ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার স্মরণে- একজন কুতুবুয্ যামান উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-১৭৪

সংখ্যা: ২৩৩তম সংখ্যা | বিভাগ:

-মুহম্মদ সাদী

পূর্ব প্রকাশিতের পর

সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মুবারক ফুঁক ও দুআ’য় বাতিলগোষ্ঠীদের কুফরী কালাম থেকে সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম আলাইহিস সালাম উনার সুস্থতা গ্রহণ

 

সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার মুবারক কথা বলার কষ্ট ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে থাকে। বিষয়টি তিনি উনার বুযুর্গ পিতা ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, মুসতাজাবুদ দা’ওয়াত আফদ্বালুল আউলিয়া, ছাহিবে ইলম ওয়াল হিকাম ওয়াল কাশফ ওয়াল কারামত, ছাহিবে ইসমে আ’যম, ছাহিবুল ইলহাম, মিছদাক্বে কুরআন ওয়াল হাদীছ, গরীবে নেওয়াজ, খাজিনাতুর রহমাহ, ফখরুল আউলিয়া, লিসানুল হক্ব সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কা’বা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম উনাকে অবহিত করেন। প্রাণাধিক মুজাদ্দিদে আ’যম পুত্র আলাইহিস সালাম উনার মুবারক শারীরিক কষ্ট বুযুর্গ পিতা উনার মুবারক অন্তরকে দারুণভাবে স্পর্শ করে। তিনি দুঃখ অনুভব করেন।

বাতিল ফিরক্বা গোষ্ঠীরা আদৌ জানেনা যে, মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তায়ালা নৈকট্যধন্য মাহবূব ওলীআল্লাহ, মুজাদ্দিদ উনাদের সুন্নত আদায়ের লক্ষ্যে উনাদেরকে অসুখ-বিসুখ, বিপদাপদ ও সমস্যা-সংকটে নিপতিত করে শীর্ষ মাক্বামে অধিষ্ঠিত করেন এবং অবিচ্ছেদ্য নৈকট্য- সংযোগদান করেন। মহান আল্লাহ পাক তিনি বান্দার জন্য যে তাকদীর নির্ধারণ করেছেন, তার সঙ্গে মিল হলে দুআ’ সঙ্গে সঙ্গেই কবুল হয়ে যায়। আর মিল না হলে দুআ’ কবুলের বিষয়টি স্থগিত রেখে মহান আল্লাহ পাক পরবর্তীতে তার সুফলদান করেন। অবশ্যই তাকদীরে নির্ধারিত যে বিষয়, তাও মাহবূব ওলীআল্লাহ, মুজাদ্দিদ উনাদের নেক দুআ’র উছীলায় মহান আল্লাহ পাক তিনি সংশ্লিষ্ট বান্দার অনুকূলে বদল করে দিয়ে থাকেন। এটি মহান আল্লাহ পাক উনার সদয় ইখতিয়ার, সদয় মর্জি। সুবহানাল্লাহ!

বাতিল গোষ্ঠীরা একথাও জানেনা যে, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন: “মানুষকে পরীক্ষার কঠিনতম স্তর আসে হযরত নবী-রসূল আলাইহিমুস সালাম উনাদের জন্য, তার-পরের স্তর আসে ওলীআল্লাহ উনাদের জন্য, তার-পরের স্তর আসে অন্যান্য মানুষের জন্য তাদের অবস্থা অনুযায়ী।” আর সূক্ষ্মদর্শী ওলীআল্লাহ উনাদের এ ক্বওল শরীফতো মাশহূর হয়ে রয়েছে: “যে ব্যক্তি কামিয়াবীর পথে পা বাড়াতে চায়, তাকে প্রথমেই বুঝে নিতে হবে যে, সে কঠিন বিপদের ঝুঁকি মাথায় নিচ্ছে।” এমন বিপদসংকুল অবস্থা অতিক্রম করে যে মহান ওলীআল্লাহ উনারা ক্রমান্বয়ে মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তায়ালা এবং উনার প্রিয়তম রসূল, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের সঙ্গে নিগূঢ় তায়াল্লুক-নিসবত স্থাপনের মাধ্যমে হাক্বীক্বী মুহব্বত-মা’রিফাত, হাছিলে সক্ষম, উনারাই শীর্ষ মাক্বামে অধিষ্ঠিত। মহান আল্লাহ পাক উনার উদ্দিষ্ট ব্যবস্থায় কায়িনাত পরিচালনায় এবং যাবতীয় কার্যসম্পাদনে উনাদের মুবারক সম্পৃক্ততা রয়েছে। ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসূল, সাইয়্যিদুনা দাদা হুযূর ক্বিবলা কা’বা হযরতুল আল্লামা সাইয়্যিদ মুহম্মদ মুখলিছুর রহমান আলাইহিস সালাম তিনি ছিলেন এমন স্তরের ওলীআল্লাহ। সুবহানাল্লাহ!

