‘কুমারী মাতা’ হতে দোষ নেই; কিন্তু ‘বাল্যবিয়েই’ সব দোষ?

সংখ্যা: ১৮২তম সংখ্যা | বিভাগ:

দৈনিক ডেসটিনি প্রথম পৃষ্ঠায় সিঙ্গেল হেডিং দেয় “কোটি টাকার বাল্য বিয়ে।” ডেসটিনির হেডিং-এর সেন্টিমেন্টটা এ রকম যেন কোটি টাকার ব্যয়ে খুব খারাপ একটা কাজ হয়ে গেল।

শুধু ডেসটিনি নয় সবগুলো মিডিয়ার এমন ছাগল রোগে ধরেছে যে, কোথাও কোন বাল্যবিয়ের গন্ধ পেলে তারা  ভোঁ দৌড় দেয়। এবং তা বন্ধ করানোর যাবতীয় উদ্যোগ নেয়।

অথচ কিছুদিন আগে দৈনিক ইত্তেফাকেই রিপোর্ট হয়েছে তথাকথিত অভিজাত এলাকায় টিনএজ ছেলেমেয়েরা লেট নাইট শোর নামে কি রকম বেলেল্লাপনা করছে। অবাধ চরিত্রহীনতায় মগ্ন হচ্ছে।

কই- সেগুলো বন্ধের জন্য তো তারা তাৎক্ষণিক ডিসি এসপিকে ডেকে আনে না?

তাদের দ্বারা সে অনৈতিক কাজগুলো বন্ধ করিয়ে দেয় না? এমনকি কুখ্যাত তারকাদের কম বয়সের একান্ত মিলনের খবর প্রকাশ করলেও তাদের সমালোচনায় কোন লাইন লিখে না?

তাহলে, বাল্যবিয়ের মত হালাল ও সুন্নত জিনিসের প্রতি তাদের এত অ্যালার্জি কেন? তারা কি তবে ইসলাম বিদ্বেষী ইহুদী-নাছারাদের খাছ এজেন্ট হিসেবেই নিজেদের প্রমাণ করতে চায়?

– মুহম্মদ মুসলিম

যুগের আবূ জাহিল, মুনাফিক ও দাজ্জালে কায্যাবদের বিরোধিতাই প্রমাণ করে যে, রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী হক্ব।  খারিজীপন্থী ওহাবীদের মিথ্যা অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব-১১         

বৃটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে বৃটিশ ভূমিকা-১১

 রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাক্বীক্বী নায়িব ও ওয়ারিছ। তাঁর বিরোধীতাকারীরা মুনাফিক, কাফির ও শয়তানের অনুসারী -১১     

 “হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে সিনেমা”  নিশ্চুপ উলামায়ে ‘ছূ’রা ॥ সর্বাঙ্গে দায়ী তারা 

অবশেষে তথাকথিত ইসলামী জামাতের আমীর নিজামী ও বায়তুল মোকাররামের তথাকথিত খতীব উবায়দুল হক, এরপর এবার মুফতে আমিনীও রাজারবাগ শরীফের তাজদীদ মানতে বাধ্য হলেন