হযরত আহলে বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের মকবুলে মাসিক আল বাইয়্যিনাত শরীফ রহেন উজ্জ্বলে-১৮৬

সংখ্যা: ৩০৩তম সংখ্যা | বিভাগ:

ওই এলো, মুবারক মাহে রবীউল আউওয়াল,

পুরো কায়িনাতসহ, আশিকি হৃদয়ে নন্দিতে উত্তাল।

আলোয় আলোয়ান, পুরোটা জাহান, থরে থরে সজ্জিত,

রকমারী বাহার, চমকে উজাড়, বিশেষ রহমত বর্ষিত।

ওই ইলাহী উনার, শোকর বেশুমার পুলকে মাখলূক্বাত,

রহেন মালায়িক আর হুর গিলমান, ফল্গু হুসনে জাত।

ওই রবীউল আউওয়ালী দ্বাদশেই দুলি, তোহফায়ে যাহিরান

রহেন, আহসান খোদ ইহসান হয়ে, জগতে বিরাজমান।

সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফই সানিদানে রহমানী,

সেই শুরু ও শেষ অক্ষয়ি রেশ, জীবন্ত জোশ বাণী।

উহা আল্লাহ পাক উনার মেওয়ায়ে অপার, সৃজন মাখলূক্বাতে,

প্রবল, বেমিছাল বড় তলায়ালী শানে, হিল্লোলি মুগ্ধতে।

সেই সে দিবস, নূরানী বিকশ, নূরুন আলা নূর আহলাদে,

জমা, সৃষ্টির শিরে উচ্ছাসি জুড়ে অনন্ত আফরাদে।

ওই, ধন্য ধন্য আশিকী জন্য, দিবসটি মহান মকবুলান,

লভে সচেতন, তব যতনে জীবন, কামিয়াবে খ্যাতিয়ান।

ওই সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফেই, আয়োজনে রাব্বানী,

আউওয়াল আখির, রহেন অধির, দেখ কুরআনি বাণী।

উহা মাওলায়ে শাহী মাহফিল, কুল্লু আলম ঘিরে,

সেই শওক্বত, সেরা আযীমত, বেমিছাল মঞ্জুরে।

মীলাদ ক্বিয়াম বিদ্বেষী, ওই কাঠ মোল্লারা হুঁশিয়ার,

তোরা জাহান্নামের অগ্নিতে হবি, অবশ্যই ছারখার।

রে হিংসুক, বেহায়া উল্লুক, শুনে রাখ বেঈমান,

তুই মুনাফিক, অনন্ত ধিক, দেখ চেয়ে খতিয়ান।

মন্ত্রী অফিসার, ওসি, ডিসি দেখে তুই যে দাঁড়িয়ে যাস,

মাথাটা নোয়ায়ে, কাচু মাচু হয়ে সম্মানি ভাব দেখাস।

ফের গ্রহিস উপহাস, ওরে ও পিচাশ তোয়াজটা কম হলে,

কেডি কুকুরের লেজ নাড়া তোর, সাঙ্গ হলই বলে।

যিনি সাইয়্যিদুল মুরসালীন, আখিরী রসূল বাদাল ইলাহী,

উনার শানে থাকিস না দাঁড়ায়ে, শেরেকি ফতওয়া কহি।

সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, পালনে দিলিরে বাধা,

তুই আহমক বেনিয়া বাতিল, বনিস ইবলীসি গাধা।

মোরা সৈনিক, হাবীবী আশিক সদা রহি সচেতন,

মোরা উলামায়ে ‘সূ’ গাদ্দার ধরে রাখতেছি বিভাজন।

রহি উদ্যমে, তোদের খতমে আশিকে রসূল সবে,

রে ইবলীসি ছেছড়া গোলাম, রাখি তোরে ছয়লাবে।

চালাই আমরা প্রতিটি রসূলী ‘রবি’ কায়িনাতে অভিযান,

ওই হাবীবী দুশমন, রাখতেই পতন, হাবিয়ার ময়দান।

বিশ্ব জুড়েই খুশির জুলুস, আমরা রেখেছি জারি,

অপয়া উলাময়ে ‘সূ’ নাশ তরে রই জীবনের মায়া ছাড়ি।

নকশায়ে রাজারবাগ শরীফ, সুন্নতী কুহে তুর,

উহা আহলে বাইতি তুর্য তুরাগ, জান্নাতী মানছূর।

উহা যে মারকাজে মুসলিমীন, দ্বীনদারী তা’লীমিগার,

উহা অনন্য সুন্নী শানেই সদা রহে গুলজার।

সেই দ্বীনি দূর্গ রাজারবাগ শরীফে, কাহার অবস্থান?

