হে মু’মিনগণ! তোমাদের উপর রোযা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের
পূর্ববর্তী মু’মিনগণের উপর। এর মাধ্যমে অবশ্যই তোমরা তাক্বওয়া হাছিল করবে।
যে ব্যক্তি ঈমান ও ইখলাছের সহিত মাহে রমাদ্বান শরীফ-এর
রোযা রাখবে তার পূর্বকৃত গুনাহসমূহ ক্ষমা করা হবে।
প্রত্যেক মুসলমান নর-নারীর দায়িত্ব কর্তব্য হলো আল্লাহ পাক ও তাঁর হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আদেশ নির্দেশ মোতাবিক মাহে রমাদ্বান শরীফ-এর রোযা পালন করে হাক্বীক্বী মুত্তাক্বী হওয়ার জন্য কোশেশ করা। এতেই উম্মতের জন্য কামিয়াবী রয়েছে।