চাঁদ দেখার আধুনিক যন্ত্র ব্যবহার করেই ইয়াহুদী বংশবদ সউদী ওহাবী সরকার চাঁদের তারিখ হেরফের করে যাচ্ছে, তাই চাঁদ তালাশ করতে সরকারের আধুনিক যন্ত্র কেনার সিদ্ধান্ত : একটি ধোঁকাবাজী বৈ কিছুই নয়

সংখ্যা: ২৭৪তম সংখ্যা | বিভাগ:

স্বাধীনতা উত্তর ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা) প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে ১৪৪০ হিজরীর পবিত্র রজবুল হারাম মাস পর্যন্ত প্রায় বিশ্বাসযোগ্যতার সাথেই চাঁদ তালাশ করে আসছিল। কিন্তু ১৪৪০ হিজরীর পবিত্র শা’বান শরীফ মাস ও পবিত্র শাওওয়াল শরীফ মাসের চাঁদ তালাশ নিয়ে প্রহসন করতে গিয়ে মাজলিসু রুইয়াতিল হিলালের কাছে হাতে নাতে ধরা পরার পর, প্রতারনার আশ্রয় নেয়ার অংশ হিসেবে চাঁদ তালাশের জন্য আধুনিক থিওডোলাইড টেলিস্কোপ কেনার পাঁয়তারা করছে।

যদিও থিওডোলাইড টেলিস্কোপ অনেক আগে থেকেই বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরে রয়েছে। আর এই আবহাওয়া অধিদপ্তরের প্রতিনিধি ইফাবার চাঁদ দেখা কমিটিতে উপস্থিত থেকে নিবিড়ভাবে সাহায্যও করে থাকে। তারপরও কেন ১৪৪০ হিজরীর পবিত্র শা’বান শরীফ মাস ও পবিত্র শাওওয়াল শরীফ মাসের চাঁদ তালাশে এমন বিভ্রান্তি ঘটলো?

এছাড়াও আমরা যদি সউদী আরবের দিকে তাকাই তাহলে দেখতে পাই, ১৯৪৮ সালের পূর্বে সউদী আরবে চাঁদ তালাশ শরীয়তসম্মত থাকলেও,  ১৯৪৮ সালে পর থেকে ১৪৪০ হিজরীর পবিত্র যিলহজ্জ শরীফ মাস পর্যন্ত কোন মাসই যথাসময়ে শুরু করা হয়নি বরং প্রত্যেকবারই হেরফের করা হয়েছে। এমনকি ১৪৪০ হিজরীর পবিত্র শাওওয়াল শরীফ মাস হেরফের করার বিষয়টি বৃটিশ গণমাধ্যমে প্রকাশ করা হলে ইয়াহুদী বংশবদ সউদী ওহাবী সরকার ১৬০ কোটি রিয়াল কাফফারা ধার্য্য করে। যদিও ইয়াহুদী বংশবদ সউদী ওহাবী সরকারের এই প্রতারণা মাজলিসু রুইয়াতিল হিলাল শুরু থেকেই ধরিয়ে দিয়ে আসছিল, কিন্তু মুসলমানরা তা বুঝতে পারেনি।

যাই হোক, ইয়াহুদী বংশবদ সউদী ওহাবী সরকারও উন্নত প্রযুক্তি ব্যবহার করেই দীর্ঘদিন যাবত চাঁদ দেখার ব্যাপারে শরীয়ত বহির্ভূত আমল করে যাচ্ছে। তাই প্রশ্ন আসে, ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ (ইফাবা)ও কি ইয়াহুদী বংশবদ সউদী ওহাবী সরকারের পদাঙ্ক অনুসরণ করতে যাচ্ছে?

আরো প্রশ্ন আসে, ধর্ম প্রতিমন্ত্রী হিসেবে কওমী ও দেওবন্দীদের অন্ধভক্ত শেখ আব্দুল্লাহ দায়িত্ব পাওয়ার পূর্বে বাংলাদেশে এমন সমস্যা হয়নি কেন?

বাংলাদেশের মুসলমানদের টাকায় থিওডোলাইড টেলিস্কোপ কিনে, মুসলমানদেরই ঈমান-আমল ধ্বংসের এই পাঁয়তারা বাংলাদেশের মুসলমানদেরকে প্রতিরোধে এগিয়ে আসতে হবে।

মহান আল্লাহ পাক তিনি আমাদের সবাইকে সে ঈমানী কুওওয়াত ও ছহীহ সমঝ দান করুন। আমীন।

– মুহম্মদ জুলহাজুদ্দীন

যুগের আবূ জাহিল, মুনাফিক ও দাজ্জালে কাযযাবদের বিরোধিতাই প্রমাণ করে যে, রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি হক্ব। খারিজীপন্থী ওহাবীদের মিথ্যা অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব-১০৩

মুবারক হো- হাদিউল উমাম, বাবুল ইলম, কুতুবুল আলম, জামিউল আলক্বাব, আওলাদে রসূল, সাইয়্যিদুনা হযরত শাহদামাদ ছানী হুযূর ক্বিবলা আলাইহিস সালাম উনার মুবারক বিলাদত শরীফ

হিন্দুরা অন্তর থেকে মুসলমানদেরকে ঘৃণা করে ও অস্পৃশ্য মনে করে। আবুল মনসুর আহমদ, বঙ্গবন্ধুর আত্মকথা, মীর মোশাররফসহ অনেক সাহিত্যিকের লেখনীতেই এর প্রমাণ রয়েছে। বিশেষত রবীন্দ্র বঙ্কিম শরৎসহ হিন্দু সাহিত্যিকদের রচনায় এর প্রমাণ বিস্তর। কিন্তু বর্তমানে তথাকথিত বুদ্ধিজীবীরা ও হিন্দু তোষণকারী প্রশাসন পারলে হিন্দুদের মাথায় তুলে রাখে। হিন্দুরা যে মুসলমানদের শত্রু জ্ঞান করে- সে কথা অস্বীকার করে। পবিত্র কুরআন শরীফ উনার মধ্যে মুশরিক-হিন্দুদের বড় শত্রু বলা হয়েছে। অতএব, ওদের থেকে সাবধান।

ভারতকে কানেকটিভিটির নামে ট্রানজিট দেয়ার বৈধতা বর্তমান সরকারের নেই। ভারতকে কোনোমতেই ট্রানজিট দেয়া যাবে না। দিলে ৯৭ ভাগ ঈমানদার জনগোষ্ঠী বরদাশত করবে না।

আন্তর্জাতিক পানি ব্যবহারের বিধিবিধান লঙ্ঘন করে ভারত নির্মাণ করছে টিপাইমুখ বাঁধ। বাংলাদেশ সরকার ও জনগণের জোর প্রতিবাদ দরকার।