ক্বওল শরীফ

সংখ্যা: ১৮০তম সংখ্যা | বিভাগ:

মহান আল্লাহ পাক সুবহানাহূ ওয়া তাআলা জাল্লা শানুহূ উনার পবিত্র কালাম শরীফ

 

হে মু’মিনগণ! তোমাদের উপর রোযা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের

পূর্ববর্তী মু’মিনগণের উপর। এর মাধ্যমে অবশ্যই তোমরা তাক্বওয়া হাছিল করবে।

 

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পবিত্র হাদীছ শরীফ

 

যে ব্যক্তি ঈমান ও ইখলাছের সহিত মাহে রমাদ্বান শরীফ-এর

রোযা রাখবে তার পূর্বকৃত গুনাহসমূহ ক্ষমা করা হবে।

যামানার ইমাম হযরত মুজাদ্দিদ আ’যম আলাইহিস সালাম উনার

পবিত্র ক্বওল শরীফ

প্রত্যেক মুসলমান নর-নারীর দায়িত্ব কর্তব্য হলো আল্লাহ পাক ও তাঁর হাবীব ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর আদেশ নির্দেশ মোতাবিক মাহে রমাদ্বান শরীফ-এর রোযা পালন করে হাক্বীক্বী মুত্তাক্বী হওয়ার জন্য কোশেশ করা। এতেই উম্মতের জন্য কামিয়াবী রয়েছে।

ক্বওল শরীফ

ক্বওল শরীফ

ক্বওল শরীফ

ক্বওল শরীফ