মাওলানা সাইয়্যিদ আহমদ শিব্বীর, চাঁন্দামারী, কুড়িগ্রাম
সুওয়াল: ইমাম ছাহিব সুন্নত নামায কোথায় পড়বেন?
জাওয়াব: ফরয নামাযের পূর্বের সুন্নতগুলো ঘরে বা হুজরায় পড়ে ফরয পড়তে মসজিদে আসা সুন্নত। কিন্তু ফরযের পর যে সকল ওয়াক্তে সুন্নতে মুয়াক্কাদাহ আছে, তা ফরযের পর হাত তুলে সংক্ষিপ্ত দুয়া মুনাজাতের পরপরই পড়ে নেয়া সুন্নত। (আলমগীরী, তাতারখানিয়া, শরহুল ইনায়াহ)