(১০৭তম) সংখ্যার জিজ্ঞাসা, জিজ্ঞাসার সঠিক জবাব ও জবাবদাতাদের নামসমূহ-
১। জিজ্ঞাসাঃ “ওলীআল্লাহগণের বিরোধিতা করা কি?”
জাওয়াবঃ কুফরী।
২। জিজ্ঞাসাঃ ‘শরীয়তে দু’ঈদের দিন ব্যতীত আরো ঈদের দিন আছে কিনা? থাকলে তা কোন কোন দিন?’
জাওয়াবঃ “হ্যাঁ আছে। আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যে দিনে এবং যে তারিখে যমীনে তাশরীফ এনেছেন। অর্থাৎ- (১) সোমবার দিন (২) ১২ই রবিউল আউয়াল-এর দিন, (৩) জুমুয়ার দিন, (৪) আরাফার দিন।”
৩। জিজ্ঞাসাঃ “হারাম ফুটবল খেলাকে মনগড়া শর্ত- শারায়েত দিয়ে সর্বপ্রথম কে জায়িয করার ব্যর্থ কোশেশ করে?”
জাওয়াবঃ “মৌলভী আশরাফ আলী থানভী ছাহেব।”
—————————————
সঠিক জবাবদাতার নাম
১। ছূফী মুহম্মদ আব্দুল্লাহ, কামরাঙ্গীর চর, ঢাকা।
২। ছূফী মুহম্মদ নূরুল আলম, ইতালী।
৩। ছূফী মুহম্মদ শহীদুল্লাহ, খিলগাঁও, ঢাকা।
৪। মাওলানা মুহম্মদ আমানুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ।
৫। মুহম্মদ রুহুল আমীন, মানিকগঞ্জ।
————————————-
বর্তমান সংখ্যার প্রতিযোগিতার জন্য জিজ্ঞাসাসমূহ
১। জিজ্ঞাসাঃ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নূরের তৈরী এ সম্পর্কে আল বাইয়্যিনাতে কত সংখ্যা ব্যাপী ফতওয়া দেয়া হয়েছে?
২। জিজ্ঞাসাঃ হাবীবুল্লাহ লক্বব কোন কোন ওলীআল্লাহ লাভ করেছেন?
৩। জিজ্ঞাসাঃ সুলত্বানুন নাছীর (মহান বিজয়) এ লক্ববটি কোন ওলী আল্লাহকে দান করা হয়েছে?