‘জাতির জনক’ বলা হবে কিন্তু তার নিষিদ্ধ করা মদ ও জুয়া নিষিদ্ধ হবে না- ৭২ এর সংবিধান পুনঃপ্রবর্তনের কথা বলা হবে কিন্তু- ৭২ এর সংবিধানে উল্লিখিত ‘মদ ও জুয়া নিষিদ্ধ’ পুনঃপ্রবর্তনের কথা বলা হবে না এসব স্ববিরোধী ও দ্বিমুখী প্রবণতা চলতে পারে না। ৯৭ ভাগ মুসলমানের দেশে কোন মতেই মদ চলতে পারে না।

সংখ্যা: ২০৪তম সংখ্যা | বিভাগ:

পাওয়ার টিলারের যন্ত্রাংশ আমদানির ঘোষণা দিয়ে দুবাই থেকে নিয়ে আসা হয়েছে কনটেইনার ভর্তি বিপুল পরিমাণ বিদেশী মদ। প্রায় পৌনে ৫ কোটি টাকা মূল্যের বিশাল এই চালানটি ১৯.০৪.২০১১ ঈসায়ী মঙ্গলবার বিকালে আটক করেছে চট্টগ্রাম কাস্টম হাউস কর্তৃপক্ষ। ঘোষণাবহির্ভূত পণ্য চালান অহরহ আটক হলেও সেখানে ঘোষিত পণ্য কিছু না কিছু পরিমাণে থাকে। কিন্তু আটক করা মদের চালানে আমদানিকারকের ঘোষিত পণ্য পাওয়ার টিলার যন্ত্রাংশের ছিটেফোঁটাও পাওয়া যায়নি। শুল্ক কর্মকর্তারা বলেছেন, এ ধরনের জালিয়াতির ঘটনা বিরল।
ওই দিন বিকালে কমিটির সদস্যরা কনটেইনারটি খুলে পরীক্ষা করেন। এতে পাওয়ার টিলার যন্ত্রাংশের পরিবর্তে ৪৫০টি বড় কার্টনে পাওয়া যায় নানা ব্র্যান্ডের ১০ হাজার ৩৭২ বোতল বিদেশী দামি মদ।
উল্লেখ্য মদের এ বৃহৎ চালান যে শুধু শুধু জালিয়াতির ঘটনা প্রতিভাত করে তাই নয় পাশাপাশি প্রমাণিত করে যে দেশে বরারবই এরূপ মদের বড় বড় চালান আসছে এবং দেশের একটি মহল মদ নিয়ে যথেষ্ট মেতে উঠেছে। এবং তা ক্রমান্বয়ই সমাজে বিস্তার ঘটাচ্ছে। (নাঊযুবিল্লাহ)
বিদেশী মদের বিরুদ্ধে একটি পত্রিকায় প্রায়ই রিপোর্ট হয়। গত কিছুদিন আগেও উক্ত পত্রিকায় রিপোর্ট হয়েছিল- “রাজধানী ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর অনুমোদিত ২৩টি বারের আমদানি লাইসেন্স নেই। তারপরও প্রতি রাতে কোটি কোটি টাকার বিদেশী মদ-বিয়ার বিক্রির উৎস কি? প্রতিটি বারেই সন্ধ্যার পর উপচেপড়া ক্রেতাদের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে। রমরমা এ বার বাণিজ্যে প্রকাশ্যে শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের বিদেশী মদ-বিয়ার বিক্রি হচ্ছে দেদারছে। এতে সরকার প্রতি মাসে শত শত কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে। আর সরকারের ফাঁকি দেয়া রাজস্ব লুটপাট করছে বার বাণিজ্যে জড়িতরা। এসব দেখার জন্য সরকারের বিভিন্ন দফতর ও আইন প্রয়োগকারী সংস্থা রয়েছে। কিন্তু তারা দেখেও না দেখার ভান করছেন। তাদের প্রকাশ্য শেল্টারে এভাবে প্রতি রাতে অবৈধভাবে বিদেশী মদ-বিয়ার বিক্রি বেপরোয়াভাবে বেড়ে গেলেও দেশে উৎপাদিত উন্নতমানের মদ-বিয়ার বিক্রি হচ্ছে না।”
উল্লেখ্য, পত্রিকাটির মালিক নিজেই মদের কারখানার মালিক হওয়ায় দেশী মদ অবাধে বিক্রির পক্ষেই মূলত রিপোর্ট হয়েছে।
প্রদত্ত রিপোর্টে প্রতিভাত হচ্ছে যে, বিদেশী মদ বিক্রীটাই হচ্ছে একমাত্র অপরাধ। কিন্তু দেশী মদ দেদারছে বিক্রি হলেও তাতে অসুবিধা নেই। (নাঊযুবিল্লাহ)
অথচ এদেশের ৯৭ ভাগ অধিবাসী মুসলমান। ইসলাম এদেশের রাষ্ট্রধর্ম। মদ ইসলামে সম্পূর্ণ হারাম। এবং ইসলামে কাট্টা হারাম এই অনুভূতিই ৭২ এর সংবিধানে বঙ্গবন্ধু সন্নিবেশ করেছিলেন। আজ ৭২ এর সংবিধানের পুনঃপ্রবর্তনের কথা বলতে অনেক মহল সোচ্চার। কিন্তু তারা যে অর্থে সোচ্চার তা হলো ধর্মনিরপেক্ষতা পুনঃপ্রবর্তনে। কিন্তু ৭২ এর সংবিধানে শুধু ধর্মনিরপেক্ষতারই উল্লেখ ছিলনা। মদ ও জুয়া আক্ষরিকভাবে নিষিদ্ধ ছিল। কিন্তু এই নিষিদ্ধ করণের কথা ৭২ এর সংবিধানে পুনঃপ্রবর্তনকারী কেউ উল্লেখ করছেন না। পাশাপাশি তারা ৭৫ এর পরবর্তী শাসক তথা জিয়াউর রহমানের কঠোর সমালোচনা করেন। কিন্তু জিয়াউর রহমানই মদের অনুমতি দিয়েছিল। গত টার্মে মইত্যা রাজাকারও মদের কারখানার অনুমতি দিয়েছিল।
প্রসঙ্গত তাই প্রশ্ন উঠে জিয়াউর রহমান ও মইত্যা রাজাকারের কঠোর সমালোচনা হবে কিন্তু তাদের করে যাওয়া হারাম কাজ কেন অব্যাহত রাখা হবে?
পাশাপাশি বঙ্গবন্ধুকে ‘জাতির জনক’ মানা হবে কিন্তু তার নিষিদ্ধ করা মদ ও জুয়াকে না করা হবেনা; তা কেন? এসব কী স্ববিরোধী, দ্বিমুখী প্রবণতা তথা মুনাফিকী নয়? ইসলামে মুনাফিকী ও মদ অত্যন্ত নিকৃষ্ট। এর অবসান অতি জরুরী।

