শিক্ষামুলক জিজ্ঞাসা ও জাওয়াব

সংখ্যা: ২৯৩তম সংখ্যা | বিভাগ:

বর্তমান সংখ্যার সুওয়াল

১। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি নূর মুবারক উনার সৃষ্টি। এ বিষয়ে পবিত্র আয়াত শরীফ থেকে একখানা দলীল উল্লেখ করুন।

২। মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের স্তর মুবারক কতটি। এবং প্রথম স্তর মুবারকে কে কে রয়েছেন?

৩। হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা কত জন? “উনারা কারো মত নন” এ কথাটি কোথায় আছে?

পূর্বের সংখ্যার জাওয়াব (২৯১তম সংখ্যা)

১। জিজ্ঞাসা: মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ কোন মাসের কত তারিখে কোন দিনে এবং কোথায় যমীনে নাযিল হওয়া শুরু হয়েছে?

জাওয়াব: মহাসম্মানিত রবীউল আউওয়াল শরীফ মাসের ১২ই শরীফ তারিখ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) দিন, মহাপবিত্র হেরা পর্বতে।

২। জিজ্ঞাসা: পবিত্র ছলাত বা নামায কোন মাসের কত তারিখ, কোন দিন এবং কোথায় ফরয করা হয়েছে?

জাওয়াব: পবিত্র রজবুল হারাম শরীফ মাসের ২৭ তারিখ ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ (সোমবার) রাতে। পবিত্র আরশে আযীমে।

৩। জিজ্ঞাসা: পবিত্র ছওম বা রোযা কোন সনে এবং কোন মাসে ফরয করা হয়েছে?

জাওয়াব: দ্বিতীয় হিজরী সনে, সম্মানিত শা’বান শরীফ মাসে।

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা

শিক্ষামূলক জিজ্ঞাসা