আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

সংখ্যা: ১০৫তম সংখ্যা | বিভাগ:

          আল বাইয়্যিনাত প্রতিবেদনঃ আঞ্জুমানে আল বাইয়্যিনাত -এর মজলিশ, দর্স- তাদরীস, তালীম- তালকীন-এর মজলিশ। এ মজলিশ আল্লাহ্ পাক এবং তাঁর হাবীব আখিরী রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর মুহব্বত, মারিফাত, তাওয়াল্লুক-নিসবত হাছীলের মজলিশ। ইমামুল আইম্মা, মুহইস্ সুন্নাহ, কুতুবুল আলম, মুযাদ্দিদুয্ যামান, আওলার্দু রসূল, হাবীবুল্লাহ, ঢাকা রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর মাহ্ফিলে আলোচনায় এ কথা বলেন।  তিনি বলেন, আল্লাহ্ পাক-এর ওলী ব্যতীত আল্লাহ্ পাক-এর রসূল, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খাতামুন্ নাবিয়্যীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে হাছীল করা যায়না। আর আল্লাহ্ পাক-এর রসূল, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ব্যতীত আল্লাহ্ পাককে হাছীল করা যায়না। এ প্রসঙ্গে তিনি পবিত্র কালামুল্লাহ শরীফের আয়াত শরীফের বরাত দিয়ে বলেন, “তোমরা আনুগত্য কর আল্লাহ্ পাক-এর, রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর এবং উলিল আমরগণের।”   তিনি বলেন, একমাত্র আল্লাহ্ পাক ব্যতীত সমস্ত নবী-রসূল আলাইহিমুস্ সালাম এবং সারা কায়েনাত সাইয়্যিদুল মুরসালীন, ইমামূল মুরসালীন, হাবীবুল্লাহ্ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর উম্মতের অন্তর্ভুক্ত। সব আলোচনার মূল বিষয় হচ্ছে আক্বীদা বিশুদ্ধ করা। তিনি বলেন, কেউ হাজারও আমল করল কিন্তু তার আক্বীদা শুদ্ধ হলোনা, তাহলে তার জিন্দিগী বরবাদ। এর মেছাল হচ্ছে ইবলিশ। এজন্য বলা হয়েছে, আল্লাহ্ পাক যার ভালাই চান তাকে দ্বীনি সমঝ দান করেন। অর্থাৎ যে ভাল হতে চায়, আরজু করে, কোশেশ করে, দোয়া করে আল্লাহ্ পাক তার ভাল চান। তাকে ভাল হওয়ার তৌফিকও দিয়ে দেন। আর যে প্রকৃত পক্ষে ভাল হতে চায়না, তওবা-ইস্তিগফার করেনা, কোশেশ করেনা, ইচ্ছায়-অনিচ্ছায় সে গোমরাহীতে মশগুল হয়ে যায় এবং শেষ পর্যন্ত সে বেঈমান হয়ে মারা যায়। তিনি বলেন, মাসিক আল বাইয়্যিনাতে আউলিয়া-ই-কিরাম এবং আল্লাহ্ পাক-এর হাবীব, সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর ফাযায়িল-ফযীলত আলোচনা করা হয়ে থাকে; সেটা ছূরতান। সে সম্পর্কে বিশুদ্ধ আক্বীদা পোষণ এবং বিশ্বাস স্থাপন করতে হবে। আর হাক্বীক্বত বুঝার জন্যে কোশেশ করতে হবে। এ জন্যে আল্লাহ্ ওয়ালাদের ছোহ্বত ইখতিয়ার করে যিকির-ফিকির করতে হবে।           তিনি বলেন, আল্লাহ্ ওয়ালাদের ছোহ্বত ইখতিয়ার করে ফানাফিশ্ শায়খ যদি কেউ হতে পারে তাহলে তার জন্যে ফানার্ফি রসূল, ফানাফিল্লাহ্ হওয়া সম্ভব। আর যদি সত্যিই সে এ থেকে গাফিল হয়ে যায়, সে সব দিক থেকে মাহরূম হয়ে, ঈমান হারা হয়ে সে গোমরাহ হয়ে, কাট্টা কাফির হয়ে ইন্তিকাল করে জাহান্নামে চলে যাবে। কাজেই প্রত্যেকের উচিৎ হবে- যিকির-ফিকির করে ছোহ্বত ইখতিয়ার করে হাক্বীক্বত বুঝার কোশেশ করা।

বিশেষ ঘোষণা

ইতোপূর্বে ঘোষিত ‘আঞ্জুমানে আল বাইয়্যিনাত আয়োজিত জ্ঞানমূলক প্রতিযোগিতায়” অংশগ্রহণকারী সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সারাদেশে আল বাইয়্যিনাত-এর পাঠক ও জ্ঞানমূলক প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের পুনঃ পুনঃ অনুরোধের প্রেক্ষিতে জ্ঞানমূলক প্রতিযোগিতার সময়সীমা বৃদ্ধি সহ প্রশ্নপত্র কমানোর পর দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও এখনো পর্যন্ত আমাদের হাতে যে সব প্রতিযোগিতার প্রশ্নোত্তর পত্র জমা পড়েছে তাতে কারোই সব উত্তর সঠিক তো হয়ইনি এমনকি এক চতুর্থাংশ উত্তরও সঠিক হয়নি। এমতাবস্থায় উল্লেখযোগ্য সংখ্যক সঠিক উত্তর পত্র না আসায় অর্থাৎ দীর্ঘ সময় সুযোগ দানের পরও কেউ পুরস্কারের উপযুক্ত না হওয়ায় আমাদের পক্ষে আর সময় বাড়ানো সম্ভব হলোনা, বিধায় ১৪২৩ হিজরীর রবিউল আউয়ালে আঞ্জুমানে আল বাইয়্যিনাত আয়োজিত জ্ঞানমূলক প্রতিযোগিতা সংক্রান্ত সকল কার্যক্রম বাতিল ঘোষণা করা হল। কর্তৃপক্ষ-

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