২২৮তম সংখ্যার জিজ্ঞাসা, জিজ্ঞাসার সঠিক জাওয়াব ও জাওয়াবদাতাদের নামসমূহ-
১। জিজ্ঞাসা : খুলাফায়ে রাশিদা উনাদের অন্তর্ভুক্ত কোন দু’জন ছাহাবী সম্মানিত যিলহজ্জ মাসে বিছাল শরীফ গ্রহণ করেন?
জাওয়াব : ১৮ই যিলহজ্জ শরীফ হযরত উছমান যুন নূরাইন আলাইহিস সালাম তিনি শাহাদাত মুবারক অর্থাৎ বিছাল শরীফ গ্রহণ করেন এবং ২৭শে যিলহজ্জ শরীফ হযরত উমর ফারূক্ব আলাইহিস সালাম তিনি শাহাদাত মুবারক অর্থাৎ বিছাল শরীফ গ্রহণ করেন।
২। জিজ্ঞাসা: ছবি তোলা হারাম ও কবীরা গুনাহ নয় কি?
জাওয়াব: অবশ্যই হারাম ও কবীরা গুনাহ।
৩। জিজ্ঞাসা: সর্বপ্রকার হারাম ও কবীরা গুনাহ থেকে বেঁচে থাকা হজ্জে মাবরূর তথা কবুল হজ্জের জন্য অপরিহার্য কিনা?
জাওয়াব: হ্যা, অবশ্যই অপরিহার্য।
বর্তমান সংখ্যার প্রতিযোগিতার জন্য জিজ্ঞাসাসমূহ
১। সূরা তহা শরীফ-উনার ১২১নং উক্ত পবিত্র আয়াত শরীফ উনার আক্বীদাভিত্তিক ছহীহ অর্থ কি?
২। হযরত ইবরাহীম খলীলুল্লাহ আলাইহিস সালাম উনার পিতা কে ছিলেন?
৩। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পূর্ব পুরুষ এবং পূর্ব মহিলা উনারা সকলেই ঈমানদার ছিলেন। এ কথার দলীল পবিত্র কুরআন শরীফ উনার কোন আয়াত শরীফ?