতীয় উপমহাদেশে হযরত সাইয়্যিদ আহমদ শহীদ বেরেলভী রহমতুল্লাহি আলাইহি-এর তরীক্বা ও সিলসিলার দাওয়াতের কাজ সবচেয়ে বেশী মশহুর ও প্রসারিত।

নেছার আহমদ, ঘোড়াশাল, নরসিংদী।