যে ব্যক্তি সামর্থ থাকার পরেও কুরবানী করলো না, সে যেন আমাদের ঈদগাহের নিকটবর্তীও না হয়।
প্রত্যেক মুসলমান পুরুষ – মহিলার দায়িত্ব – কর্তব্য হলো, মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব ও মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের মুবারক সন্তুষ্টি রেজামন্দির জন্য বেশি বেশি কুরবানী করা।