একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-১৮১

সংখ্যা: ২৪১তম সংখ্যা | বিভাগ:

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাত্বিন, ছাহিবে ইসমে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে-

একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-১৮১


-মুহম্মদ সাদী

 পূর্ব প্রকাশিতের পর

সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি উনার গভীর অন্তর্দৃষ্টিতে যাদেরকে অপছন্দ করেছেন, তারা পবিত্র দরবার শরীফ থেকে ঝরে পড়েছে এবং সর্বস্বান্ত হয়েছে

ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ছাহিবে ইসমে আ’যম, ছাহিবে ইলম ওয়াল হিকাম ওয়াল কাশফ ওয়াল কারামত, ছাহিবুল ইলহাম, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কা’বা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম তিনি ছিলেন গভীর অন্তর্দৃষ্টিসম্পন্ন সূক্ষ্মদর্শী মাহবূব ওলীআল্লাহ। তিনি মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা এবং নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের হাদিয়াকৃত সুগভীর ইলম, প্রজ্ঞা, সূক্ষ্ম সমঝ এবং পবিত্র নূর-সমৃদ্ধ সুতীক্ষè দৃষ্টিতে সবকিছু উপলব্ধি ও অবলোকন করতেন। সুবহানাল্লাহ!

হিদায়েত ও নছীহতের অযোগ্যদের তিনি মোটেই পছন্দ করতেন না। সম্মানিত শরাফত ও শিষ্টতা বিবর্জিত মানুষও ছিলো উনার অপছন্দ। সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার সঙ্গে যারা বেয়াদবী করেছে এবং কথা, কাজ ও আচরণে ইচ্ছা অনিচ্ছায় যারা উনাকে সামান্যতম কষ্টও দিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্রমান্বয়ে তারা সর্বস্বান্ত হয়েছে। আক্বল, বুদ্ধি ও সমঝ অনুযায়ী তিনি মানুষের সঙ্গে কথা বলতেন, নছীহত মুবারক করতেন। অত্যন্ত সহজ-সরল ভাষায় ও পরম মমতায় তিনি সকলকে হিদায়েত ও নছীহত মুবারক করতেন। কিন্তু মানুষের আক্বল, বুদ্ধি ও উপলব্ধির দৈন্যতায় তিনি সবসময় সকলের কাছেই অজ্ঞাত রয়ে গেছেন। এ কারণেই উনার একখানা অন্যতম লক্বব মুবারক হলো “ছূফীয়ে বাত্বিন।” সুবহানাল্লাহ!

রহমতুল্লিল আলামীন, রউফুর রহীম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন:

اتقوا فراسة الـمؤمن فانه ينظر بنور الله

অর্থ: “তোমরা সূক্ষ্মদর্শী মু’মিন বান্দা উনাদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কারণ উনারা মহান আল্লাহ পাক প্রদত্ত নূর-সমৃদ্ধ সূক্ষ্ম দৃষ্টিতে সবকিছু অবলোকন ও উপলব্ধি করে থাকেন।” ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, ফখরুল আউলিয়া, ছূফীয়ে বাতিন সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি ছিলেন পবিত্র এই হাদীছ শরীফ উনার পরিপূর্ণ মিছদাক্ব। পবিত্র নূর-সমৃদ্ধ অন্তর্দৃষ্টির গভীরতায় তিনি যা বলেছেন, তা অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হয়েছে। এটি উনার অনন্য কারামত। তিনি ছিলেন মুসতাজাবুদ দা’ওয়াত। সুবহানাল্লাহ!

সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মুবারক সাক্ষাতে উনার দু’জন মুর্শিদ ক্বিবলা রহমতুল্লাহি আলাইহিমা উনাদের একাধিকবার আগমন

উনার কারামত-সমৃদ্ধ মাক্বামাত এতো বুলন্দ ছিলো যে, সকলেই উনার প্রতি আকর্ষিত হতেন, উনাকে মূল্যায়ন করতেন, উনাকে সম্মান করতেন। তিনি ছিলেন হিদায়েত ও নছীহতের দিকপাল এবং তরীক্বতের সমকালীন প্রাণপুরুষ, খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, কুতুবুল আলম, ইমামুল হুদা, ক্বইয়্যমুযযামান, শাইখুল মাশায়িখ, শাইখুল ইসলাম, হাদীউল সাক্বালাইন, নাশিরুল মিল্লাতিল মুস্তাফিয়া, নায়িবে মুজাদ্দিদ, হাজীউল হারামাইন, ছদরে জামিয়তে উলামায়ে হানাফিয়া, পীরে দস্তগীর হযরত মাওলানা আবূ নছর মুহম্মদ আব্দুল হাই ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার বিশিষ্ট খলীফা। সুবহানাল্লাহ!

২৪ জুমাদাল উলা শরীফ, ১৩৯৭ হিজরী/ ১৩ মে, ১৯৭৭ ঈসায়ী/ ৩০ বৈশাখ, ১৩৮৪ ফসলী সন ইয়াওমুল জুমুয়া শরীফ ৭৩ বছর বয়স মুবারকে উনার পবিত্র বিছাল শরীফ গ্রহণের পর ওলীয়ে মাদরাযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম তিনি ওলীয়ে মাদারযাদ, কুতুবুল আলম, সুলত্বানুল আরিফীন, শাইখুত তরীক্বত, গাউছে যামান, হযরত মাওলানা শাহ ছূফী আবূ নজম মুহম্মদ নাজমুস সায়াদাত ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার মুবারক ছোহবত ইখতিয়ার করেন। ঢাকাস্থ গেন্ডারিয়া ছিলো উনার পবিত্র খানকা শরীফ। তিনি ছিলেন নায়িবে মুজাদ্দিদ হযরত মাওলানা মুহম্মদ আব্দুল হাই ছিদ্দীক্বী ফুরফুরাবী রহমতুল্লাহি আলাইহি উনার অনুজ। সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম তিনি উনার নিকটও বাইয়াত হন। সুবহানাল্লাহ! (চলবে)

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩১

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফদ্বালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩২

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দাওয়াত, আফদ্বালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আযম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩৩

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফদ্বালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩৪

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দীদারে মাওলার দিকে প্রস্থান-১৩৫