শিক্ষামূলক জিজ্ঞাসা

সংখ্যা: ১১১তম সংখ্যা | বিভাগ:

(১০৯তম) সংখ্যার জিজ্ঞাসা, জিজ্ঞাসার সঠিক জবাব ও জবাবদাতাদের নাম নিম্নে দেয়া হলো

১।  জিজ্ঞাসাঃ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরের তৈরী এ সম্পর্কে আল বাইয়্যিনাতে কত সংখ্যা ব্যাপী ফতওয়া দেয়া হয়েছে?

জাওয়াবঃ  “৬০তম থেকে ৮২তম। মোট ২৩ সংখ্যা।”

২। জিজ্ঞাসাঃ হাবীবুল্লাহ লক্বব কোন কোন ওলীআল্লাহ লাভ করেছেন?

জবাবঃ “হযরত যুননূন মিছরী রহমতুল্লাহি আলাইহি এবঙ হযরত খাজা মুঈনুদ্দীন চিশতী রহমতুল্লাহি আলাইহি।”

৩।  জিজ্ঞাসাঃ সুলত্বানুন নাছীর (মহান বিজয়) এ লক্ববটি কোন ওলীআল্লাহকে দান করা হয়েছে?

জাওয়াবঃ “যামানার ইমাম, ইমামুল আইম্মা, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদুয যামান, আওলাদুর রসূল ঢাকা রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা আলাইহিস সালাম।।”

—————————————

সঠিক জবাবদাতার নাম

১। মুহম্মদ মুহিউদ্দীন খান, কুমিল্লা, ২. মাওলানা মুহম্মদ আযিযুল হক জামী, সুনামগঞ্জ, ৩. মুহম্মদ আমিনুল ইসলাম, নবাবগঞ্জ, ৪. মুহম্মদ জাহিদুল ইসলাম, রাজশাহী, ৫. মুহম্মদ ছিদ্দীকুল ইসলাম বাদশাহ, কুমিল্লা, ৬. মুহম্মদ উমর ফারুক, নরসিংদী, ৭. হাফিয মুহম্মদ আবু তালেব, পাবনা, ৮. মুহম্মদ হুরমুজ আলী, পাবনা, ৯. মুহম্মদ হুজ্জাতুল ইসলাম, নবাবগঞ্জ, ১০. মুহম্মদ মোতাহার হুসাইন চৌধুরী, নওগাঁ, ১১. মুহম্মদ আব্দুর রহিম সর্দার, নওগাঁ, ১২. সাইয়্যিদ মুহম্মদ শামীম রেযা, নওগাঁ, ১৩. মুহম্মদ মাছুদ রানা, ১৪. মুহম্মদ কাউছার আহমদ ভূইয়া, নরসিংদী, ১৫. মুহম্মদ তাজুল ইসলাম, কুড়িগ্রাম, ১৬. মুহম্মদ তাজুল ইসলাম মুন্সী, রংপুর, ১৭. মুহম্মদ শফিকুল ইসলাম, বিএসসি, কুড়িগ্রাম, ১৮. মুছাম্মাত ফিরোজা আলী বসুনিয়া, কুড়িগ্রাম, ১৯. মুছাম্মত আছমা বেগম, কুড়িগ্রাম, ২০. মুছাম্মাত রহিমা খাতুন, পাবনা,, ২১. মুছাম্মত হাফিজা বিনতে হুরমত আলী, পাবনা, ২২. মুছাম্মত রাবেয়া বছরী, সুনামগঞ্জ, ২৩. মুছাম্মত নূর নাহার বেগম (হামিদা), কুড়িগ্রাম, ২৪. মুহম্মদ বদরুযযামান, কিশোরগঞ্জ, ২৫. মুহম্মদ মুরসালীন (কুতুব). ২৬. হাফিয মুহম্মদ আব্দুস সামাদ, ২৭. হাফিয মুহম্মদ মাছুম বিল্লাহ, ২৮. মুহম্মদ আবুল বাশার, ২৯. মুহম্মদ হাফিযুর রহমান, ৩০. মুহম্মদ শরীফ হাসান, ৩১. মুহম্মদ শাহবাজ বাদশাহ, ৩২. হাফিয মুহম্মদ ত্বহা হুসাইন, ৩৩. হাফিয মুহম্মদ ইয়াসিন আলী, ৩৪ হাফিয, ক্বারী মুহম্মদ আলী আসগর, ৩৫. হাফিয মুহম্মদ ইমদাদুল ইসলাম, ৩৬. হাফিয মুহম্মদ তরিকুল ইসলাম, রাজশাহী।

————————————-

বর্তমান সংখ্যার প্রতিযোগিতার জন্য জিজ্ঞাসাসমূহ

১। জিজ্ঞাসাঃ ‘ছিহাহ সিত্তাহ’ নামে হাদীস শরীফের যে ছয়টি কিতাব আমাদের দেশে মশহুর তাতে তারাবীহর নামাযের বর্ণনা আছে কিনা? থাকলে সে কিতাবের নাম কি?

২। জিজ্ঞাসাঃ পাগড়ী পরিধান করা কোন সুন্নত? যে ইমাম পাগড়ী ছাড়া ইমামতি করে তার পিছনে নামাযের ইক্তিদা করা কি?

৩। জিজ্ঞাসাঃ লক্বব ব্যবহার করা কি? যারা লক্ববের বিরোধিতা করে তাদের ব্যাপারে শরীয়তের ফতওয়া কি?

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা ও জাওয়াব:

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা