আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে একজন কুতুবুজ্জামান উনার দিদারে মাওলা উনার দিকে প্রস্থান

সংখ্যা: ৯২তম সংখ্যা | বিভাগ:

-মুহম্মদ সাদী

(ধারাবাহিক)

মুর্শিদ ক্বিবলার সঙ্গে সম্পর্কের গভীরতা

          আল্লাহ্ পাক-এর মনোনীত ওলীগণ স্বভাব ও আচরণে আরোপিত প্রভাব এবং অতুলনীয় ব্যক্তিত্বের অধিকারী হয়ে থাকেন। ওলীয়ে মাদারজাদ, কুতবুজ্জামান, আওলাদে রসূল, আলহাজ্ব, হযরতুল আল্লামা, সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান রহমতুল্লাহি আলাইহিও ছিলেন সুমহান ব্যক্তিত্ব ও ব্যাপক প্রভাব সম্পন্ন এক প্রত্যয়ী পুরুষ।

          প্রজ্ঞাবান, দৃঢ়চেতা, অকুতোভয়, সুন্নত অনুকরণ ও অনুসরণের অতুলনীয় দৃষ্টান্ত, আল্লাহ্ পাক-এর ধ্যান-খেয়াল, মুরাকাবা-মুশাহিদা, মুজাহিদা এবং ইবাদত-বন্দেগীতে অবিরাম মশগুল এই সূক্ষ্মদর্শী ওলী বাহ্যিক দৃষ্টিতে জালালী তবিয়তের হলেও অন্তর্গতভাবে ছিলেন জামালে পরিপূর্ণ। জালাল ও জামালের অভাবিত সমন্বয়ে হৃদয়ের কোমলতা ও নির্মলতায় নির্মিত হয়েছিল তাঁর মাধুর্যমন্ডিত চরিত্র মুবারক। একমাত্র সূক্ষ্মদর্শী মানুষের পক্ষেই তাঁকে উপলদ্ধি করা সম্ভব ছিল।

          প্রাণের আঁকা মুর্শিদ ক্বিবলা হযরত মাওলানা আবু নছর মুহম্মদ আব্দুল হাই ছিদ্দীকী রহমতুল্লাহি আলাইহি ফুরফুরা শরীফ থেকে ঢাকাস্থ মীরপুর দারুস্সালাম খানকা শরীফে এলে তিনি তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে যেতেন। অন্যান্য মুরীদগণও যেতেন। খানকা শরীফে উপস্থিত সকলেই সাক্ষাতের জন্য মুর্শিদ ক্বিবলার সদয় অনুমতি প্রার্থনা করতেন। অনুমতি লাভের পর সভয়ে কাছে গিয়ে সবাই কদমবুছি করে ফয়েজ ও তাওয়াজ্জুহ্ হাছিল করতেন। এই নিয়মের ব্যতিক্রম ছিলেন কেবলমাত্র হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান রহমতুল্লাহি আলাইহি। খানকা শরীফ অভ্যন্তরে মুর্শিদ ক্বিবলার মুবারক সান্নিধ্যে সরাসরি উপস্থিত হতে তাঁর জন্য অনুমতি ছিল। এছাড়া, অনেক সময় মুর্শিদ ক্বিবলা ভেতর থেকে খানকা শরীফের দরজায় এসে সহাস্যে এই মাহবুব মুরীদের সঙ্গে আলিঙ্গন করতেন। আলিঙ্গন শেষে  তিনি অবনত হয়ে মুর্শিদ ক্বিবলাকে কদমবুছি করে নির্বাক দাঁড়িয়ে থাকতেন এবং লদ্ধ নিয়ামতের জন্য প্রাণভরে আল্লাহ্ পাক-এর শুকরিয়া আদায় করতেন।

          হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান রহমতুল্লাহি আলাইহি-এর অনুরূপ গভীর সম্পর্ক মাদারজাত ওলী, শাইখুত ত্বরীকত, সুলতানুল আরেফীন, গাউসুল আযম, আলিমে হাক্কানী, পীরে রব্বানী, কুতুবুল আলম, ওলীয়ে কামিল, ন’হুজুর ক্বিবলা, শাহ ছূফী, হযরত মাওলানা মুহম্মদ নাজমুস্ সায়াদাত ছিদ্দীকী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি-এর সঙ্গেও ছিল।

