সংখ্যা: ১৮৬তম সংখ্যা | বিভাগ:

মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তা‘আলা জাল্লা শানুহূ উনার

পবিত্র কালাম শরীফ

হে মানুষেরা! পৃথিবীতে যা হালাল ও পবিত্র তা ভক্ষণ করো। এক্ষেত্রে শয়তানের

পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হাদীছ শরীফ

শরীরের যেই গোশ্ত হারাম খাদ্য দ্বারা গঠিত, তা বেহেশ্তে প্রবেশ করতে পারবে না।

হারাম খাদ্যের দ্বারা গঠিত শরীরের জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট।

যামানার ইমাম হযরত মুজাদ্দিদ আ’যম আলাইহিস সালাম উনার

পবিত্র ক্বওল শরীফ

প্রত্যেক মু’মিন মুসলমানের জন্য হালাল খাদ্য বা বস্তু-সামগ্রী গ্রহণ করা ফরয। কেউ যদি হালালের পরিবর্তে হারামটা গ্রহণ করে তাহলে তার কোন ইবাদত-বন্দিগী কবুল হবে না খালিছ তওবা-ইস্তিগ্ফার না করা পর্যন্ত।

শুরুর কথা

সাইয়্যিদুল আ’ইয়াদ, সাইয়্যিদে ঈদে আ’যম ও ইদৈ আকবর পবিত্র ঈদে মীলাদুন নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উপলক্ষে- খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, ইমামুশ শরীয়ত ওয়াত তরীক্বত, ইমামুল আ’ইম্মাহ, মুহইস সুন্নাহ, কুতুবুল আলম, মুজাদ্দিদে আ’যম, হুজ্জাহুল ইসলাম, ছাহিবু সুলত্বানিন নাছীর, আওলাদে রসূল, সাইয়্যিদুনা, ইমাম রাজারবাগ শরীফ-এর হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম উনার ক্বওল শরীফ যারা বলে, দুই ঈদ ব্যতীত আর কোন ঈদ নেই; তারা কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অস্বীকারকারী ॥ আর কুরআন শরীফ-সুন্নাহ শরীফ অস্বীকারকারীরা কাফির যারা বলে, দুই ঈদ ব্যতীত আর কোন ঈদ নেই; তারা কুরআন শরীফ ও হাদীছ শরীফ অস্বীকারকারী। আর কুরআন শরীফ ও হাদীছ শরীফ অস্বীকারকারীরা কাফির

ক্বওল শরীফ

ক্বওল শরীফ

ক্বওল শরীফ