দেহব্যবসা সম্পর্কে আমাদের সংবিধানে ফৌজদারী দ-বিধিটিতে আসলে তেমন কোন উল্লেখযোগ্য বিধিনিষেধ নেই। তবে সামাজিক ও ধর্মীয় ঐতিহ্যগতভাবে আমাদের দেশে দেহব্যবসা খুবই ঘৃণিত একটি বিষয়। তবে ইসলামের দৃষ্টিতে তা আরো মারাত্মক ঘৃণিত বিষয়।
আল্লাহ পাক ইরশাদ করেন, “হে ঈমানদারগণ!
তোমরা ব্যভিচারের নিকটবর্তী হয়ো না।”
উল্লেখ্য, তারপরও আমাদের সমাজে এখন লক্ষ-কোটি দেহব্যবসায়ী অবাধে বিরাজ করছে। বিশেষ করে দেশের গোটা ব্যবসায়ী প্রতিষ্ঠান সবাই যেন পুরোটাই এ ঘৃণ্য দেহব্যবসায়ী নির্ভর হয়ে পড়েছে। আজকে সুই থেকে সিমেন্ট পর্যন্ত সব পণ্যের বিজ্ঞাপনেই সুন্দরী নারী। আর তাও শালীনভাবে নয় বরং দেহ প্রদর্শনীর ভঙ্গি। দুঃখজনক হলেও সত্য- বলতে গেলে একেবারেই বিবস্ত্র ভঙ্গি।
এদেরকে ভদ্রভাষায় বলা হচ্ছে মডেল। বিজ্ঞাপনের মডেল। কিন্তু এই মডেলরা করছেটা কি? তারা নিজেদের রূপ আর দেহই প্রদর্শন করছে। যে পণ্যকে ঘিরে তাদের প্রদর্শনী সে পণ্যের চেয়ে তাদের দেহ প্রদর্শন অনেক বেশি।
তাহলে বিষয়টা দাঁড়াচ্ছে কি? তারা সবাই আসলে দেহ ব্যবসায়ী।
কেউ একটু গভীরভাবে, কেউ আরো বেশি গভীরভাবে। তবে ইদানিংকালে পত্র-পত্রিকায় রিপোর্ট হচ্ছে যে, এসব মডেলিং করাতে পারলে দেহ ব্যবসায় রেট বেড়ে যায়। (নাঊযুবিল্লাহ)
ইদানিংকালে অবশ্য দু’চারটা মডেল শুধু দেহব্যবসায়ী আর রক্ষিতা হিসেবেই নয়; সাথে মাদক ব্যবসায়ী হিসেবেও ধরা পড়ছে। মূলতঃ গণতন্ত্রের পাগলা আবহাওয়ায় এমনটি সম্ভব হচ্ছে।
পাগলরা বুঝতে পারছে না গোটা দেশটাই আজ যেন দেহব্যবসায়ীদের দখলে চলে গেছে। এই দেহব্যবসায়ীদের মধ্যে অন্তর্গত আছে অপেশাদাররাও।
তারা টাকা না নিলেও পুরুষের আনাগোনা করাতে সর্বোতই আগ্রহী।
কাজেই সত্যিকার অর্থে এরাও দেহব্যবসায়ী। অথচ কুরআন শরীফ-এ আল্লাহ পাক ইরশাদ করেন, “তোমরা জাহিলিয়াতের ন্যায় তোমাদের সৌন্দর্যকে প্রদর্শন করো না।”
কিন্তু আল্লাহ পাক-এর যে অমোঘ আদেশকে অমান্য করে পত্র-পত্রিকাগুলো এখন হয়ে উঠেছে দেহ ব্যবসায়ীদের প্রচারণার পত্রিকা।
সম্প্রতিককালে সবগুলো দৈনিকেই এ ধারার বিজ্ঞাপন ছাপা হচ্ছে।
অথচ প্রতিটি পত্রিকা এবং খোদ সরকারের পক্ষ থেকেও প্রচারণা চালানো হচ্ছে অশ্লীলতা বন্ধ করার জন্য। এই কি তবে অশ্লীলতা বন্ধের নমুনা? আর তা কি শুধু বুলি আওড়ানোতেই সীমাবদ্ধ?
রাষ্ট্রধর্ম ইসলামের এই দেশের সরকারকে অবশ্যই পেশাদার, অপেশাদার দেহব্যবসায়ীদের দেহ প্রদর্শনী বন্ধের আশু ও কঠোর ব্যবস্থা গ্রহণ করা উচিত।
মুহম্মদ জিসান আরীফ
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি ও ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা-৫০