সাইয়্যিদুল খালায়িক্ব, ছাহেবে কাওছার, খইরুল আলম  হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন সমস্ত গুণাবলীর একমাত্র অধিকারী

সংখ্যা: ১০৫তম সংখ্যা | বিভাগ:

 -ক্বারী খন্দকার মুহম্মদ মুঈনুদ্দীন

انك لعلى خلق عظيم.

অর্থঃ- “(হে হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) নিশ্চয়ই আপনি সুমহান চরিত্রের অধিকারী।” (সূরা ক্বলম/৪)

মহান আল্লাহ্ পাক উল্লিখিত আয়াত শরীফে তাঁর প্রিয় হাবীব, আখিরী রসূল, নূরে মুজাস্সাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গুণাবলী সমূহের মধ্য হতে একটি বিশেষ গুণের কথা ঘোষণা করেছেন। মূলতঃ উত্তম চরিত্রই হচ্ছে সমস্ত গুণাবলীর ভিত্তি। আর ফখরে দো-আলম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উত্তম চরিত্রের অধিকারী তো ছিলেনই সেই সাথে তিনি সমস্ত গুণাবলীর জামে ছিলেন।

 এ প্রসঙ্গে কিতাবে বর্ণিত রয়েছে,

خلق ادم ومعرفة شيث وشجاعة نوح وخلة ابراهيم ولسان اسماعي ورضاء اسحاق وفصاحة صالح وحكمة لوط وبشرى يعقوب وشدة موسى وصبر ايوب وطاعة يونس وجهاد يوشع وصوت داود وحب دنيا ووقار الياس وعصمة يحيى وزهد عيسى وغوصوه فى بحر اخلاق الانبياء.

অর্থঃ- “হযরত আদম আলাইহিস্ সালাম-এর আদর্শ চরিত্র, হযরত শীষ আলাইহিস্ সালাম-এর ইল্মে মা’রিফাত, হযরত নূহ আলাইহিস্ সালাম-এর বীরত্ব, হযরত ইব্রাহীম আলাইহিস্ সালাম-এর বন্ধুত্ব, হযরত ইসমাঈল আলাইহিস্ সালাম-এর ভাষা, হযরত ইস্হাক আলাইহিস্ সালাম-এর সন্তুষ্টি, হযরত সালেহ আলাইহিস্ সালাম-এর নির্ভুল বাক্য, হযরত লুত আলাইহিস্ সালাম-এর কঠোরতা, হযরত আইয়ূব আলাইহিস্ সালাম-এর ধৈর্য্য, হযরত ইউনুস আলাইহিস্ সালাম-এর মান্যতা ও বন্দেগী, হযরত ইউশা বিন নুন আলাইহিস্ সালাম-এর জিহাদ, হযরত দাউদ আলাইহিস্ সালাম-এর কক্তস্বর, হযরত দানিয়াল আলাইহিস্ সালাম-এর মুহব্বত, হযরত ইলইয়াছ আলাইহিস্ সালাম-এর ইজ্জত, হযরত ইয়াহইয়া আলাইহিস্ সালাম-এর পবিত্রতা, হযরত ঈসা আলাইহিস্ সালাম-এর বুযুর্গী, এক কথায় সমস্ত আম্বিয়া আলাইহিমুস্ সালামগণের গুণাবলী হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মুবারক গুণাবলী হতে প্রদান করা হয়েছে।” (মাওয়াহিবুল্লাদুন্নিয়া ১ম জিঃ ২২ পৃষ্ঠা, নূরে মুহম্মদি ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)

সমস্ত আম্বিয়া আলাইহিমুস্ সালামগণকে হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর গুণাবলী হতেই দান করা হয়েছে।

এ প্রসঙ্গে হাদীস শরীফে বর্ণিত রয়েছে,

عن ابى هريرة رضى الله تعالى عنه ان رسول الله صلى الله عليه وسلم قال فضلت على الانبياء بست اعطيت بجوامع الكام ونصرت بالرعب واحلت لى الغنائم وجعلت لى الارض مسجدا وطهورا وارسلت الى الخلق كافة وختم بى النبيون.

 অর্থঃ- “হযরত আবু হুরাইরা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু হতে বর্ণিত। নিশ্চয়ই রসূলুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইরশাদ করেন যে, সমস্ত আম্বিয়া আলাইহিমুস্ সালামগণের উপর আমাকে বিশেষ ছয়টি মর্যাদা দেয়া হয়েছে। (১) আমাকে সৃষ্টির শুরু হতে শেষ পর্যন্ত সমস্ত ইল্ম দেয়া হয়েছে, (২) আমাকে রো’ব দ্বারা সাহায্য করা হয়েছে, (৩) আমার জন্য গণিমতের মাল হালাল করা হয়েছে, (৪) আমার জন্য সমগ্র যমিনকে মসজিদ ও পবিত্র করে দেয়া হয়েছে, (৫) আমাকে সমস্ত সৃষ্টির পূর্ণতা দানকারী হিসেবে প্রেরণ করা হয়েছে, (৬) আমার দ্বারাই নুবুওওয়াতের দ্বার সমাপ্ত করা হয়েছে।” (বুখারী, মুসলিম)

মূলতঃ আখিরী রসূল, সরদারে দো-আলম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হচ্ছেন আল্লাহ্ পাক-এর প্রিয় হাবীব। তাই মহান আল্লাহ্ পাক তাঁকে সমস্ত গুণাবলী প্রদান করে নিজের হাক্বীক্বী মুহব্বতের বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আল্লাহ্ পাক তাঁর হাবীবের উসিলায় আমাদেরকেও নববী তথা সুন্নতি চরিত্র ও গুণাবলী দান করুন। (আমীন)

সাইয়্যিদুল জিননি ওয়াল ইনস, ইমামুল আউয়ালীন ওয়াল আখিরীন, খতীবুল আম্বিয়া হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হায়াতুন নবী

ইমামুল মুরসালীন, রহমতুল্লিল আলামীন, খাতামুন নাবিয়্যীন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মযদা-মতবা, শান-মান সকল নবী-রসূল আলাইহিমুস সালামগণের চেয়ে অনেক উর্দ্ধে

সাইয়্যিদুল মুরসালীন, ছাহিবু মাক্বামি মাহমূদ, শাফউল উমাম হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহ ওয়া সাল্লাম উনার শ্রেষ্ঠত্ব

সাইয়্যিদুল কাওনাইন, শাফিউল মুজনিবীন, ইমামুন নাবিয়্যীন হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আহলে বাইতগণের ফযীলত

সাইয়্যিদুল বাররি ওয়াল বাহর, ইমামুস সাক্বালাইন, তাজেদারে মদীনা হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আওলাদগণের ফযীলত