আল্লাহ পাকই এ বিষয়ে সুপরিজ্ঞাত বা জানেন যে, কোথায় স্বীয়
রিসালত প্রেরণ করবেন বা কাকে রিসালত দান করবেন।
“সমস্ত নবী-রসূল আলাইহিমুস্ সালামগণই মা’ছূম বা নিষ্পাপ”
প্রত্যেক নবী-রসূল আলাইহিস্ সালাম ও প্রত্যেক ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু-এর প্রতি মুহব্বত ও হুস্নে যন রাখা ঈমানের শর্ত। সুতরাং, তাঁদের কাউকে কোন বিষয়ে দোষারোপ করা অথবা সমালোচনা করা মুরতাদ, কাফির ও জাহান্নামী হওয়ার কারণ।