মাহ্ফিল ও আঞ্জুমানে আল বাইয়্যিনাত সংবাদ

সংখ্যা: ৯৩তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশ আক্বাইদ বিশুদ্ধ করার মজলিশ। এ মজলিশ আল্লাহ্ পাক ও তাঁর রসূল সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খতামুন্নাবিয়্যীন, হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর রেজামন্দী হাছিল করার মজলিশ। এ মজলিশের মাধ্যমে মানুষ আল বাইয়্যিনাত পড়ে হাক্বীক্বীভাবে তা উপলব্ধি করে আক্বীদা ও আমলকে ছহীহ্ করতে পারবে।

          ইমামুল আইম্মা, মুহ্ইস্ সুন্নাহ, মুযাদ্দিদুয্ যামান, আওলাদুর রসূল ঢাকা রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর কেন্দ্রীয় মজলিশে আলোচনা কালে একথা বলেন।

          তিনি বলেন, এখন আখিরী যামানা-ফিৎনার যুগ, কাজেই এ থেকে বাঁচার জন্যে আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশ করে মাসিক আল বাইয়্যিনাত পাঠ করা অত্যন্ত জরুরী। কেউ যদি হাক্বীক্বীভাবে তার ঈমান-আমল ও আক্বীদা হিফাযত করতে চায় তাহলে তার জন্যে মাসিক আল বাইয়্যিনাত পড়া ফরয-ওয়াযিবের অন্তর্ভূক্ত। কেননা মাসিক আল বাইয়্যিনাত- কুরআন শরীফ, হাদীস শরীফ, ইজ্মা ও ক্বিয়াস হতেই লিখা হয়ে থাকে। এখানে মনগড়া কিছুই স্থান পায়না।

          তিনি বলেন, বর্তমানে মানুষ গায়রুল্লাহ্ দিকে ঝুকে রয়েছে। তাই আল বাইয়্যিনাত পড়ার দ্বারা আল্লাহ্ ওয়ালা হওয়ার জজবা পয়দা হয়ে থাকে। তিনি বলেন, প্রতিটি মানুষের মধ্যেই খলীফা হওয়ার যোগ্যতা রয়েছে। অলী আল্লাহ্ হওয়ার যোগ্যতা রয়েছে। কিন্তু মানুষ সঠিক ইল্ম এবং হক্বানী-রব্বানী অলী আল্লাহ্গণের ছোহ্বত না পাওয়ায় মাহরূম হয়ে থাকে। আর আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মজলিশের মাধ্যমে আল বাইয়্যিনাত পড়ার দ্বারা মানুষ তা পরিপূর্ণরূপে হাছিল করে থাকে। কাজেই প্রত্যেকের উচিৎ পাড়ায়, মহল্লায়, ঘরে-ঘরে, অফিস-আদলতে, মসজিদ-মাদ্রাসায়, স্কুল-কলেজে এক কথায় সর্বত্র আঞ্জুমানে আল বাইয়্যিনাত গঠন করে আল বাইয়্যিনাত নিজে পড়ে ঈমান-আক্বীদা শুদ্ধ করার পাশাপাশি অন্যান্যদেরও ঈমান-আক্বীদা শুদ্ধ করার ব্যবস্থা করা।

          পবিত্র আশুরা উদযাপন

এদিকে চট্টগ্রাম জিলা আঞ্জুমান মজলিশসহ সারাদেশে আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে পবিত্র আশুরা উপলক্ষ্যে ওয়াজ, দোয়া, মিলাদ মাহ্ফিল উদ্যাপনের খবর পাওয়া গেছে। এসব মজলিশ থেকে আশুরার ফাযায়েল-ফযীলত ও আমল সম্পর্কে জেনে এলাকাবাসীর প্রভূত উপকার সঞ্চিত হয়।

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