পঞ্চদশ হিজরী শতকের মুজাদ্দিদ, মুজাদ্দিদে মাদারযাদ, সাইয়্যিদে মুজাদ্দিদে আ’যম, সাইয়্যিদুনা মামদূহ হযরত মুর্শিদ ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনার বিরোধী বাতিল গোষ্ঠীরা আরো জানেনা যে, স্ক্ষ্মূদর্শী মাহবূব ওলীআল্লাহ উনারা সাইয়্যিদুল মুরসালীন ইমামুল মুরসালীন, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আখাছছুল খাছ প্রতিনিধি। উনাদের চিন্তা-ভাবনা, কথা ও কাজ মহান আল্লাহ পাক উনার এবং নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের পক্ষ থেকে সম্পাদিত হয়। উনাদের নেক দুআ’ ও আরজু মহান আল্লাহ পাক তিনি কবুল ও মঞ্জুর ফরমান। সুবহানাল্লাহ! ওলীয়ে মাদারযাদ, আওলাদে রসুল, সাইয়্যিদুনা হযরত দাদা হুযূর ক্বিবলা কা’বা আলাইহিস সালাম উনারও যাবতীয় দুআ’, আরজু এবং পবিত্র যবান মুবারক উনার ফুঁক নির্ঘাত কবুলযোগ্য ছিলো। সুবহানাল্লাহ!

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১১৯

ওলীয়ে মাদারজাদ, মুসতাজাবুদ্ দা’ওয়াত, আফযালুল ইবাদ, ছাহিবে কাশফ্ ওয়া কারামত, ফখরুল আওলিয়া, ছূফীয়ে বাতিন, ছাহিবে ইস্মে আ’যম, লিসানুল হক্ব, গরীবে নেওয়াজ, আওলাদে রসূল, আমাদের সম্মানিত দাদা হুযূর ক্বিবলা রহমতুল্লাহি আলাইহি-এর স্মরণে- একজন কুতুবুয্ যামান-এর দিদারে মাওলার দিকে প্রস্থান-১২০

ক্বায়িম মাক্বামে আবূ রসূলিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাখ্দূমুল কায়িনাত, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদের মহাসম্মানিত হযরত দাদা হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার দীদারে মাওলা উনার দিকে প্রস্থান-২৩৫

উম্মু মুর্শিদিনা ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে উম্মু রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মালিকুদ দুনিয়া ওয়াল আখিরাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাইয়্যিদাতুনা আমাদের- মহাসম্মানিত হযরত দাদী হুযূর ক্বিবলা কা’বা আলাইহাস সালাম উনার সীমাহীন ফাদ্বায়িল-ফদ্বীলত, বুযূর্গী-সম্মান, মান-শান, বৈশিষ্ট্য এবং উনার অনুপম মাক্বাম মুবারক সম্পর্কে কিঞ্চিৎ আলোকপাত-৮৫

হযরত মুর্শিদ ক্বিবলা ও মুরীদের সম্পর্ক প্রসঙ্গে (২৫৪) ছবর উনার মাক্বাম এবং তা হাছিলের পন্থা-পদ্ধতি