জিজ্ঞাসা: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি হাযির-নাযির। এ বিষয়ে কোন পবিত্র আয়াত শরীফখানা অকাট্য দলীল?
জাওয়াব: পবিত্র সূরা ফাত্হ্ শরীফ উনার ৮নং পবিত্র আয়াত শরীফ।
২। জিজ্ঞাসা: নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার হায়াতী যিন্দেগী মুবারকে শুরু থেকে শেষ পর্যন্ত মহাসম্মানিত ও মহাপবিত্র খিদমত মুবারক উনার আঞ্জাম মুবারক কে দিয়েছিলেন?
জাওয়াব: উম্মী বা’দা উম্মী হযরত উম্মু আয়মান আলাইহাস সালাম।
৩। জিজ্ঞাসা: সার্বিক ও সমষ্টিগতভাবে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পরিপূর্ণ ও হাক্বীক্বী ক্বায়িম-মাক্বাম কে?
জাওয়াব: সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম।
বর্তমান সংখ্যার জিজ্ঞাসা (২৯২)
ফরয কুরবানী কোনটি?
২। ওয়াজি কুরবানী কোনটি?
৩। হিজরী কত সনে সম্মানিত হজ্জ ফরয করা হয়েছে।