যে ব্যক্তি ঈমানকে অস্বীকার করলো অর্থাৎ কুফরী করলো, সে তার আমলকে
ধ্বংস করলো এবং পরকালে সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে।
আবু লাহাবকে দেখলাম, জাহান্নামে পিপাসা পিপাসা বলে চিৎকার করছে, অতঃপর তার দু’আঙ্গুলের মাঝখান দিয়ে শীতল পানি প্রবাহিত হচ্ছে। যার কারণে তার আযাবের কষ্ট লাঘব হয়ে যায়। তাকে জিজ্ঞাসা করা হলো, এ নিয়ামত সে কি কারণে লাভ করছে?
সে বললো, (ইয়া রসূলাল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম!) আপনার পবিত্র
বিলাদতী শান মুবারকে খুশি প্রকাশ করে হযরত ছুয়াইবিয়াহ
আলাইহাস সালাম উনাকে আজাদ করার কারণে।
কুফরীর কারণে সমস্ত নেক আমল বরবাদ হলেও নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার বিলাদত শরীফ উনার শান মুবারকে খুশি প্রকাশ করলে অর্থাৎ পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করলে উক্ত আমলের প্রতিদান কখনো নষ্ট হয়না। তাই, মুসলমান পুরুষ-মহিলা প্রত্যেকের জন্য দায়িত্ব-কর্তব্য হলো- সর্বাবস্থায় সর্বক্ষেত্রে সর্বাধিক মুহব্বত ও গুরুত্বের সাথে সার্বিকভাবে পবিত্র সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ পালন করা।