তোমরা (হজ্জ ও কুরবানী’র) নির্দিষ্ট কয়েকদিন আল্লাহ পাককে স্মরণ করো।
যিলহজ্জের নয় তারিখ আরাফা’র দিন ফজর থেকে আইয়ামে তাশরীক-এর শেষ দিন আছর পর্যন্ত অর্থাৎ ২৩ ওয়াক্ত নামাযে ফরযের পর তাকবীর বলবে- “আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা-ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হাম্দ্।
কাজেই, প্রত্যেক মুসলমান নর-নারীর উচিত আল্লাহ পাক ও তাঁর হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর সন্তুষ্টি হাছিলের লক্ষ্যে তাকবীরে তাশরীক তিনবার বলা।