পূর্ব প্রকাশিতের পর
পবিত্র এই আয়াত শরীফ উনার বাস্তবতায় মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত হাবীব, মহাপবিত্র মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি, অর্থাৎ উনারা একখানা বিশেষ দায়িত্ব মুবারক পালনের জন্য সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনাকে মনোনীত করেছেন। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক এবং উনার মহাসম্মানিত হাবীব, মহাসম্মানিত মাহবূব, নূরে মুজাসসাম, মাশুকে মাওলা, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনারা উনাদের মাহবূব নিগূঢ় নৈকট্যধন্য সূক্ষদর্শী ব্যক্তিত্ব মুবারক সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনাকে বিশেষ কোনো দায়িত্ব মুবারক পালনের জন্য মনোনীত করবেন, এটিই স্বাভাবিক। কিন্তু সে দায়িত্ব সম্পাদনের লক্ষ্যে অত্যন্ত মূল্যবান পোষাক পরিহিত অবস্থায় উনাকে মহামূল্যবান গাড়ীতে নিয়ে যাওয়া হবে, এটি উনার সীমাহীন শান-মান, মর্যাদা-মাক্বাম-এর বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ!
দুনিয়াবী দৃষ্টিতে অনেকেই কম-বেশি দায়িত্ব পালন করে থাকেন। কিন্তু হযরত ফেরেশতা আলাইহিমুস সালাম উনাদের সমভিব্যাহারে সুশোভিত মহামূল্যবান সুন্নতী পোষাক ও মহামূল্যবান গাড়ী কতোজনে পান? ক্বায়িম-মাক্বামে সাইয়্যিদুনা আবূ রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আখাছছুল খাছ আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনাকে ওই নিয়ামত মুবারক হাদিয়া মুবারক করা হয়েছে। উনার সীমাহীন শান-মান, মর্যাদা-মাক্বাম উপলব্ধির কোশেশের ক্ষেত্রে আলোচিত মুবারক বিষয়গুলো একান্ত সহায়ক। সুবহানাল্লাহ!
মুবারক স্বপ্নে দেখা মহাসম্মানিত মহাপবিত্র শান-মান, মর্যাদা-মাক্বাম উনাদের চেয়ে ক্বায়িম-মাক্বামে সাইয়্যিদুনা আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার শান-মান, মর্যাদা-মাক্বাম আরো অনেক উপরে সংস্থাপিত। সুবহানাল্লাহ!
বলা হয় বাদশাহ’র কথা, কথার বাদশাহ। বাদশাহর সঙ্গে সম্পৃক্ত সবকিছুই শাহী, অর্থাৎ আলী শান। সবকিছুই মর্যাদা ও সম্মানের দাবী রাখে। সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার সঙ্গে সংশ্লিষ্ট সবকিছুই আলীশান এবং শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতম। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক তিনি উনার মহাসম্মানিত হাবীব, মহাপবিত্র মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুবারক শানে পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন:
اِنَّا اَعْطَيْـنٰكَ الْكَوْثَـرَ
অর্থ: “নিশ্চয়ই আমি আপনাকে কাউছার মুবারক হাদিয়া করেছি।” কাউছার শব্দ মুবারকের লক্ষ কোটি অর্থ। একটি অর্থ হলো “হাউজে কাউছার”। মহাসম্মানিত মালিক হিসেবে পরকালে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনার উম্মতগণকে পবিত্র “হাউজে কাউছার” উনার পানি পান করাবেন। সুবহানাল্লাহ! (চলবে)