মাহফিল ও আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

সংখ্যা: ৮৮তম সংখ্যা | বিভাগ:

আল বাইয়ি‍্যনাত প্রতিবেদনঃ ইলমে তাছাউফ চর্চার মাধ্যমে ইখলাস হাছিল করে হাক্বীক্বী তাকওয়া অর্জন করতে হবে। আর রমাদ্বানই হচ্ছে- তাকওয়া হাছিলের মাস। এ মাসে বেশী বেশী ইবাদত-বন্দেগীর মাধ্যমে আল্লাহ্ পাক-এর খাছ রহমত হাছিলের কোশেশ করা প্রত্যেকের দায়িত্ব। ইমামুল আইম্মা, মুহইস্ সুন্নাহ, মুবাদ্দিদুয যামান, আওলাদে রসূল, ঢাকা রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব। ক্বিবলা মুদ্দাজিল্লুহুল আলী মাহফিলে প্রধান অতিথির বয়ানে একথা বলেন। তিনি বলেন, জরুরত আন্দাজ ইলমে শরীয়ত অর্জন করা। যেমন ফরয, তেমনি পীর ছাহেবের নিকট বাইয়াত হয়ে ইলমে তাছাউফ অর্জন করাও ফরয। গত ১৭ নভেম্বর হতে ২১ নভেম্বর পর্যন্ত বিভিন্ন থানা ও জিলা আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর আহবানের প্রেক্ষিতে তিনি উত্তর বঙ্গের বিভিন্ন জিলা সফর করেন। সফরের প্রথম দিন ১৭ নভেম্বর, শুক্রবার, লালমনিরহাটের পাটগ্রাম টি, এন হাই স্কুল মাঠে, ১৮ নভেম্বর, শনিবার, কুড়িগ্রাম জিলার উলিপুর থানার অনন্তপুর ঈদগাহ্ মাঠে, ১৯ নভেম্বর, রবিবার, কুড়িগ্রাম জিলার ভূরুঙ্গামারী থানার জয়মনিরহাট স্কুল মাঠে, ২০ নভেম্বর, সোমবার, ঠাকুরগাঁও জিলার জামালগঞ্জের ইসমাইলপুর ঈদগাহ মাঠে, ২১ নভেম্বর, মঙ্গলবার, পাবনা জিলার সাথিয়া থানায় থানা ও জিলা আঞ্জুমানে আল বাইয়্যিনাতের উদ্যোগে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে বিপুল সংখ্যক জনতা গভীর মনোযোগের সাথে হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দাজিল্লুহুল আলী-এর ওয়াজ শুনেন। পরে তারা তাঁর হাতে। বয়াত গ্রহণ করেন। উল্লেখ্য, এসব মাহফিলে স্থানীয় বিশিষ্ট প্রভাবশালী শিল্পপতি ও অন্যান্য ব্যক্তিবর্গ স্থানীয় আঞ্জুমানে আল বাইয়্যিনাতে যোগদান করেন এবং তারা আঞ্জুমানের কার্যক্রমকে আরো জোরদার করার অঙ্গীকার করেন।

ছাত্র আনজুমানে আল বাইয়্যিনাত-এর উদ্যোগে- আলোচনা সভা ও ইফতার মাহ্ফিল

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

মাহ্ফিল ও আঞ্জুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