যামানার মহান ইমাম সাইয়্যিদুনা আস সাফফাহ আলাইহিস সালাম উনার বিরোধীতাকারীদের একের পর এক ধ্বংস দেখে রেজাখানীদের খালিছ তওবা করে নেয়াটা জরুরী

সংখ্যা: ২১৯তম সংখ্যা | বিভাগ:

প্রিয় পাঠক! আপনারা হয়তো ইতমধ্যে জেনেছেন, ভন্ড নবী দাবীদার মির্জা গোলাম আহম্মক কাদীয়ানীর সাথে চট্টগ্রামের রেজাখানী বা রেজভী ফেরকা বলে পরিচিত তথাকথিত সুন্নীদের কি গভীর সম্পর্ক। এবার জানুন, কেনই বা এরা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে সুন্নীয়া শব্দের আগে আহমদিয়া শব্দটি জুড়ে দেয়। ব্যাপার আসলে অন্য কিছুই নয়, কাদিয়ানীর আসল নাম হলো আহমদ। আর যেহেতু বিভিন্ন ক্ষেত্রে রেজাখানীরা সেই কাদীয়ানীকে অনুসরন অনুকরন করে থাকে তাই তারা অতি মুহব্বতে তাকে স্মরন বরন করে রাখার জন্য সুন্নীয়া শব্দের আগে আহমদিয়া শব্দটি লিখে থাকে। যেমন, তাদের কুফরী শেরকীর মুখপত্র প্রকাশিত হয় যে ট্রাস্টের মাধ্যমে সেখানেও আছে আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট। তাদের মাদ্রাসার নামেও দেখা যায়, আহমদিয়া সুন্নিয়া মাদ্রাসা, আছে আহমদিয়া অদুদিয়াসহ আরো অনেক কিছু। আর এটা সবাই জানেন যে, কাদিয়ানীরা নিজেদেরকে দাবী করে থাকে, আহমদিয়া মুসলিম জামাত বলে..নাউযুবিল্লাহ মিন জালিক!

আসলে আহমদীয়া লাগালেই যেমন নিশ্চিত করে বলা যায় না যে, মুবারক অর্থে শব্দটি ব্যবহার করা হয়েছে তদ্রুপ আহমদীয়া শব্দ যে কাদীয়ানীর মুহব্বতেও লাগানো হয়নি সেটাও প্রমান করতে হলে আমল আকিদার পৃথকতা প্রদর্শন করাটা জরুরী ছিলো যা গুমরাহ রেজাখানীরা করতে স্বাভাবিকভাবেই ব্যার্থ। এই গুমরাহ মৌলূভী জালাল গং রাজারবাগ শরীফ উনার মুহতারাম মুর্শিদ কিবলা সাইয়্যিদুনা আস সাফফাহ আলাইহিস সালাম উনার শানে মিথ্যা বিষোদগার করতে গিয়ে লিখেছে- ‘কারন … নামের সাথে যে সব উপাধী সংযোগ করেছে তন্মধ্যে একটি হচ্ছে “মুহাম্মদী”। এ মুহাম্মদী মানে নজদের মুহম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদীরই অনুসারী অর্থাৎ কট্টর ওহাবী।’ নাউযুবিল্লাহ মিন জালিক! এখন সঙ্গতকারনেই শুধুমাত্র নামের সাথেই মুহাম্মদী থাকার কারনে কাউকে যদি পাক্কা ওহাবী বলে অপবাদ দেয়া হয় তবে নামের সাথে, কাজের সাথে আমল আকিদার সাথে যে গুমরাহ রেজাখানী ফিরকার জনবল এবং প্রতিষ্ঠান সমূহের মধ্যে কাট্টা কাফির মুরতাদ গোলাম আহম্মক কাদীয়ানীর সম্প্রদায়ের তাশাব্বুহ দেখা যাচ্ছে সেই কারনে গুমরাহ রেজাখানী ফিরকার লোকদেরকে কাদীয়ানীর যোগ্য ভাবশিষ্য প্রেতাতœা বলে অভিহিত করা হলে সেটাই বা কেন অমূলক হবে?

