সম্প্রতি বিনিয়োগের সম্ভাবনাময় অবকাঠামো আর নির্মাণ খাতে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশে নিযুক্ত মিসরের রাষ্ট্রদূত। মিশরের রাষ্ট্রদূত জানিয়েছে, দেশি বিনিয়োগ আকর্ষণ ও মানুষের জীবনমান উন্নয়নের জন্য মানসম্মত অবকাঠমো খাতের কোনো বিকল্প নেই। বাংলাদেশের অবকাঠামো খাতের সার্বিক উন্নয়নে মিসরের উদ্যোক্তাদের বেশ আগ্রহ রয়েছে। বাংলাদেশের নির্মাণ খাতকে বিনিয়োগের জন্য অত্যন্ত সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করে মিশরের রাষ্ট্রদূত বলেছে, মিসর ও বাংলাদেশের সরকারি-বেসরকারি খাতে যৌথ বিনিয়োগে এগিয়ে আসার যথেষ্ট সুযোগ রয়েছে। এর আগে মুসলিম দেশ তুরস্কও বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়াতে আগ্রহ প্রকাশ করেছে। এছাড়া, মালেশিয়া, ব্রুনাইসহ বিভিন্ন মুসলিম দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী হচ্ছে সাম্প্রতিক সময়ে। এর আগে গত বছরের জানুয়ারী মাসে সংযুক্ত আরব আমিরাত সফরকালে প্রধানমন্ত্রী মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়ন এবং বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে কাজ করার জন্য মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের নির্দেশ দিয়েছিলো।
উল্লেখ্য, বাংলাদেশের অর্থকরী প্রতিটি খাতেই নিত্যনতুন সম্ভাবনার সৃষ্টি হচ্ছে। বাড়ছে রফতানি সম্ভাবনাসহ কর্মসংস্থানের সুযোগ। আর এটি বিবেচনা করেই বিদেশি বিনিয়োগকারীরা তথা মুসলিম দেশগুলো বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করছে। এক্ষেত্রে বাংলাদেশের সরকারের যতটা আগ্রহ ও গুরুত্ব দেয়া দরকার ছিলো ততটা পরিলক্ষিত হচ্ছে না। বাংলাদেশে মুসলিম দেশগুলোর বিনিয়োগ নিয়ে আসতে প্রয়োজনীয় অবকাঠামোগত সমস্যাগুলো সমাধান করছে না। রয়েছে অর্থনৈতিক কুটনীতির অভাব। এতে করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের পরিমাণ বাংলাদেশের বিশাল অর্থনীতির আকারের বিবেচনায় অনেক কম। ২০২০ সালের প্রথম প্রান্তিকে দেশে বিদেশি বিনিয়োগ এসেছে ৫৮ কোটি ২১ লাখ ডলার। যা গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় যা প্রায় ৪৮% কম। বাংলাদেশের সরকারসংশ্লিষ্টরা বিভিন্ন সময়ে তাদের বক্তৃতা-বিবৃতিতে শুধু বিদেশি বিনিয়োগেরই আহবান জানায়। কিন্তু বিদেশি বিনিয়োগকারীদের আস্থা অর্জন করতে তারা প্রচেষ্টা চালায় না।
এক্ষেত্রে বিনিয়োগের সার্বিকভাবে ব্যাপক অস্বস্তি, অস্বচ্ছতা ও বিভ্রান্তি রয়েছে বাংলাদেশে। সক্ষমতার উন্নয়ন হচ্ছে ধীরগতিতে, যা কাঙ্খিত পরিমাণে বিনিয়োগ আকর্ষণ করতে পারছে না। বাংলাদেশে বন্দরের সমস্যা আছে। দেশের বন্দরব্যবস্থা এখনো অটোমেশন করা হয়নি। পাশাপাশি দেশের কাস্টমস অ্যাক্ট এবং ফরেন এক্সচেঞ্জ রেগুলেটরি অ্যাক্ট পুরনো। যার পরিবর্তন না আনা গেলে বিদেশি বিনিয়োগ বিশেষ করে মুসলিম দেশগুলোর বিনিয়োগ বাড়ানো চ্যালেঞ্জিং হয়ে পড়বে। একই সঙ্গে বাংলাদেশে বিদেশীয় বিনিয়োগকারীরা অবকাঠামোগত সঙ্কটে ভোগে এবং ভ্যাট-ট্যাক্সগত নানা হয়রানিতেও ভোগে। এতে করে করে অন্যান্য দেশগুলোর কাছে দেশের বিনিয়োগব্যবস্থা নিয়ে খারাপ বার্তা যাচ্ছে।
এখানেই শেষ নয়, মুসলিম দেশগুলোর সাথে যাতে রাষ্ট্রীয়ভাবে বিনিয়োগের দরজা খুলে না যায় এজন্য পাশ্ববর্তী দেশ ভারতের ষড়যন্ত্রে এবং ক্ষমতাসীন সরকারের ভেতর ঘাপটি মেরে থাকা একশ্রেণী দালাল মুসলিম দেশগুলোর বিনিয়োগ গ্রহণে সরকারকে বিভিন্নভাবে বাধার সৃষ্টি করছে। যার একটি উদাহরণ হলো: সাম্প্রতিক সময়ে তুরস্ক বাংলাদেশে তাদের বিনিয়োগে বাড়াতে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে চেয়েছিলো। কিন্তু চট্টগ্রাম বন্দর সংশ্লিষ্টরা তুরস্ককে সেই অনুমতি দেয়নি। অথচ ভারতকে একতরফা চট্টগ্রাম বন্দর ব্যবহারের সুযোগ দেয়া হয়েছে।
