হে মানুষেরা! পৃথিবীতে যা হালাল ও পবিত্র তা ভক্ষণ করো। এক্ষেত্রে শয়তানের
পদাঙ্ক অনুসরণ করো না। নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য শত্রু।
শরীরের যেই গোশ্ত হারাম খাদ্য দ্বারা গঠিত, তা বেহেশ্তে প্রবেশ করতে পারবে না।
হারাম খাদ্যের দ্বারা গঠিত শরীরের জন্য জাহান্নামের আগুনই যথেষ্ট।
প্রত্যেক মু’মিন মুসলমানের জন্য হালাল খাদ্য বা বস্তু-সামগ্রী গ্রহণ করা ফরয। কেউ যদি হালালের পরিবর্তে হারামটা গ্রহণ করে তাহলে তার কোন ইবাদত-বন্দিগী কবুল হবে না খালিছ তওবা-ইস্তিগ্ফার না করা পর্যন্ত।