১। জিজ্ঞাসা: কি কারণে পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ সর্বশ্রেষ্ঠ আমল?
জাওয়াব: মহান আল্লাহ পাক উনার আমল মুবারক।
২। জিজ্ঞাসা: এক কথায় আমলে ছলেহ বলতে কোন আমলকে বুঝানো হয়েছে?
জাওয়াব: মহাসম্মানিত সুন্নত মুবারক।
৩। জিজ্ঞাসা: আফদ্বালুন নাস ওয়ান নিসা বা’দা রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ লক্বব মুবারকে অভিহিত কারা?
জাওয়াব: হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম।
১। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হায়াতুন নবী এ বিষয়ে দলীল কোন আয়াত শরীফ?
২। মহাসম্মানিত সুন্নত মুবারক পালন করা ফরয এ বিষয়ে একখানা আয়াত শরীফ দলীল হিসেবে উল্লেখ করুন।
৩। পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ সর্বশ্রেষ্ঠ আমল মুবারক। এ বিষয়ে দলীল কি?