প্রসঙ্গত, বিশ্বব্যাপী মুসলিম দেশগুলো নিয়ে ষড়যন্ত্রতত্ত্ব পরিচালিত হচ্ছে এটা ওপেন সিক্রেট। বাংলাদেশও তার বাইরে নয়। কিন্তু এরপরও বাংলাদেশ সরকারকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তর মুসলিম রাষ্ট্র। এক্ষেত্রে বাংলাদেশ সরকার যদি মুসলিম ভ্রাতৃত্ববোধে আবদ্ধ হয়ে সেসব বিনিয়োগ গ্রহণ করে তাহলে দেশের অর্থনীতি শক্তিশালী হওয়ার পাশাপাশি মুসলিম দেশগুলোর সাথে কুটনৈতিক সম্পর্কও শক্তিশালী হবে। আর বর্তমান বিশ্বরাজনীতির প্রেক্ষাপটে এটি বাংলাদেশকে আরো শক্তিশালী করে তুলবে।
বিশেষভাবে সরকারকে বুঝতে হবে, বর্তমান বিশ্ব প্রেক্ষাপটে মুসলিম ভ্রাতৃত্ববোধই মুসলিম দেশগুলোকে, তাদের অর্থনীতিতে অটুট ও শক্তিশালী রাখতে পারবে। মুসলিম দেশগুলোর সাথে বাংলাদেশের ছোটখাট সমস্যা কিংবা মুসলিম বৃহৎ সংগঠনগুলোর কার্যক্রম দুর্বল হলেও বিভিন্ন সঙ্কটে ভারত কিংবা মিয়ানমার বা চীন বাংলাদেশের পাশে দাড়ায়নি। মুসলিম দেশগুলোই দাড়িয়েছে। অভিন্ন ভ্রাতৃত্ববোধ ও অর্থনীতিসহ বিভিন্ন কারণে স্বাধীনতার পর বঙ্গবন্ধু ইসলামি দেশগুলোর সংগঠন ওআইসির সম্মলনে, এমনকি পাকিস্তান যেতেও কুণ্ঠাবোধ করেনি। ওআইসির সদস্যপদ নেয়ার পর থেকে সেই পথচলা এখনও অক্ষুন্ন রয়েছে। বিভিন্ন বিষয়ে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে ওআইসি, যার সর্বশেষ ও কার্যকর নজির রোহিঙ্গা ইস্যু। রোহিঙ্গা সমস্যা সমাধানে ঘনিষ্ঠ বন্ধু ও প্রতিবেশী ভারত-চীনের সহায়তা না পেলেও ওআইসি বাংলাদেশের পাশে রয়েছে, এমনকি আন্তর্জাতিক আদালতে এ সংক্রান্ত মামলা পরিচালনা করছে গাম্বিয়ার মাধ্যমে। ফলে মুসলিম দেশগুলোর সঙ্গে সম্পর্কোন্নয়ন করে তাদের বিনিয়োগ বাংলাদেশে আনার কোনো বিকল্প নেই।
ইসলামী ভ্রাতৃত্ববোধের পাশাপাশি বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আনলে বাংলাদেশের অর্থনৈতিক নিরাপত্তাও তৈরী হবে। কারণ একতরফা আভ্যন্তরিণ বিনিয়োগের ফলে কোনো জরুরী মুহুর্তে কিংবা সঙ্কটের সময় দেশীয় বিনিয়োগের ঘাটতি দেখা দেয়। এক্ষেত্রে যদি বিদেশি বিনিয়োগ বাংলাদেশে আনা যায় তাহলে আভ্যন্তরীণ বিনিয়োগ সঙ্কটপূর্ণ সময়ে কাজে লাগানো সম্ভব হবে এবং অর্থনীতিকে ক্ষতির হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। এক্ষেত্রে উদাহরণ মালেশিয়া। মালয়েশিয়ার অর্থনীতি শুরুর দিকে অনেকটাই রূগ্ন পর্যায়ে ছিলো। কিন্তু পরবর্তীতে মালয়েশিয়া বিদেশি বিনিয়োগের প্রতি দৃষ্টি দেয়। যা এখনো অব্যাহত রয়েছে। এতে করে বিশ্বের বুকে মালয়েশিয়া এখন একটি উন্নত অর্থনীতির দেশ হিসেবে সুপরিচিত।
সঙ্গতকারণেই, বাংলাদেশ সরকারের উচিত হবে মিসর, তুরস্ক, ব্রুনাইসহ মুসলিম দেশগুলোর বিনিয়োগ বাংলাদেশে আনার জন্য সকল প্রকার অবকাঠামোগত সমস্যার সমাধান করা, কুটনৈতিক সম্পর্ক জোরদার করা। আভ্যন্তরিন বিনিয়োগের ভীতও শক্তিশালী করা। পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান এবং বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে বিরোধী দেশগুলোর বিনিয়োগ গ্রহণ না কওে মুসলিম দেশগুলোর বিনিয়োগকারীদের যথাযথ সুযোগ সুবিধা এবং স্বতঃস্ফূর্ত পৃষ্ঠপোষকতা প্রদান করা। দেশকে পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমানদের জন্য ভ্রাতৃত্বমূলক ও নিরাপদ আবহ দেয়া।
-আল্লামা মুহম্মদ তা’রীফুর রহমান, ঢাকা।
ব্রিটিশ গুপ্তচরের স্বীকারোক্তি ও ওহাবী মতবাদের নেপথ্যে ব্রিটিশ ভূমিকা-৫০