আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

সংখ্যা: ১০৮তম সংখ্যা | বিভাগ:

            আল বাইয়্যিনাত প্রতিবেদন:  একটা মানুষের জন্যে পর্দা পালন করা ফরয। হোক সে পুরুষ, হোক নারী। অর্থাৎ মেয়েদের জন্যে পর্দা করা খাছ করে ফরয করা হয়েছে। পুরুষরা সহযোগিতা করবে। তাদেরকেও পর্দা করতে হবে। তাদেরকে বেগানা মেয়েদের থেকে সরে থাকতে হবে। এই পর্দা অর্থাৎ শরীয়তের হুকুম আহকামের উপর ইস্তিকামত থাকার জন্যে তাদেরকে আল্লাহ্ ওয়ালাদের ছোহবত ইখতিয়ার করতে হবে। হাদীস, তাফসীর, ফিক্বাহ ও ফতওয়ার মূল যে বিষয় সেটা হচ্ছে, আল্লাহ্ ওয়ালাদের ছোহবত ইখতিয়ার করা। সেটাই আলোচনা করা হয়ে থাকে মাসিক আল বাইয়্যিনাত-এ। ইমামুল আইম্মা, মুহইস্ সুন্নাহ, কুতুবুল আলম, মুযাদ্দিদুয্ যামান, আওলার্দু রসূল, গাউছূল আ’যম, হাবীবুল্লাহ, ঢাকা রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর সাপ্তাহিক মজলিশে আলোচনায় এ কথা বলেন।

তিনি বলেন, মানুষ নফ্সের তাড়নায়, শয়তানের ধোকায় দুনিয়ার মোহে মোহগ্রস্থ হয়ে আল্লাহ্ পাক থেকে, আল্লাহ্ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে, কুরআন শরীফ, হাদীস শরীফ, ইজ্মা, ক্বিয়াস থেকে গাফিল হয়ে যায়। সে গাফলতিটাকে দূর করার জন্যে মাসিক আল বাইয়্যিনাত যদি সে রীতিমত পাঠ করে তাহলে তার জন্যে তা থেকে বেঁচে থাকা সহজ ও সম্ভব।

দিনাজপুর সংবাদ

এক মাসেরও অধিক সময় অতীত হয়ে গেলেও এখনও দিনাজপুরে যে আলোচনা সবার মুখে মুখে তা হচ্ছে রাজারবাগ শরীফের হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর সাম্প্রতিক সফরের ঘটনাবলী। বিশেষতঃ এ সফরে যে হোটেলে তিনি অবস্থান করেছেন, সে হোটেল মালিকের ঘটনা সবাইকে শিহরিত করেছে।

আমাদের দিনাজপুর  জেলা  ছাত্র আঞ্জুমানে আল বাইয়্যিনাত-এর সভাপতি মুহম্মদ আরিফুল খবির, সিনিয়র সহ সভাপতি মুহম্মদ মুসাদ্দিক হুসাইন নিপু জানানঃ

“ইমামুল আইম্মা, মুহ্ইস সুন্নাহ, মুজাদ্দিদুয্ যামান, আওলাদুর রসূল, ঢাকা রাজার বাগ শরীফের মামদুহ্ হযরত পীর ছাহেব ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর অবস্থানের জন্য(১৫-১৬ জুন/০২) দিনাজপুর শহরস্থ হোটেল ডায়মন্ড এর মালিক এবং ম্যানেজারের সাথে বিস্তারিত আলোচনা সাপেক্ষে উক্ত হোটেলটি দু’দিনের জন্য ভাড়া নেয়া হয়। উল্লেখ্য, হোটেল মালিক এবং ম্যানেজার উভয়ে দ্বীনি স্বার্থে হোটেল ব্যবস্থাপনায়  খুব ভাল সার্ভিসের আশ্বাস দেয়। কিন্তু নির্দিষ্ট সময়ের অল্প কিছুক্ষণ পূর্ব থেকেই মালিকের  গোপন ইশারায় হোটেল ম্যানেজার এবং তাঁর সহকর্মীরা পূর্ব প্রতিশ্রুতি ভংগ করে বিভিন্ন ক্ষেত্রে নানা রকম টালবাহানা শুরু করে এবং প্রতিশ্রুতি মুতাবিক সমস্ত সুযোগ সুবিধা রহিত করে। যার ফলে হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী হোটেল কর্তৃপক্ষের প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেন। অপর দিকে হোটেলের অপর ম্যানেজার হযরত হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর প্রতি গভীর মুহব্বত ও ভক্তি প্রদর্শন করেন।

হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর  হোটেল ত্যাগের দু’ একদিন পরেই দিনাজপুর শহরে ঘুর্ণিঝড় ও বৃষ্টি হয়। এই ঝড়ে কারো তেমন কিছু না হলেও চুক্তি ভঙ্গকারী দুষ্ট হোটেল মালিকের মিল এবং হোটেলের উপর ঘুর্ণিঝড় প্রচন্ড আঘাত হানে। এতে মিলের দু’টি চিমনি ধ্বসে পড়ে প্রায় তিন লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়।  উল্লেখ্য, হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর অবস্থান কালে ভাল থাকা সত্বেও যে জেনারেটরকে নষ্ট বলে বন্ধ রাখা হয় পরবর্তীতে সেটি সম্পূর্ণ অকেজো হয়ে যায়। এমনকি পার্শ্ববর্তী দালান-কোঠা, বাড়ী-ঘর অক্ষত থাকলেও উক্ত মালিকের ডায়মন হোটেল বি-এর তৃতীয়-চতুর্থ তলায় বড়ধরনের ফাটল দেখা দেয়। এতে তার বিপুল পরিমাণ অর্থনৈতিক ক্ষতি হয়।

অপরদিকে  বাইয়াত হওয়া ম্যানেজার সাহেব যেখানে গেছেন সেখানেই পেয়েছেন সম্মান-ইজ্জত। যে কাজে গেছেন সে কাজেই পেয়েছেন সফলতা। তার পূর্ব পুরুষদের জমিদারীর মালিকানা স্বত্ব নিয়ে দীর্ঘদিন যাবৎ মামলা চলছিল। মামলার ডিক্রী পাওয়ার আশাও ছেড়ে দিয়ে ছিলেন তিনি। কিন্তু হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর উছীলা নিয়ে মামলা সংক্রান্ত কাজে শেষ চেষ্টা হিসেবে যেখানে যার নিকটেই গিয়েছেন, তারাই তার কাজগুলো খুব সহজেই করে দিয়েছে। যেন তারা অপেক্ষা তার কাজের জন্যেই করছিল।

আল্লাহ্ পাক-এর খালিছ ওলী যামানার লক্ষ্যস্থল, কুতুবুল আলম-এর প্রতি বিদ্বেষ পোষণকারী মুনাফিক হোটেল মালিকের অপকর্মের এই ভয়াবহ পরিণতির খবর শুনে দিনাজপুরবাসীর মনে হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর প্রতি চরম ভক্তি মুহব্বত পয়দা হয় এবং বিশেষ জজবা তৈরী হয়। তারা অতি শীঘ্রই দিনাজপুরে হযরত হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর বিশাল মাহ্ফিল করার মনস্থ করে। অনেকেই ঢাকায় দরবার শরীফে হুযূর ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী-এর সাথে দেখা করার জন্য উদগ্রীব হয়ে আছেন।

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত ও মাহ্ফিল সংবাদ

আনজুমানে আল বাইয়্যিনাত সংবাদ