সুওয়াল: সারা বছর ধরে পবিত্র যাকাত দেয়া যায় কিনা?

সংখ্যা: ২৪২তম সংখ্যা | বিভাগ:

মুহম্মদ সিরাজুদ্দীন, সুনামগঞ্জ

 সুওয়াল: সারা বছর ধরে পবিত্র যাকাত দেয়া যায় কিনা?


alihsan

জাওয়াব: হ্যাঁ, সারাবছর ধরে যাকাত দেয়া যায়। তবে যাকাতদাতার সুবিধার জন্য হিজরী সনে কোন এক মাসের ১টা তারিখ নির্দিষ্ট করে নিবে। স্মরণ রাখতে হবে আরবী বা হিজরী সনের যে কোনো মাসের যে কোনো দিনে পবিত্র যাকাত আদায় করা যায়। তবে হিসাবের সুবিধার জন্য যাকাতদাতার পক্ষ থেকে আরবী মাসের যে কোনো একটি তারিখ নির্দিষ্ট করে নিতে হবে। যেমন, পহেলা রবীউল আউয়াল শরীফ অথবা পহেলা রমাদ্বান শরীফ ইত্যাদি।

উল্লেখ্য, হিজরী সন ব্যতীত অন্য কোনো সন হিসেবে বছর গণনা করে পবিত্র যাকাত আদায় করলে যাকাত আদায় শুদ্ধ হবে না। যেমন ঈসায়ী সন বা ইংরেজি বছর অথবা ফসলী সন বা কথিত বাংলা সন ইত্যাদি।

 সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল-জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ

সুওয়াল – জাওয়াব বিভাগ