          নায়েবে মুজাদ্দিদ, কুতুবুল আলম, হযরত মাওলানা আবু নছর মুহম্মদ আব্দুল হাই ছিদ্দীকী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি-এর নিকট বাইয়াত হবার অব্যবহিত পর হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান রহমতুল্লাহি আলাইহি, কুতুবুল আলম, হযরত মাওলানা মুহম্মদ নাজমুস্ সায়াদাত ছিদ্দীকী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি-এর মুবারক হাতে ঢাকাস্থ গেন্ডারিয়া খানকা শরীফে বাইয়াত হন। এ বিষয়ে যথাস্থানে সবিস্তারে আলোকপাত করা হবে।           বর্তমান আলোচনার প্রয়োজনে এখানে শুধু এটুকু বলা যে, হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান রহমতুল্লাহি আলাইহি নিয়মিতভাবে তাঁর প্রাণের আঁকা মুর্শিদ ক্বিবলা কুতুবুল আলম, হযরত মাওলানা মুহম্মদ নাজমুস্ সায়াদাত ছিদ্দীকী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি-এর মুবারক সাক্ষাতে গেন্ডারিয়াস্থ খানকা শরীফে যেতেন। খানকা শরীফের দরজা পর্যন্ত যাওয়া মাত্র বেশীরভাগ সময়ে মুর্শিদ ক্বিবলা ভেতর থেকে বেরিয়ে আসতেন। হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান রহমতুল্লাহি আলাইহি-এর কামিয়াবীর পূর্ণতা ও জালালী তবিয়তের স্তর এমন মাত্রায় ছিল যে, তাঁর আগমনের সংবাদ অন্যান্য মুরীদগণের নিকট শুনে, বিশেষতঃ কাশ্ফের মাধ্যমে পূর্বেই অবহিত থেকে মুর্শিদ ক্বিবলা খানকা শরীফের দরজায় এসে সহাস্যে মাহবুব মুরীদকে আলিঙ্গন করতেন এবং ভেতরে নিয়ে যেতেন। তাসাউফ-এর গূঢ় রহস্য আলোচনা করতে গিয়ে এসব বিষয় হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলেছুর রহমান রহমতুল্লাহি আলাইহি নিজ মুখে অনেকবার বলেছেন।

          মুর্শিদ ও মুরীদের অবিচ্ছেদ্য সম্পর্কের ক্ষেত্রে উভয়ের গভীর আকর্ষণ, অন্তরের জানাজানি, পারস্পরিক যোগাযোগ ও নিয়ামত লেনদেনের প্রকৃতি ও পরিধির এমন অবিস্মরণীয় দৃষ্টান্ত বিরল নয়। হযরত মুজাদ্দিদে আল্ফে ছানী, শায়খ আহমদ ফারুকী সিরহিন্দী রহমতুল্লাহি আলাইহি-এর সঙ্গে তাঁর মুর্শিদ ক্বিবলা হযরত বাকী বিল্লাহ রহমতুল্লাহি আলাইহি-এর গভীর জানাজানি, পারস্পরিক মূল্যায়ণ ও নিয়ামত আদান-প্রদানের ক্ষেত্রেও সৃষ্ট এ ধরনের অনুপম দৃষ্টান্ত সকলের জন্য অনুসরণীয় হয়ে আছে। (অসমাপ্ত)

আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহি উনার স্মরণে একজন কুতুবুজ্জামান উনার দিদারে মাওলা উনার দিকে প্রস্থান

আমাদের সম্মানিত দাদা হুজুর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে একজন কুতুবুজ্জামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান

আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে একজন কুতুবুজ্জামান উনার দিদারে মাওলা উনার দিকে প্রস্থান

ক্বায়িম মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখ্দূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মহাসম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-৪৩

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৯৩