আজ এই ভয়াবহ ফিতনার যুগে তথাকথিত মহিলারা বেহায়া-বেলাল্লাপনার নগ্ন জীবন থেকে সাইয়্যিদাতুন নিসা, নূরে জাহান, উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম উনার মুবারক নছীহত, দলিল সমৃদ্ধ আলোচনা শ্রবণ করে ফিরে আসছে মুবারক দ্বীন ইসলাম উনার ছায়াতলে। যে সব নারী নিজেদের মুবারক দ্বীন, নিজেদের অস্তিত্ব ভুলে হোঁচট খেয়ে মুখ থুবড়ে পড়েছিল সেই পথহারা নারী সমাজকে সত্যপথের দিকে মুবারক আহবান করে যাচ্ছেন আমাদের প্রাণের আক্বা সাইয়্যিদাতুন নিসা, নূরে জাহান, উম্মুল উমাম হযরত আম্মা হুযূর ক্বিবলা আলাইহাস সালাম। সুবহানাল্লাহ!
জাগো জাগো
নারী জাগো
জাগো জাগো
নারী জাগো।
ঘুম ভাঙ্গাও
দুঃখ ঘুচাও
কান্না থামাও
কষ্ট নিভাও।
জাগো জাগো
নারী জাগো
জাগো জাগো
নারী জাগো।
আলো ছড়াও
কালো ঘুচাও
হাসি ফুটাও
মন জাগাও।
জাগো জাগো
নারী জাগো
জাগো জাগো
নারী জাগো।
ঘরে ফিরো
পর্দায় থাকো
ইলম শিখো
আমল করো।
জাগো জাগো
নারী জাগো
জাগো জাগো
নারী জাগো।
পাপ ছাড়ো
ক্ষমা চাহো
তওবা করো
ঘরে ফিরো।
জাগো জাগো
নারী জাগো।
আমাদের আহবান প্রগতিশীল নারীবাদীদের প্রতি, যারা সমঅধিকারের দাবিতে সোচ্চার হয়ে পথে নেমেছে এক কাতারে — নারী পুরুষের বর্ণাঢ্য মিলনে। আমরা আহবান জানাই তাদেরকে-তোমরা জেগে জেগে আর ঘুমিওনা, সত্যকে গ্রহণ করো, মিথ্যাকে মিটিয়ে দাও।
তোমরা ফিরে এসো
তোমাদের মায়ের কাছে।
যে মা তোমাদের দ্বীনি ইলম শিক্ষা দিয়েছিলেন
আদর্শ নারী হবে বলে।
তোমরা ফিরে এসো
তোমাদের পিতার গৃহে
যে পিতা তোমাদের পর্দায় রেখেছিলেন
যাতে দাইয়্যূছ হতে না হয়।
তোমরা ফিরে এসো
তোমাদের স্বামীর ঘরে
যে স্বামী চেয়েছিলেন
তার স্ত্রী হবেন
নেককার পরহেযগার নারী।
অথচ তোমরা ভুলে গিয়েছো
তোমাদের অতীত
পিতা-মাতা, পূর্ব-পুরুষদের অস্তিত্ব
যারা হক্বের উপর ছিলেন।
তোমরা না দাবি করো
তোমরা মুসলমান
তবে আজ কেন
দ্বীনহীন কাঙ্গালের মতো
ভিখারি সেজেছো।
তোমরা না দাবি করো
তোমরা মুসলমান
তবে আজ কেন
বিলিয়ে দিয়েছো
নিজেদের মান সম্ভ্রম।
জাগো জাগো জাগো
ভেঙ্গে ফেলো শিকল
বেদ্বীন-বদদ্বীনের।
মুক্ত হও
কালোর বিভীষিকা থেকে।
ঘুমিয়োনা আর
রাত শেষ হয় হয়
জেগে দেখো
সূর্য উঠেছে আকাশে
চন্দ্র মৃদু মৃদু হাসে।
পাখি হাসে
ফুল হাসে
আকাশের প্রশস্ততায় ছেয়ে যায় মন;
যমীনের বুকে ফুরফুরে মেজাজে
বহে সমীরণ।
জাগো জাগো
নারী জাগো।
-আহমদ আজিমা ফারহা
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি ও ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা-৫০