রয় আজকে উনার রোবি অগ্নিতে তাগুতেরা হয়রান।

আজকে উনার, ফায়িজে জিন্দাহ পবিত্র ইসলাম,

আজকে উনার তাজদীদে জোরদার হিদায়াতী পয়গাম।

ওই, তিনিই হলেন আহলে বাইত আসমানী বদরুল,

তিনি তো সেই সাইয়্যিদী সূর্য, মুক্তির কামরুল।

তিনি যামানার মূল, আওলাদে রসূল, মু’মিনী কর্ণধার,

তিনি আজমতে দ্বীন, আপোষহীন, বেমিছাল সরদার।

তিনি সুন্নতী শির, শাহানশাহে বীর, আমানে মুবাশ্বির,

তিনি ছাহিবে সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ খলীফায়ে আলমগীর।

তিনি মাখলূক্ব মাঝে, রহমতী নাজে, তাশরীফে কায়িনাত,

তিনি মিছদাক্বে কালাম, সুন্নী ইনাম, আহলে বাইতি জাত।

রাখছেন, সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, অনন্তকাল জারি,

তিনি রাখছেন কায়িম, সুন্নত দায়িম, তাগুতকে ছনছারি।

জগতবাসী দেখ হে আসি রাজারবাগ শরীফ, নূরী বাগান,

সেথায় সরশ জান্নাতি জোশ, খুশির খায়ির দারাজবান।

তিনি দেশসহ, বিশ্বব্যাপী, করেন পালন সমারহে,

সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ জওক শওক অবগাহে।

নব্বই দিন, বিশেষ  অধিন, ঈদে হাবীবী নূরী মাহফিল,

ভূবনাগারে, নূরুন আলা নূরে, অসংখ্য আশিক রহে শামিল।

ওই তাবারুকে আযীম, কিছিম কিছিম, শতাধিক হরবেলা,

হয় পরিবেশন, সহসা যতন, মেহমানি রুহি খোলা।

ওই সাজ সাজ রব, মনোহরী সব, বারই রবীউল আউওয়ালে,

রব ও রসূলী খুশির ফোয়ারা চমকে দায়িম, মাহফিলে।

প্রতিধ্বণি, গগণ পবণে, আসসালামু আলাইকুম ইয়া রসূলাল্লাহ!

মুখরিত হয় আহলানে আসসালামু আলাইকুম ইয়া নাবীয়াল্লাহ!

হয় আবেশি বচনে আসসালামু আলাইকুম ইয়া হাবীবাল্লাহ,

ফের, ছলাওয়াতুল্লাহি আলাইকুম, মকবুলে মাশাআল্লাহ।

-বিশ্বকবি মুহম্মদ মুফাজ্জলুর রহমান।

খোলা চিঠির খোলা জবাব- (১) : আল বাইয়্যিনাত-এর দলীলের বলে – রেযাখানী গোষ্ঠী গেল সকলের পদতলে

খোলা চিঠির খোলা জবাব- (২) আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, রেযাখানী গোষ্ঠী গেল সকলের পদতলে

খোলা চিঠির খোলা জবাব- (3) আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, রেযাখানী গোষ্ঠী গেল সকলের পদতলে

খোলা চিঠির খোলা জবাব- (১) আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, রেযাখানী গোষ্ঠী গেল সকলের পদতলে

খোলা চিঠির খোলা জবাব- (১) আল বাইয়্যিনাত-এর দলীলের বলে, রেযাখানী গোষ্ঠী গেল সকলের পদতলে