দৈনিক ডেসটিনি প্রথম পৃষ্ঠায় সিঙ্গেল হেডিং দেয় “কোটি টাকার বাল্য বিয়ে।” ডেসটিনির হেডিং-এর সেন্টিমেন্টটা এ রকম যেন কোটি টাকার ব্যয়ে খুব খারাপ একটা কাজ হয়ে গেল।
শুধু ডেসটিনি নয় সবগুলো মিডিয়ার এমন ছাগল রোগে ধরেছে যে, কোথাও কোন বাল্যবিয়ের গন্ধ পেলে তারা ভোঁ দৌড় দেয়। এবং তা বন্ধ করানোর যাবতীয় উদ্যোগ নেয়।
অথচ কিছুদিন আগে দৈনিক ইত্তেফাকেই রিপোর্ট হয়েছে তথাকথিত অভিজাত এলাকায় টিনএজ ছেলেমেয়েরা লেট নাইট শোর নামে কি রকম বেলেল্লাপনা করছে। অবাধ চরিত্রহীনতায় মগ্ন হচ্ছে।
কই- সেগুলো বন্ধের জন্য তো তারা তাৎক্ষণিক ডিসি এসপিকে ডেকে আনে না?
তাদের দ্বারা সে অনৈতিক কাজগুলো বন্ধ করিয়ে দেয় না? এমনকি কুখ্যাত তারকাদের কম বয়সের একান্ত মিলনের খবর প্রকাশ করলেও তাদের সমালোচনায় কোন লাইন লিখে না?
তাহলে, বাল্যবিয়ের মত হালাল ও সুন্নত জিনিসের প্রতি তাদের এত অ্যালার্জি কেন? তারা কি তবে ইসলাম বিদ্বেষী ইহুদী-নাছারাদের খাছ এজেন্ট হিসেবেই নিজেদের প্রমাণ করতে চায়?
– মুহম্মদ মুসলিম
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি ও ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা-৫০