অথচ ইতিহাস সাক্ষি যে, পাক ভারতীয় উপমহাদেশে দ্বীন ইসলামকে পূর্নজাগরনকারী, কাফির মুশরিক বিদয়াতীদের আতঙ্ক, মুসলিম উম্মাহর রাহবার, আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত শহীদ আহমদ বেরলভী আলাইহিস সালাম উনার প্রতি খোদ ইলাহী পাক ও নুরে মুজাসসাম, হাবিবুল্লাহ হুযুর পাক ছল্লল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের প্রদত্ত জাহিরী বাতিনী ইসলাহীর কামালতে পূর্ন একটি তরীকা হলো- “তরীকায়ে মুহাম্মদীয়া”। এই কারনে রাজারবাগ শরীফ উনার মুহতারাম মুর্শিদ কিবলা সাইয়্যিদুনা আস সাফফাহ আলাইহিস সালাম তিনি উক্ত আজিমুশ্বান তরীকা/ সিলসিলার সুযোগ্য মনোনীত কায়মাকাম উত্তরাধীকারী বলেই উনার নাম মুবারক-এর পরে কাদেরীয়া চিশতীয়া নক্সবন্দীয়ায়ে-মুজাদ্দিদীয়া ইত্যাদী তরীকার ন্যায় মুহাম্মদীয়া বা মুহম্মদী তরীকা উনার মুবারক নামটিও সংযোগ করা হয়। সুবহানাল্লাহ! অথচ এই সহজ সত্য বিষয়টিকে গুমরাহ রেজাখানী ফিরকার মৌলূভী জালাল গং জেনে শুনেই বিকৃতভাবে উপস্থাপনের অপচেষ্টা করেছে। এরা উম্মাহ নামের কলঙ্ক, চরম শ্রেনীর বেয়াদবও বটে। তারা তাদের নাপাক মুখপত্রে গুমরাহ মৃত আহম্মক রেজা খাঁর নামে আলা হযরত বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলে কিন্তু চরম বেয়াদবী প্রদর্শন করে তাদের নাপাক মুখপত্রের শাবান ১৪৩৩ হিজরী সংখ্যায়  প্রশ্নোত্তরে এভাবে লিখেছে-

.”আল্লাহ তায়ালা তাঁর সমস্ত ভান্ডারের চাবি সমূহ হুজুরকে দান করেছেন”..’আল্লাহ তায়ালা হুজুরকে সর্বশ্রেষ্ঠ মাহবুবের মর্যাদা দান করেছেন”…নাউজুবিল্লাহ মিন জালিক! এখানে যে মৃত আহম্মক রেজা খার গুমরাহ অনুসারী মৌলূভী জালাল গং সুস্পষ্টভাবে বেয়াদবী আর কুফরী করে বসেছে তাতে শরয়ী দলীলের আলোকে বিন্দুমাত্র সন্দেহ নেই। অতএব যে গুমরাহ রেজাখানী সম্প্রদায় শানে রেসালত শরীফ উনাতেই আদব রক্ষা করতে পারে না তাদের পক্ষে কি করে সম্ভব জামানার সু-মহান ইমাম, রাজারবাগ শরীফ উনার মুহতারাম মুর্শিদ কিবলা সাইয়্যিদুনা আস সাফফাহ আলাইহিস সালাম উনার শান মুবারক উপলব্ধি করা, চিরস্থায়ী লানত থেকে নিজেদেরকে রক্ষা করা-কষ্মিনকালেও সম্ভব নয়।

 

-মূফতী আবু বকর মুহম্মদ জাহিদুল ইসলাম।

যুগের আবূ জাহিল, মুনাফিক ও দাজ্জালে কায্যাবদের বিরোধিতাই প্রমাণ করে যে, রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী হক্ব।  খারিজীপন্থী ওহাবীদের মিথ্যা অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব-১১         

বৃটিশ গুপ্তচরের স্বীকারোক্তি এবং ওহাবী মতবাদের নেপথ্যে বৃটিশ ভূমিকা-১১

 রাজারবাগ শরীফের হযরত মুর্শিদ ক্বিবলা মুদ্দা জিল্লুহুল আলী আল্লাহ পাক-এর হাবীব হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-এর হাক্বীক্বী নায়িব ও ওয়ারিছ। তাঁর বিরোধীতাকারীরা মুনাফিক, কাফির ও শয়তানের অনুসারী -১১     

 “হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে নিয়ে সিনেমা”  নিশ্চুপ উলামায়ে ‘ছূ’রা ॥ সর্বাঙ্গে দায়ী তারা 

অবশেষে তথাকথিত ইসলামী জামাতের আমীর নিজামী ও বায়তুল মোকাররামের তথাকথিত খতীব উবায়দুল হক, এরপর এবার মুফতে আমিনীও রাজারবাগ শরীফের তাজদীদ মানতে বাধ্য হলেন