ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইউস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি-৮৭ (বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)

সংখ্যা: ৩০১তম সংখ্যা | বিভাগ:

কারামত মুবারক

كَرَامَةٌ কারামত অর্থ: সম্মান, মর্যাদা। যে সকল অলৌকিক ঘটনা দ্বারা সংশ্লিষ্ট অলি-আল্লাহগণ উনাদের সম্মান-মর্যাদার বহিঃপ্রকাশ ঘটে তাকে কারামত বলে।

অলি-আল্লাহ হওয়ার জন্য কারামত প্রকাশিত হওয়া শর্ত নয়। তবে প্রত্যেক অলি-আল্লাহগণ উনাদের কিছু না কিছু কারামত প্রকাশ পায়।

 ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার পবিত্র সাওয়ানেহে উমরী মুবারকে অনেক কারামত প্রকাশিত হয়েছে। আলোচ্য নিবন্ধে কিছু কারামত মুবারক উল্লেখ করবো ইনশাআল্লাহ।

কারামত মুবারক (১)

ইমাম আবূ ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার বিশিষ্ট ছাত্র ছিলেন। প্রাথমিক জীবনে উনার অর্থ সংকট ছিলো। কিন্তু ইমামুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার প্রতি মুহব্বত, সম্মান, হুসনে যনের কোন কমতি ছিলো না। উনার ছোহবত ইখতিয়ার করার জন্য তিনি পাগল প্রায় হয়ে ছুটে আসতেন। উনার আম্মাজান তিনি তা পছন্দ করতেন না। একদিন ইমাম আবূ ইউসুফ রহমতুল্লাহি আলাইহি উনার আম্মাজান তিনি ইমামুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার নিকট আসলেন। উনাকে সম্বোধন করে বললেন, আপনি আমার ছেলেটিকে খারাপ করে ফেলেছেন। নাউযুবিল্লাহ!

একথা শুনে ইমামুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি ইমাম আবূ ইউসুফ রহমতুল্লাহি আলাইহি উনাকে উনার আম্মার সাথে পাঠিয়ে দিলেন। কিন্তু পরের দিনেই আবার পালিয়ে আসলেন। এরূপ কাজের পূনরাবৃত্তি কয়েকবার ঘটেছিল।

একদিন ইমামুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি ইমাম আবূ ইউসুফ রহমতুল্লাহি আলাইহি উনার অর্থসংকট দেখে সান্তনা দিয়ে বললেন, যে দিন আপনি ফিরোজা পাথর (মূল্যবান সবুজ পাথর) নির্মিত অট্টালিকায় বসে ফালুদা খাবেন তখন আপনার অনুভূতি কেমন হবে?

ইমামুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি বিছালী শান মুবারক প্রকাশ করলেন। আর ইমাম আবূ ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তিনি প্রধান বিচারপতির পদে আসীন হলেন। একদিন কথিত খলীফা হারুনুর রশীদ ইমাম আবূ ইউসুফ রহমতুল্লাহি আলাইহি উনাকে রাজ প্রাসাদে দাওয়াত করলেন। ইমাম সাহেব তার দাওয়াতে সাড়া দিলেন। বসতে দেয়া হলো ফিরোজা পাথর দ্বারা নির্মিত রাজ প্রাসাদে। সামনে উপস্থিত করা হলো ফালুদা। সেই ফালুদা দেখে ইমামুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার কথা স্মরণ হলো। তিনি মুচকি হাসি দিলেন। তা দেখে কথিত খলীফা অবাক হলো। ইমাম আবূ ইউসুফ রহমতুল্লাহি আলাইহি উনার হাসির কারণ জিজ্ঞাসা করলেন। উত্তরে ইমাম আবূ ইউসুফ রহমতুল্লাহি আলাইহি বিস্তারিত ঘটনা খুলে বললেন। সুবহানাল্লাহ! (ইমাম আ’যম আবূ হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবন ও কর্ম-৮০৪)

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৯১

সুলত্বানুল হিন্দ, কুতুবুল মাশায়িখ, মুজাদ্দিদুয যামান, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, হাবীবুল্লাহ সাইয়্যিদুনা হযরত খাজা মুঈনুদ্দীন হাসান চিশতী আজমিরী সাঞ্জারী রহমতুল্লাহি আলাইহি-৭১

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ দাওয়াত, আফযালুল ইবাদ, ছহিবে কাশফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাতিন, ছহিবে ইসমে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদুর রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে- একজন কুতুবুজ্জামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৬৪

 ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশ্ফ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছুফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলার্দু রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুজ্জামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান- ৬৪