১। জিজ্ঞাসা: ফরয কুরবানী কোনটি?
জাওয়াব: মহাসম্মানিত হাবীব ও মাহবূব নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পক্ষ থেকে যে কুরবানী মুবারক দেয়া হয়।
২। জিজ্ঞাসা: ওয়াজিব কুরবানী কোনটি?
জাওয়াব: মালিকে নিছাব ব্যক্তির পক্ষ থেকে যে কুরবানী মুবারক করা হয়।
৩। জিজ্ঞাসা: হিজরী কত সনে সম্মানিত হজ্জ ফরয করা হয়েছে।
জাওয়াব: নবম সনে।