-মুহম্মদ ওয়ালীউল্লাহ, ঢাকা।

যুগের আবূ জাহিল, মুনাফিক ও দাজ্জালে কাযযাবদের বিরোধিতাই প্রমাণ করে যে, রাজারবাগ শরীফ উনার হযরত মুর্শিদ ক্বিবলা আলাইহিস সালাম তিনি হক্ব। খারিজীপন্থী ওহাবীদের মিথ্যা অপপ্রচারের দাঁতভাঙ্গা জবাব-১২৩

‘পবিত্র দ্বীন ইসলাম ও নৈতিক শিক্ষার’ অর্থ হচ্ছে- ‘পবিত্র দ্বীন ইসলাম ও অনৈসলামী শিক্ষা’। যার ফলাফল ‘শূন্য ধর্মীয় শিক্ষা’। বিতর্কিত ও বামঘেঁষা মন্ত্রী এটা করলেও ‘পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ বিরোধী কোনো আইন পাস হবে না’- এ প্রতিশ্রুতির সরকার কী করে তা গ্রহণ করতে পারলো?

বেপর্দা-বেহায়াপনায় আক্রান্ত কলুষিত সমাজের নতুন আতঙ্ক ‘সেলফি’। সেলফি উম্মাদনায় সমাজে ব্যাপকভাবে বেড়েছে হত্যা, আত্মহত্যা, সম্ভ্রমহরণ, সড়ক দুর্ঘটনাসহ নানা অপরাধ। বিভিন্ন দেশে সেলফি’র উপর নিষেধাজ্ঞা জারি করলেও বাংলাদেশে কোন লক্ষণ দেখা যাচ্ছে না। সরকারের উচিত অপসংস্কৃতি এবং আত্মহত্যার মতো অপরাধ বন্ধ করতে অবিলম্বে সেলফি নিষিদ্ধ করা।

প্রতারণার ফাঁদে নাগরিক জীবন। সরকারের নজরদারী নেই। রকমফের প্রতারণা বন্ধে সম্মানিত ইসলামী আদর্শ বিস্তারের বিকল্প নেই

পার্বত্য চট্টগ্রাম এবং উত্তরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে চলছে অবাধ খ্রিস্টান ধর্মান্তরিতকরণ। বিষয়টি অদূর ভবিষ্যতে গভীর শঙ্কার। রহস্যজনক কারণে নীরব সরকার